সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ থেকে আবহাওয়ার উন্নতি। তবে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana), ঝাড়গ্রাম (Jhargram), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (Midnapur)- এই চার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং(Kalimpong)-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এ দিকে, পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফের নিম্নমুখী পারদ।





আজ কলকাতার সর্বনিম্ন (Kolkata Temperature) তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকায় উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় মাঘের শুরুতে বঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। 


পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাল পর্যন্ত বৃষ্টি চললেও রবিবার থেকে কমবে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮. ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।


রবিবার থেকে ফের নামবে পারদ। আশার কথা শোনাল আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।


আরও পড়ুন: BJP : আজ ফের বৈঠকে বসতে পারেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা, কারা থাকতে পারেন ?


শনিবার শিলা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। এমনিতেই পারদ এখন ঊর্ধ্বমুখী। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।  আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার বৃষ্টিপাত হলেও রবিবার থেকে ফের কমবে তাপমাত্রা।


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ১৪ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -  সর্বোচ্চ তাপমাত্র, ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা, ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৮০ শতাংশ।