কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash) প্রকাশ্যে। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পর ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) খবর উঠে আসছে বাংলার জেলায় জেলায়। যে ছবি একুশের বিধানসভা নির্বাচনের পরেও উঠে এসেছিল। তবে এবারের প্রেক্ষাপটটা আলাদা। লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠলেও, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এখনও যবনিকা পড়েনি। এবার আসানসোলের কুলটিতে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তবে এবারের অভিযোগটা গুরুতর। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কুলটি থানায় বিক্ষোভ দেখাল শাসকদল। কুলটিকাণ্ডের জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলল দলীয় কর্মীরা। 


সোমবার রাতে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভ দেখানো হয়েছে।এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হুসেন। আখতার হুসেনের অভিযোগ, দিন কয়েক আগে কুলটিতে বিদ্যুতের খুঁটিতে এক যুবককে মারধর করা হয়েছিল। সেই মারধরের ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।সেই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর নাদিম আখতার জড়িত রয়েছে।তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভ।তাঁদের দাবি, অবিলম্বে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদিও এই মারধরের অভিযোগ নিয়ে বারবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি অভিযুক্ত  তৃণমূল কাউন্সিলর নাদিম আখতারের সঙ্গে।তবে 'এদিনের বিক্ষোভে দলের কোনও অনুমতি নেই', বলে জানিয়েছেন কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত।


আরও পড়ুন, মুখ ঢাকা, বাইকে চেপে এসে পর পর গুলি, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী !


ভোটের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় হুগলির কোন্নগরে প্রকাশ্য়ে এসেছিল তৃণমূলের কোন্দল। ঘটনায় আহত হয়েছিলেন দুপক্ষের ৬ জন। যদিও কোন্দলের কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে  বিজয়োৎসব চলাকালীন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল তৃণমূলের দুই গোষ্ঠী। স্থানীয় সূত্রে খবর এসেছিল, ভোটে জেতার খুশিতে রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল কোন্নগরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দিব্য়েন্দু ভট্টাচার্যের তরফে। দিব্য়েন্দুর অনুগামীদের অভিযোগ, খাবার প্লেট আনতে যাওয়ার সময় কোন্নগর পুরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর অনুগামীরা হামলা চালিয়েছিল তাঁদের উপর। তাতে আহত হয়েছিলেন প্রায় ২-৩ জন। ২জনকে ভর্তি  করা হয়েছিল উত্তরপাড়া হাসপাতালে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।