কলকাতা : মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ শতাংশ।

আদৃতের ফল বিস্তারে

আগাগোড়া পড়াশোনায় মনোযোগী আদৃতের পরীক্ষার ফলাফলে সব বিষয়েই গ্রেড  AA। বাংলা ও ইংরেজি,  উভয় বিষয়েই পূর্ণমান পেয়েছে সে। ফুলমার্কস পেয়েছে অঙ্ক, ভৌতবিজ্ঞান, ইতিহাসেও। মাত্র ২ নম্বর করে কাটা গিয়েছে জীবন বিজ্ঞান ও ভূগোলে। তাই আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬। পূর্ণমানের থেকে ৪ নম্বর কম। এবিপি আনন্দের ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশিত ফল। সেখান থেকেই জানা গেল আদৃতের রেজাল্ট। 

 ৮ থেকে ১০ ঘণ্টা টানা পড়াশোনা

এবিপি আনন্দকে আদৃত সরকার জানায়, পরীক্ষায় ভাল করবে এমন আশা তো ছিলই। প্রথম ১০ এ থাকার আশাও ছিল। তবে  রাজ্যে প্রথম হবে এটা সে-ও ভাবেনি। রেজাল্ট দেখে চোখে জল এসে গিয়েছিল তার। সারা বছর নিরন্তর পরিশ্রম করেছে সে।  পরীক্ষার আগে ৮ থেকে ১০ ঘণ্টা টানা পড়াশোনা করত আদৃত। তবে বাঁধা ধরা সময় নয়। যখনই সময় পেয়েছে, তখনই পড়াশোনা করেছে। পরিবারের মানুষ সবসময় পাশেই ছিল। 

ভবিষ্যতের পরিকল্পনা

আদৃতের ইচ্ছে, পরবর্তীতে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করার। সেই অনুসারে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। 

আর কীসে ঝোঁক?

পড়াশোনার পাশাপাশে কারেন্ট অ্যাফেয়ারের প্রতিও সদা নজর রাখে সে। গান সিনেমার থেকে সাহিত্যর প্রতিও ঝোঁক রয়েছে এবারের ফার্স্ট বয়ের। 

দেখুন রেজাল্ট

 

মাধ্যমিকে প্রথমের মার্কশিট

 

রেজাল্ট জানতে ক্লিক করুন, wb10.abplive.com-এ। দিতে হবে শুধুমাত্র রোল নম্বর। আর ডেট অফ বার্থ। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। এই ইনপুটগুলি দিলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটারে। দেখা যাবে মোবাইল থেকেও ।

অন্যান্য স্থানে কারা

যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর, ৬৯৪, ৯৯.১৪ পারসেন্ট। মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩, ৯৯ পারসেন্ট।  

পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬.০৯ পারসেন্ট। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, ৯২.৩০ পারসেন্ট। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ৯০.৫২ পারসেন্ট। 


Education Loan Information:

Calculate Education Loan EMI