কলকাতা: রবিবার শ্রাদ্ধ ছিল তাঁর ভাইয়ের। কিন্তু যেতে দেওয়া হয়নি। বরং দিনভর তাকে হেনস্থা করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এভাবেই ফুঁসে উঠলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পৌরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে রবিবার সাড়ে ন'ঘণ্টা ফিরহাদের চেতলার বাড়িতে তল্লাশি চালায় CBI. শেষে কিছু বাজেয়াপ্ত না করে, জিজ্ঞাসাবাদ না করেই গোয়েন্দারাই বেরিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন ফিরহাদ (CBI Raids in Kolkata)। এর জন্য সরাসরি বিজেপি-র বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তিনি। তুলনা টেনেছেন বাংলার পূর্বতন শাসকদল সিপিএম-এরও। পরিবারকে কখনও হেনস্থা হয়নি বলে মন্তব্য করলেন।


রবিবার CBI বেরিয়ে যাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফিরহাদ। সেখানে তিনি বলেন, "আমি বামফ্রন্ট আমলেও লড়াই করেছি। মামলাও হয়েছে। দাঙ্গা, মারপিট, বাধা সৃষ্টির মামলা দায়ের হয়েছে। এই অপমান হয়নি। বাড়ির  লোকজনকে জড়ানো হয়নি। নিশ্চিত ভাবে মার খেয়েছি, হাসপাতালে গিয়েছি। কিন্তু এই অপমান হয়নি।"


এ দিন সরাসরি সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য এমনকি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের উদ্দেশেও প্রশ্ন ছুড়ে দেন ফিরহাদ। বলেন, "ব্যক্তিগত ভাবে আমাকে চেনেন সুজনবাবু। রাজনীতি ছেড়ে বলুন আমি চোর! বিকাশ ভট্টাচার্যও ব্যক্তিগত ভাবে চেনেন, বলুন আমি চোর! দিলীপ ঘোষ ব্যক্তিগত ভাবে জানেন আমাকে। বলুন আমি চোর! যা ইচ্ছা তাই করবে! সম্মানহানি করবে এভাবে? একবার হয়েছে নারদের সময়। ভাবলাম আদালতে বিচার পাব। কিন্তু সেখানে হবে না। কারণ একতরফা গ্রেফতারি হয়েছে। শুভেন্দু একই মামলায় আসামি। সে গ্রেফতার হয়নি। কোনও দিন চার্জশিট গঠন হবে না, বিচার পাব না। কোনও দিন. হয়ত রাজীব গাঁধীর মতো যেদিন মারা যাব, তার পর যেমন বোফোর্স মামলায় বিচার পেয়েছিলেন উনি, আমিও হয়ত তেমনই পাব। কিন্তু আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে।"


আরও পড়ুন: Firhad Hakim: ভাইয়ের শ্রাদ্ধে যেতে না দিয়ে ৯ ঘণ্টা ধরে হেনস্থা, ক্ষোভে ফেটে পড়লেন ফিরহাদ


এ দিন বিজেপি-কেও হুঁশিয়ারি দেন ফিরহাদ। বলেন, "বিজেপি-কে বলে দিই, জেলে রাখুন আমাকে। কিন্তু অপমান করবেন না। আপনাদের হতে পারে গুজরাতে চোর, যারা চুরি করেছে চোর। অপমান করবেন না। অসভ্য, বর্বর, ছোটলোকের দল একটা। সামনাসামনি লড়তে পারে না। মিথ্যা অপবাদ দিয়ে সম্মানহানি করছে।"