আবীর দত্ত, কলকাতা: রাজ্য়ে মাধ্যমিক বোর্ডের যত স্কুল রয়েছে। সেগুলির মধ্যে একেবারে প্রথম সারিতে যে কয়েকটি স্কুল রয়েছে- তার মধ্যে প্রথমেই থাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। মাধ্যমিক পরীক্ষায় (WB Board Madhyamik Result 2024) প্রায় প্রতিবছর নিয়ম করে এই স্কুল থেকে পড়ুয়ারা স্থান পায় রাজ্য়ের মেধাতালিকায়। শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকেও এই স্কুল থেকে মেধাতালিকায় জায়গা পান পড়ুয়ারা। (WBBSE)
আজ, বৃহস্পতিবার মাধ্যমিকের ফল (WB Board Madhyamik Result 2024 Live) বেরনোর পর দেখা গিয়েছে ট্রেন্ড বজায় রেখেই এবারও মাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় জায়গা পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের একাধিক পড়ুয়া। ১-থেকে ১০ এর মধ্যে এই স্কুলের মোট ৬ জন মাধ্য়মিক পরীক্ষার্থী স্থান পেয়েছে।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে মেধাতালিকায় (WB Madhyamik 10th Result 2024) কতজন?
মেধাতালিকায় তৃতীয় হয়েছে নৈঋতরঞ্জন পাল। সে বর্ধমানের বাসিন্দা।
মেধাতালিকায় ষষ্ঠ হয়েছে এই স্কুলেরই অলিভ গায়েন। অলিভ নদিয়ার ধুবুলিয়ার সোনাডাঙ্গার বাসিন্দা।
রাজ্য়ের মেধাতালিকায় সপ্তম স্থানাধিকারী অলেক্ষ্য মাইতি। পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপের বাসিন্দা অলেক্ষ্য।
মেধাতালিকায় নবম স্থানাধিকারী হয়েছে ঋত্বিক দত্ত এবং ঋতব্রত নাথ।
মেধাতালিকায় দশম হয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা শুভ্রকান্তি জানা।
কৃতিরা সবাই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কীভাবে মিলেছে এমন সাফল্য়? সেলফ স্টাডি আর গ্রুপ স্টাডি- এই দুইয়ে মিলেই এমন ফল, জানাল নৈঋতরঞ্জন। ষষ্ঠ স্থানাধিকারী অলিভ গায়েন বলছে, 'প্রথমে বিশ্বাসই হয়নি নাম শোনার পর। বন্ধুরাই বলল, আমি ঠিকমতো শুনতে পাইনি। ভাল লাগল। আশা করিনি, হয়ে গেল।' যে সমস্য়া হতো, বন্ধুদের মধ্যেই ক্লিয়ার হয়ে যেত। শিক্ষকরা তো সাহায্য করতেনই, তার সঙ্গেই বন্ধুদেরও অবদান রয়েছে বলে জানাচ্ছে কৃতিরা। স্কুলের পরিবেশের কথাও বলেছে পড়ুয়ারা। স্কুলে কঠোর নিয়মানুবর্তিতা রয়েছে। হাতে সময়ও কম থাকে। তারমধ্যেই খেলাধুলো থেকে পড়াশোনা সব কিছু করার পরিসর রয়েছে। ৬-৮ ঘণ্টা পাওয়া যেত, সেটাই ঠিকমতো ব্যবহার করেছে সবাই, এমনটাই জানাচ্ছে কৃতিরা। সবাই এই কৃতিত্বের জন্য বলেছে স্কুল, স্কুলের মহারাজ, শিক্ষক-শিক্ষাকর্মীদের কথা।
আরও পড়ুন: 'যত ভোট তত গাছ', ঘাটালের জন্য নতুন প্রতিশ্রুতি দেবের! মনোনয়নের আগে রক্তদান
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে