কমলকৃষ্ণ দে, বর্ধমান: ফের আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফিরছিলেন। সেই সময় তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে যায়। সেই সময় জোরে ব্রেক কষায় মাথায় আঘাত পান মমতা। তবে সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয়ে হঠাৎ গাড়ি ঢুকে পড়ল কী করে, উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠছে আবারও। 


বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা ছিল। সেখানে পৌঁছতে হাওড়ার ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে রওনা দেন মমতা। কিন্তু ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায়, বৃষ্টি হওয়ায় হেলিকপ্টার উড়তে পারেনি। ফলে গাড়িতে চেপেই ফেরার রাস্তা ধরেন। সেই সময়ই আঘাত পান তিনি। জানা গিয়েছে, সভামঞ্চ থেকে ২০০ মিটার দূরে, গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি  তাঁর কনভয়ে হঠাৎই  ঢুকে পড়ে। 


স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, মমতা যে গাড়িতে ছিলেন, সেই গাড়ির সামনেই আচমকা অন্য একটি গাড়ি চলে আসে। তাতে তড়িঘড়ি সজোরে ব্রেক কষেন চালক। গাড়ির একেবারে সামনে, চালকের পাশের আসনেই বসেছিলেন মমতা। আচমকা ব্রেক কষায় মাথার পাশে চোট পান। হাতেও সামান্য চোট পান। সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে যায়। একটু ধাতস্থ হয়ে ফের কলকাতার উদ্দেশে রওনা দেয়। মমতার চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। তবে মাথায় রুমাল চাপা দিয়ে থাকতে দেখা যায় মমতাকে।


আরও পড়ুন: Mamata Banerjee:‘বাংলার ব্যাপারে কোনও সম্পর্ক নেই’, ফের কংগ্রেসকে আক্রমণ মমতার, I.N.D.I.A জোটে দোলাচল


রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচুর নিরাপত্তা পান। তাঁর কনভয়ে আঁটোসাটে নিরাপত্তা থাকে। পাশাপাশি বাড়তি পুলিশও মোতায়েন থাকে। তার পরও এমন ঘটনা ঘটল কী করে, প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠছে আবারাও। এ নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনও বিবৃতি মেলেনি। তবে বার বার মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘটনা ঘটায় প্রশ্ন উঠছেই। কেন আগে থেকে রাস্তায় নজরদারি চালানো হল না, কেন ওই গাড়ি কারও চোখে পড়ল না, উঠছে প্রশ্ন।


এর আগে, ২০২১ সালে নন্দীগ্রামে চোট পান মমতা। তার পর কলাইকুণ্ডায় আবারও আঘাত পান কিছু দিন আগে। সেই আঘাত এতটাই গুরতর ছিল যে হাসপাতালেও ভর্তি হতে হয় মমতাকে। শুধু তাই নয়, চিকিৎসার পর সংক্রমণও হয়ে যায় ক্ষতে। তাতে কলকাতার এসএসকেএম হাসাপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে, মুখ্যমন্ত্রীর বাড়িতেও অজ্ঞাত পরিচয় এক যুবক ঝুকে পড়েন। হাতে রড নিয়ে সারারাত মমতার কালীঘাটের বাড়িতেই ঘাপটি মেরে ছিলেন ওই যুবক। সেই সময়ও কড়া নিরাপত্তার বলয় টপকে ওই যুবক কী করে ঢুকে গেলেন ওঠে প্রশ্ন। তার পর মমতার বাড়ির চারিদিকের নিরাপত্তা আরও বাড়ানো হয়। তার পর আবার এই ঘটনা।