সঞ্চয়ন মিত্র, কলকাতা: ১০ জুন পর্যন্ত রাজ্য়ে তাপপ্রবাহ (Heat Wave) চলবে। বাড়তে পারে তাপমাত্রাও। বাংলায় বর্ষা দেরিতে ঢুকবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিকে, আজ জিরো শ্যাডো ডে। সকাল ১১টা ৩৪ মিনিটে মিলিয়ে যায় ছায়া। পরে আবার তা দৃশ্য়মান হয়।
বাড়তে পারবে তাপমাত্রা: রোদ্দুরের তেজে চোখ ঝলসে যাওয়ার জোগাড়। গরমের নিরিখে রাজস্থানের মরু শহরকেও পিছনে ফেলেছে কলকাতা। একটু বৃষ্টির জন্য় সবাই চাতকের মতো অপেক্ষা করছে। কিন্তু, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনই এই দহন জ্বালা থেকে মুক্তির বিশেষ সম্ভাবনা নেই। তারা বলছে, ১০ জুন পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে গরম কমা দূরের কথা, ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
05-Jun | 30.0 | 38.0 | Partly cloudy sky | |
06-Jun | 30.0 | 39.0 | Partly cloudy sky | |
07-Jun | 30.0 | 40.0 | Partly cloudy sky | |
08-Jun | 30.0 | 40.0 | Partly cloudy sky | |
09-Jun | 30.0 | 40.0 | Partly cloudy sky | |
10-Jun | 30.0 | 39.0 | Partly cloudy sky | |
11-Jun | 30.0 | 39.0 | Partly cloudy sky |
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় আরও ১ ডিগ্রি বাড়তে পারে কলকাতার তাপমাত্রা।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম। ফলে বজায় রয়েছে অস্বস্তিও। দক্ষিণবঙ্গের বর্ধমান বীরভূম, পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।বাংলায় বর্ষা আসতে দেরি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কেরলে বর্ষা আসার সময় হয়নি বলেও জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় স্বস্তি মিলবে ?
কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে, পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শুষ্ক আবহাওয়ার সতর্কতা। তৈরি হতে পারে লু-এর পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। তাই শুধুমাত্র দিনের বেলা নয়, রাতেও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে।
আরও পড়ুন: Sugarcane Juice Benefits: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?