কলকাতা: ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে উচ্চ মাধ্যমিকের, এমনটাই জানান হয়েছে, উচ্চমাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের তরফে। বিদ্যাসাগর ভবনের রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক বৈঠকে (Press Conference) জানান হবে ফলাফল।
এছাড়াও শিক্ষার্থীরা ১০ জুন এসএমএস, মোবাইল অ্যাপ-এর মাধ্যমে ফলাফল দেখতে পাবেন।
দুপুর ১২ টা থেকে এবিপি আনন্দের (ABP Ananda) ওয়েবসাইটে (Website) দেখা যাবে ফলাফল। উচ্চমাধ্যমিকের ফলের বিষয়ে জানার জন্য চোখ রাখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে- http://wb12.abplive.com - এ । এছাড়াও ফল প্রকাশিত হওয়ার পরেই পড়ুয়ারা ফল জানতে পারবেন পশ্চিমবঙ্গ বোর্ডের সরকারি ওয়েবসাইটেও wbbse.wb.gov.in ও wbresults.nic.in
আরও পড়ুন, কাল প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল, কীভাবে রেজাল্ট দেখা যাবে?
গত ২ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় রাজ্যে। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে পরীক্ষায় বসতে নাম নথিভুক্ত করেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন। করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। এ বারে পরীক্ষা হলেও, নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষায় কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে নিয়োগ করা হয় স্পেশাল অবজার্ভার, যাতে টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া যায়।
Education Loan Information:
Calculate Education Loan EMI