Job Scam: চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ! কাঠগড়ায় মানবাজারের TMC নেতা
TMC On Job Scam: পুরুলিয়ার মানবাজারের ভিডিও ভাইরালে জোর বিতর্ক

পুরুলিয়া: চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল! পুরুলিয়ার মানবাজারের ভিডিও ভাইরালে জোর বিতর্ক। কাঠগড়ায় মানবাজার এলাকার তৃণমূল নেতা কিশোর মাহাতো ।
যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি কিশোর মাহাতোর। ছবি ভাইরাল করে বদনাম করার চেষ্টা, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। 'তৃণমূল মানেই চাকরি-দুর্নীতি', কটাক্ষ বিজেপি সাংসদের । 'দল অনৈতিক কাজ সমর্থন করে না', পালটা প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের।
প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায়, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কে এই অভিষেক ব্য়ানার্জি? সিবিআই-এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। এনিয়ে কুণাল ঘোষ কোনও মন্তব্য করতে না চাইলেও, তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি, এটা অভিষেককে কালিমালিপ্ত করতে অমিত শাহর প্ল্যান। CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে তোলপাড় হচ্ছে বঙ্গ-রাজনীতি।
সম্প্রতি, প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে CBI...এই চার্জশিটের ১২ নম্বর পাতায় একটি অডিও ক্লিপের কথোপকথনের বিস্ফোরক দাবি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, কথোপকথন থেকে এও সামনে এসেছে, বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্র বলছেন, যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে, তার জন্য অভিষেক ব্যানার্জি ১৫ কোটি টাকা চেয়েছেন।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, ED-র পাশাপাশি তদন্ত করছে CBI-ও। এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের ১৩ নম্বর পাতায় CBI-এর তরফে দাবি করা হয়েছে,কথোপকথন থেকে এটাও জানা গেছে যে, এক ব্য়ক্তিকে হুগলির বলাগড়ে পছন্দের পোস্টিং পাইয়ে দিতে জেলার তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) চেয়ারম্যানকে ফোন করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তদন্তে উঠে আসে, অবিলম্বে প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার জন্য হুগলির তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন মানিক ভট্টাচার্য এবং পার্থ চ্যাটার্জি।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে ED গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তবে, CBI-এর মামলায় তিনি সুপ্রিমকোর্টের রক্ষাকবচে আছেন। সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্যর নামের সঙ্গে উল্লিখিত অভিষেক ব্যানার্জি কে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।
আরও পড়ুন, অভয়া ধর্ষণ-খুনের ৭ মাস, যাদবপুরকাণ্ড-ফের পথে নেমে প্রতিবাদ
এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন, কে এই অভিষেক ব্যানার্জি? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে কুণাল ঘোষ কোনও মন্তব্য করতে না চাইলেও, তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি, এটা অভিষেককে কালিমালিপ্ত করতে অমিত শাহর প্ল্যান।






















