কলকাতা: জয়েন্ট এন্ট্রান্সে সারা রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছেন জাহ্নবী শ। শুধু তাই নয়, জাহ্নবী রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী জাহ্নবী। পরীক্ষার ফল জেনে খুবই খুশি জাহ্নবী তিনি বলেন, 'এটা আশা করিনি। খুব ভাল লাগছে।' কিন্তু এত ভাল ফলের পিছনের রহস্য কী?


কীভাবে প্রস্তুতি:
প্রথম থেকেই নিয়মিত কড়া নিয়মানুবর্তিতার মাধ্যমে প্রস্তুতি নিয়েছেন বলে জানালেন জাহ্নবী। তিনি বলেন, 'আমি প্রস্তুতি নিয়েছিলাম। প্রতিদিন প্র্যাকটিস করেছি। পরীক্ষার আগে টানা মক পরীক্ষা দিয়েছি। প্রতিটি বিষয়েই সমান গুরুত্ব দিয়ে পড়েছি।' 
তাঁর সকালে স্কুলে ক্লাস থাকত। নিয়মিত ক্লাস করে তারপরে জয়েন্টের প্রস্তুতি নিয়েছেন জাহ্নবী। তিনি বলেন, 'সকালে ক্লাস করেছি। তারপরে বিকেলে প্রস্তুতি নিয়েছি।' তাঁর প্রস্তুতিপর্বে স্কুল খুব সাহায্য করেছিল বলেও জানিয়েছেন তিনি।


অনলাইনেও প্রস্ততি নিয়েছেন জাহ্নবী শ। তাতে সুবিধা হয়েছে বলে জানালেন তিনি। কী সুবিধা? জাহ্নবী জানাচ্ছেন, এই কাজে যাতায়াতের সময় বাঁচে। ফলে বাড়িতে পড়াশোনার অনেকটাই সময় পেয়েছিলেন। তবে একটি অসুবিধার কথাও বলেছেন জয়েন্টে চতুর্থ স্থানাধিকারী। অফলাইনে ক্লাস হলে বন্ধুদের সঙ্গে দেখা হয়, প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সেটা হয়নি। অনলাইনে পড়াশোনা করতে কোনও সমস্যা হয় না? তিনি বলেন, 'অনলাইনে কোনও সমস্যা নেই। অন্যদিকে মনোযোগ যাবে কিনা, সেটা নিজের উপর নির্ভর করে।' লক্ষ্যস্থির থাকলে সাফল্য আসবেই, মনে করে জাহ্নবী। সিবিএসই-এর সিলেবাসের কারণে কী প্রস্তুতি নিতে বেশি সুবিধা হয়? জাহ্নবী জানান, সিবিএসই-এর ক্ষেত্রে কেমিস্ট্রির যা সিলেবাস, তাতে একটু সুবিধা হয় বলে জানিয়েছেন জাহ্নবী

জয়েন্টের ফলপ্রকাশ: পরীক্ষার মাত্র ৪৮ দিনের মধ্যে প্রকাশিত হল ফলাফল। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষা হয়েছিল অফলাইনে। পরীক্ষা দেন লক্ষাধিক পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন এঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিক সংসদের ৪১,৮৩৯ জন কৃতকার্য হয়েছেন। জেলার ফলের নিরিখে সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা। এরপর দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পঃ মেদিনীপুর। চতুর্থ স্থানে পূঃ মেদিনীপুর, পঞ্চম স্থানে হুগলি। ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার। 


আরও পড়ুন: ঘড়ি ধরে নিয়মিত প্রস্তুতিতেই জয়েন্টে বাজিমাত সপ্তর্ষির 


Education Loan Information:

Calculate Education Loan EMI