জয়ন্ত পাল, কলকাতা: রাজ্য়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ দমদম পুরসভার হাসপাতালে (South Dum Dum Municipality Hospital) খোলা হয়েছে একশো শয্য়ার আলাদা ইউনিট। জঞ্জাল ফেলা নিয়ে এবার আরও কড়া হতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipla Corporation)।
বাড়ছে ডেঙ্গির দাপট:
উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য়ের ডেঙ্গি পরিসংখ্যান। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০১, বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতর সূত্রে দেওয়া তথ্য-পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত সপ্তাহে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন।শহর এলাকার থেকে গ্রামীণ এলাকায় সংক্রমণ বেশি। ৭২ শতাংশ গ্রামীণ এলাকার মানুষ ডেঙ্গি আক্রান্ত। শহরে ডেঙ্গি আক্রান্তের হার ২৮ শতাংশ সম্প্রতি ৪০০ রোগীর রক্তের নমুনা পরীক্ষার জন্য় পাঠানো হয়। তার মধ্য়ে ৩০০টি রক্তের নুমনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ৬৩ শতাংশ ডেঙ্গি রোগী ডেঙ্গ্ ৩ ভাইরাসে সংক্রমিত। ১৭ শতাংশ রোগী ডেঙ্গ্ ২ ভাইরাসে সংক্রমিত। ১৫ শতাংশের শরীরে বাসা বেঁধেছে ডেঙ্গ ৪ ভাইরাস।
উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থির মধ্যেই দক্ষিণ দমদম পুরসভা এলাকায় পড়ে রয়েছে জঞ্জাল। স্থানীয় ৩১ নম্বর ওয়ার্ডের পাতিপুকুর পল্লিশ্রীতে জরাজীর্ণ পার্কে বৃষ্টির জলে মিলেছে মশার লার্ভা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জঞ্জাল সাফাই করা হয় না। দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে মাস খানেক আগে ডেঙ্গিতে এক মহিলার মৃত্য়ু হয়। তারপরেই সক্রিয় হয়েছে পুরসভা। পুরসভার হাসপাতালে ১০০ শয্য়ার আলাদা ইউনিট খোলা হয়েছে। জঞ্জাজ জমে থাকা নিয়ে আইনত ব্য়বস্থা নেওয়ার পথে হাঁটতে চলেছে দক্ষিণ দমদম পুরসভা।
ডেঙ্গি মোকাবিলায় জঞ্জাল পড়ে থাকা নিয়ে কড়া কলকাতা পুরসভাও। ফাঁকা জমি ও পুকুরের পাশে জঞ্জাল ফেলা হলে এবার থেকে সংশ্লিষ্ট জমি ও পুকুরের আশেপাশে সব বাড়িকে নোটিস পাঠানো হবে। তারপরেও জঞ্জাল পড়ে থাকলে সব বাড়িকে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবারের কলকাতা পুরসভার ১০ নম্বর বোরোর বৈঠকে। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে এদিন মৌলানা আজাদ কলেজ থেকে মিছিল করে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় মধ্য কলকাতা জেলা কংগ্রেস। মেয়রের পদত্য়াগের দাবি তোলা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।
আরও পড়ুন: Jalpaiguri News: মহারাষ্ট্রে ক্রেন ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ভিনরাজ্য়ে কাজে গিয়ে মৃত বাংলার দুই