সঞ্চয়ন মিত্র, কলকাতা : আগামী ২৪ ঘণ্টায় দুই বঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের মধ্যেই জানাল আবহাওয়া দফতর। পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা এখন গোরক্ষপুর, পটনা, দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরে তুমুল বৃষ্টি চলবে। 



উত্তরবঙ্গে অঝোরে বৃষ্টি 

টানা বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর মনে করছে, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির এই স্পেল চলবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের বাকি জেলায়। রবিবার থেকে এদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। সেখানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি  হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে।


শুক্রবার দিনভার বৃষ্টি চলে উত্তরবঙ্গের পার্বত্য ও পাদদেশ অঞ্চলে। প্রবলভাবে ভিজেছে ডুয়ার্সও। বৃষ্টির পরিমাণ -



  • মাটিগাড়া ২৭০ মিমি                     

  • বাগডোগরা ২১০ মিমি

  • শিলিগুড়ি ২১০ মিমি

  • ঝালং ২০০ মিমি

  • চম্পাসারিতে ২০০ মিমি

  • দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ১৫০ মিমি

  • গাজোলডোবা ১৪০ মিমি

  • জলপাইগুড়িতে ১৪০ মিমি 

  • লাভা ১৩০ মিমি

  • কালিম্পংয়ে ১০০ মিমি

    দক্ষিণবঙ্গের আবহাওয়া 


দক্ষিণবঙ্গে শনিবারও মেঘলা আকাশই থাকবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির পরিমাণ কমবে। বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে বেশ কিছু জেলায়। রবিবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।


কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে শনিবার। এদিনও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪৯.৭ মিলিমিটার। 


আরও পড়ুন :


'জয় জওয়ান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান' দেশের মাটি ছুঁয়ে মোদির স্লোগান