WB HS Results 2022 LIVE: অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখুন wb12.abplive.com -এ
West Bengal HS Result 2022 LIVE: সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১২টা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট।
LIVE
Background
কলকাতা: শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। আর এক সপ্তাহের মাথায় উচ্চ মাধ্যমিকের (WB Uccha Madhyamik Result 2022) ফল প্রকাশিত হতে চলেছে। আজ সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত হবে প্রথম ১০ জনের মেধা তালিকা। বেলা ১২টা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট।
পরীক্ষার্থীরা মার্কশিট (Marksheet) পাবেন ২০ জুন। করোনার হানায় ২০২০ সালে শুরু হয়েও মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক (WBCHSE Result 2022 Class 12)। করোনা আবহে ২০২১-এ পরীক্ষাই হয়নি। এই বছর প্রথমবার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক (West Bengal Board 12th Result) পরীক্ষার্থীরা। এবার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। মাধ্যমিকের ফল প্রকাশের দিনই স্কুল থেকে মার্কশিট পেয়েছে পরীক্ষার্থীরা। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার প্রায় ১০ দিন পর, ২০ জুন পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের স্বার্থে নির্ধারিত সময়ের আগে এবার ফল প্রকাশ করা হচ্ছে। প্রায় সাড়ে ৭ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট ছাপানো সময়সাপেক্ষ ব্যাপার। সে ক্ষেত্রে এবিপি আনন্দর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট। ডাউনলোড করা মার্কশিট দেখিয়ে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে চোখ রাখুন- wb12.abplive.com
WB HS Results 2022 LIVE: কোচবিহার থেকে উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ২২
মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, সাফল্যের হারে বরাবর নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর। একইভাবে ধারাবাহিকতা বজায় রেখে রাজ্যবাসীর নজর কেড়ে নিল কোচবিহার জেলা। উচ্চ মাধ্যমিকের ফলাফলে এখানকার ছাত্র-ছাত্রীদের জয়জয়কার। মেধাতালিকায় জায়গা করে নিল জেলার ২২ জন ছাত্র-ছাত্রী। এনিয়ে উচ্ছ্বসিত জেলার শিক্ষামহল।
WBCHSE HS Results 2022: ২০২৩-এর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ
২০২৩-এর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ। পরীক্ষা হবে হোম ভেন্যুর বাইরে, পূর্ণাঙ্গ সিলেবাসে। ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
WB HS Results 2022 LIVE: এই বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৭,২০, ৮৬২ জন। যত সংখ্যক ছাত্রছাত্রী এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নিজের নাম নথিভুক্ত করেছিল। তাঁদের মধ্যে ৯৬.৮ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। এ বছর পাশ করেছে ৬,৩৬,৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।
WBCHSE HS Results 2022: সিনেমা দেখতে পছন্দ করেন দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ
১২ ঘণ্টা পড়তেন, প্রিয় মার্ভেল অ্যাভেঞ্জারস আর ক্রিকেট। এত নম্বর আশা করেননি দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ।
WB HS Results 2022 LIVE: ডাক্তার হতে চান কাজী সামিম আহসান
প্রথম শ্রেণি থেকে যা পরিশ্রম করেছিলাম। তার ফল এল। বললেন, সপ্তম কাজী সামিম আহসান। ডাক্তার হতে চান সামিম।