WB Madhyamik Results 2022 LIVE: মাধ্যমিকের ফলে জেলার জয়জয়কার, প্রথম দশের মেধা তালিকায় ১১৪ জন
West Bengal Madhyamik Result 2022: আজই মাধ্যমিকের ফল বেরোতে চলেছে। ফলপ্রকাশের বিজ্ঞপ্তি সোমবারই প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সকাল ৯টা সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ মধ্যশিক্ষা পর্যদের।

Background
কলকাতা: আজ, মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022) ফলপ্রকাশ (WB Madhyamik Board Result 2022)। সকাল ৯টায় ফল ঘোষণা। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মিলবে ফল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ফল দেখা যাবে এবিপি আনন্দর (ABP Ananda Website) ওয়েবসাইটে। পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যেই বেরোচ্ছে রেজাল্ট।
৩০ মে মধ্য়শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। সোমবার দুপুরের পর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৩ জুন, শুক্রবার সকাল নটায় সাংবাদিক সম্মেলন করে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, প্রথম দশ জনের মেধতালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।
কখন রেজাল্ট দেখা যাবে?
সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশের পরে, সকাল দশটা থেকে অনলাইনে মাধ্যমিকের ফল দেখা যাবে।
কোন ওয়েবসাইটে ফল:
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
http://abpananda.abplive.in
চলতি বছরের মার্চের সাত তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল।
WBBSE Madhyamik Results 2022: ১০ জন সপ্তম স্থান অধিকার করেছেন
১০ জন সপ্তম স্থান অধিকার করেছেন। কোচবিহারের অনন্য দেব সপ্তম স্থান অধিকার করেছেন। বালুরঘাট হাইস্কুলের সৌগত ঘোষ সপ্তম স্থান অধিকার করেছেন। মেদিনীপুরের রনিত সাউ সপ্তম স্থান অধিকার করেছেন। বাঁকুড়ার সিঞ্চন দত্ত ৬৮৭ পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন।
WB Madhyamik Results 2022: ষষ্ঠ স্থান অধিকার করেছেন ৬ জন
ষষ্ঠ স্থান অধিকার করেছেন ৬ জন। হুগলির নিরুপম দাস ৬৮৮ পেয়ে ষষ্ঠ। আরামবাগের সম্পূর্ণা নন্দী ৬৮৮ পেয়ে ষষ্ঠ। আসানসোলের সৈকতকুমার গঙ্গোপাধ্যায় ৬৮৮ পেয়ে ষষ্ঠ। পূর্ব মেদিনীপুরের প্রতীক মাইতি ৬৮৮ পেয়ে ষষ্ঠ।






















