কলকাতা: দলনেত্রীর অত্যন্ত বিশ্বস্ত লোক তিনি। নেত্রীকে স্কুটারের পিছনে চাপিয়ে নবান্নে নিয়ে যাওয়া হোক বা দলের জন্য় নিজের ঘোষণা থেকেই সরে আসা, দলের স্বার্থে কোনও কিছুতেই না নেই তাঁর। কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) জামাতা ইয়াসের হায়দর (Yasser Haidar) এবার তৃণমূলে তাঁর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালেন। আগেও একাধিক বার বিদ্রোহী হয়ে ওঠেন ইয়াসের। এবার তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন তিনি। যাওয়ার বেলায় তোলাবাজি, দুর্নীতি নিয়ে বিঁধেও গেলেন জোড়াফুল শিবিরকে। তাতে জামাতাকে 'পরজীবী' বলে কটাক্ষ করলেন ফিরহাদ।
শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে হাতশিবিরে যোগ দেন ইয়াসের। তৃণমূল ছাড়ার কারণ ব্য়াখ্য়া করতে গিয়ে জানান, দলে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। নিজের ১২০ শতাংশ দেওয়ার পরও প্রতিদান পাননি। কোনও দুর্নীতি, তোলাবাজিতে নাম জড়ায়নি, তারপ পরও কেন সুযোগ পাননি, কেন বঞ্চিত হয়ে থাকতে হয়েছে, তার উত্তর তাঁর কাছেও অধরা বলে জানান ইয়াসের। এমনকি তৃণমূলের উৎপত্তি যে কংগ্রেস থেকেই, সেকথাও মনে করিয়ে দেন।
আরও পড়ুন: Yasser Haidar: বরাবরই বিদ্রোহী, এবার আর ঠেকানো গেল না, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরহাদের জামাই
এর পরই ইয়াসেরের কংগ্রেসে যোগদান নিয়ে কটাক্ষ ছুড়ে দেন ফিরহাদ। এক সাংবাদিক বৈঠকে প্রশ্নের মুখোমুখি হলে ফিরহাদ বলেন, "আমার মনে হয়স কংগ্রেস দলটাই এবার উঠে যাবে। তার কারণ এগুলো যারা করে, আত্মীয়-স্বজন নিয়ে কারবার করে যারা, তারা আসলে দল করে না। ফিরহাদ হাকিমের লোক, ফিরহাদ হাকিমের আত্মীয়, এগুলো কারও পরিচয় হতে পারে! আমি নিজে ছোট থেকে আন্দোলন করে উঠে এসেছি। নিজের পরিচিতি তৈরি করেছি নিজেই। পরজীবী হয়ে বাঁচা যায় নাকি!"
ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসের। এর আগে, ২০২১ সালেও তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইয়াসের। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দেন তিনি। সেই সময় তাঁর অভিযোগ ছিল, যাঁরা দিনরাত দলের জন্য কাজ করেন, তাঁদের কেউ পাত্তা দেন না। ভুঁইফোড় সেলিব্রিটিরা এসে টিকিট তুলে নিয়ে যান।
সেবার ফিরহাদকে পাশে নিয়েই প্রার্থিতালিকা ঘোষণা করেছিলেন মমতা। সেই ফিরহাদের জামাই-ই বিদ্রোহ ঘোষণা করতে শোরগোল পড়ে যায়। কিন্তু সেবার পরিস্থিতি সামলে নেন ফিরহাদ। দলীয় পদ খোয়ান ইয়াসের। সেই থেকে মোটামুটি নিশ্চুপই ছিলেন ইয়াসের। কিন্তু আর সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটানো নয়, সরাসরি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ইয়াসের।