কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। বেশ কিছুদিন নিয়েছিলেন বিরতি। তবে এবার তিনি ফিরছেন অভিনয় দুনিয়ায়। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'শ্যামা'য় (Shyama) দেখা যাবে তাঁকে।


টেলিভিশনে ফিরছেন মধুবনী গোস্বামী


বেশ কয়েকবছর পর টেলিভিশনে ফিরছেন মধুবনী গোস্বামী। সান বাংলার 'শ্যামা' ধারাবাহিকে এবার থেকে তাঁকে দেখা যাবে। মা তারার ভূমিকায় অভিনয় করবেন তিনি। সেপ্টেম্বরের শুরুতেই সান বাংলায় শুরু হতে চলেছে 'শ্যামা'। এই সিরিয়ালে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা এবং টুম্পা।


চার বছর পর কাজে ফিরে কেমন লাগছে মধুবনীর? এবিপি লাইভকে অভিনেত্রী বলেন, 'অভিনয়েই তো আমার সবকিছু। অভিনয়ই আমাকে পরিচিতি দিয়েছে। মানুষের কাছে আমাকে পৌঁছে দিয়েছে। রাজার সঙ্গে দেখা হওয়াও এই অভিনয়ের সেটেই। তারপর আমাদের জীবনে কেশব আসে। ফলে সেটে ফিরতে পারছি ভেবে ভীষণ উত্তেজিত আমি। আর সবচেয়ে বড় কথা আমার কাজটা এমন শিডিউলে যে আমি আমার সন্তানকেও সময় দিতে পারব, কাজটাও করতে পারব। ফলে প্রচণ্ড ভাল লাগছে।' 


ইতিমধ্যেই চরিত্রের লুক সেট ও প্রোমো শ্যুট হয়ে গিয়েছে। ৭ থেকে ১০ দিনের শ্যুটিং শিডিউল অভিনেত্রীর। ছেলেকে বাড়িতে রেখে এই প্রথম কাজে বের হবেন মধুবনী। 'অফার পেয়ে প্রথমে আমিই একটু চিন্তায় পড়েছিলাম। মনে হচ্ছিল বাড়িতে আমি ছাড়া ওকে রাখা যাবে কি না।' কিন্তু স্ত্রীকে উৎসাহ জুগিয়েছেন স্বামী ও অভিনেতা রাজা গোস্বামী। কী প্রতিক্রিয়া ছিল তাঁর? মধুবনী বলছেন, 'আমাদের পেশাগত বা ব্যক্তিগত, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই দু'জনে আলোচনা করি। যখন এই অফার পাই, প্রথম ফোন করি রাজাকে। ও তখন এই চ্যানেলেরই অন্য ধারাবাহিকের শ্যুটে ছিল। ও শুনেই বলে, এর থেকে ভাল অফার পাওয়া যাবে না, এটা 'ম্যাজিক কম্বো'। ১০ দিন শ্যুটিং করলে বাকি ২০ দিন তো কেশবের জন্য থাকছেই।' তবে একইসঙ্গে অভিনেত্রী ধন্যবাদ জানাচ্ছেন, 'সুরিন্দর ফিল্মস' ও 'সান বাংলা'কেও। অভিনেত্রীর সমস্ত সুবিধা অসুবিধার কথা মাথায় রেখেই যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে বলে জানান মধুবনী।


ছোটপর্দায় ফিরেই মা তারার ভূমিকায় অভিনয়। কীভাবে তৈরি হচ্ছেন? মধুবনী বলছেন, 'আমরা তো কেউই ঈশ্বর দর্শন করিনি। বিভিন্ন গল্প পড়ে, বই পড়ে, বা সিনেমা ধারাবাহিক দেখে নিজেদের মনে একটা চিত্র তৈরি করে নিই। আর মা তো সবসময়েই আমাদের সকলের মনের কাছাকাছি। যে কোনও সমস্যা, যে কোনও চাহিদা, ভাল জিনিস, সবকিছুই মাকে গিয়ে বলি আমরা। আর মা-ও কখনও তাঁর সন্তানদের ফিরিয়ে দেন না। সেই ভক্তবৎসল, মানবিক মায়ের রূপই ফুটিয়ে তোলার চেষ্টা করব। বাকি তো গল্প যেমন এগোবে, সেই অনুযায়ী হবে।'


আরও পড়ুন: Gadar 2: ৩০০ কোটির গণ্ডি পার করল সানির 'গদর ২', চ্যালেঞ্জ ছুঁড়ল শাহরুখ, সলমনের রেকর্ডকেও!


ধারাবাহিকের গল্প এক ঝলকে


ধারাবাহিকে হানির চরিত্রের নাম জয় বন্দ্যোপাধ্যায়। ধনী ও স্বচ্ছ্বল পরিবারের সুদর্শন পুত্র সে। বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কর্তা বকুল বন্দ্যোপাধ্যায়। এই চরিত্রে অভিনয় করছেন বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি নামী জ্যোতিষী এবং জয়ের ঠাকুর্দা। অন্যদিকে অরিত্রি, সুন্দরী যুবতী, সতিপীঠ মন্দিরের প্রধান পুরোহিতের মেয়ে। এই চরিত্রে অভিনয় করছেন টুম্পা। প্রথম দেখাতেই অরিত্রির প্রেমে পড়ে যায় জয়। তাঁদের কুষ্ঠিও মিলে যায় নিখুঁতভাবে। দুই পরিবারের আশীর্বাদ নিয়ে তাঁদের বিয়ে হয়। কিন্তু এরপরেই গল্পে আসবে ট্যুইস্ট। গভীর অন্ধকারে রেখে দেওয়া গোপন তথ্য আসবে সামনে এবং তাঁদের জীবনে উঠবে ঝড়। জয় ও অরিত্রি কি আদৌ কখনও সুখী দম্পতি হয়ে উঠতে পারবে? নাকি তাঁদের বিয়ে কোনও খারাপ দিকে মোড় নেবে? অজানা সত্যি না বুঝে কি সরল সাদাসিধে মেয়ে অরিত্রি কোনও চক্রান্তের শিকার হবে? নাকি সে পারবে সমস্ত কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে এবং নিজের জায়গা তৈরি করে নিতে? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial