সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা সূর্য। এর মধ্যেই ফের চড়ল পারদ। 


কলকাতায় তাপমাত্রা কত:
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


বৃষ্টির পূর্বাভাস:
আজ ও কাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (West Medinipur) এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Alipur) দফতর। বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া এবং উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলাতেও। অন্যদিকে, কোচবিহারে হাড়কাঁপানো ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই পারদ নেমেছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।


তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উল্লেখ্য অক্টোবরের শেষে এই শহরের পারদ নেমেছিল ২০ ডিগ্রির নীচে। এর আগে ২০১২-র অক্টোবরে ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ওই বছর ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ২৭ অক্টোবর ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা। গত অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর।সেবার তাপমাত্রা নেমে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।


গতকাল, ১৭ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭২ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩ কিলোমিটায়/ঘণ্টা। আজ, ১৮ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৩  শতাংশ। হাওয়ার গতিবেগ ৮ কিলোমিটায়/ঘণ্টা।


আরও পড়ুুন: বিহারের বাসিন্দার নাম বাংলার আবাস যোজনা তালিকায়! মালদায় গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধিরা