কলকাতা: রাজ্যে আরও তাপপ্রবাহের ইঙ্গিত দিলেন আবহাওয়াবিদেরা। সারা বাংলায় তুমুল গরমের ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদেরা রয়েছে ভয়াবহ তাপপ্রবাহের (Heat Wave Condition) পূর্বাভাস। আগামী কয়েকদিনে কলকাতায় আরও বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবারের মধ্যে তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 


দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলায় আরও লাফিয়ে বাড়তে চলেছে তাপমাত্রা। বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ার দাপটে চরম তাপ প্রবাহ এবং তাপ প্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। শনি ও রবিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। জানিয়েছেন আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত।


আজ বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা:
পানাগড়   ৪৪.০ (+৭.২)
কলকাতা    ৪০.৮ (+৫ .২)
দমদম         ৪১.৫  ( +৫.৪)
মেদিনীপুর   ৪৩.৫   (+৬.৬)
কলাইকুন্ডা  ৪২.৮  (+ ৫.৯)
বাঁকুড়া         ৪২.৭  (+৪.৭)
বর্ধমান         ৪২.৫   (+৫.৭)
আসানসোল ৪২.৪    (+৪.৭)
সিউড়ি         ৪৩.৫     (+৬.৭)
ঝাড়গ্রাম      ৪৩.৫     (+ ৬.৬)


সোমবার থেকে সামান্য আবহাওয়া বদল:
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে । 


একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই ১০ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।


উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী ২৪ ঘণ্টায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গের নীচের দিকে তিন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভোটের আগে ছবি পোস্ট হতেই ভাইরাল! কে ইনি?