সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতা আপাতত ফুটছে গরমে। দেখা নেই বৃষ্টির। গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আবহাওয়া দফতর।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
আর এগোচ্ছে না মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের ৪ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে আছে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য এই মুহূর্তে কোনও অনুকূল পরিস্থিতি না থাকায় অপেক্ষার রেশ বাড়ছে। শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গেই আটকে থাকছে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষার এখনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েই চলেছে। আগামী তিন চার দিন আরও বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। 'ফিল লাইক টেম্পারেচার' অনেক বেশি মনে হবে।
আরও পড়ুন: Malda News: মাটিতে চাপা পড়ছে নিকাশিও, আতঙ্কে জেলাশাসকের দ্বারস্থ বাসিন্দারা
আজ কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ থেকে ৮৬ শতাংশ।
অন্যদিকে আজ সোমবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। এদিন UV Index- ১৩ এর আশেপাশে রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলায় আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। হাওয়া দেবে, তবে খুব গরমও থাকবে। মাঝে মাঝে আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝে রোদ উঠবে। দিনভর প্রবল গরম অনুভূত হবে।