শিবাশিস মৌলিক, কলকাতা: নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন (Loksabha Poll 2024)। সেই লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক জেলা পুনর্বিন্য়াসের পথে হাঁটছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, আজ বঙ্গ বিজেপির বৈঠকে এই ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও, জয়ী পঞ্চায়েত সদস্যদের দলে ধরে রাখা, ত্রিশঙকু পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন করার কৌশল নিয়েও আলোচনা হয় বৈঠকে। এমনটাই বিজেপি সূত্রের খবর। যথারীতি এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।                 

 নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন: পঞ্চায়েত ভোটে আশাপ্রদ ফল হয়নি।বছর ঘুরলে লোকসভা নির্বাচন।ইতিমধ্যে বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ।সেই কৌশলেরই অঙ্গ হিসাবে, বাংলার সাংগঠনিক জেলাগুলির পুনর্বিন্যাসের কথা ভাবছে গেরুয়া ব্রিগেড।সূত্রের খবর, রাজ্যের ৪২টি লোকসভা আসনের সঙ্গে সামঞ্জস্য রেখে, সাংগঠনিক জেলা গঠনে উদ্যোগী হয়েছে তারা।ভৌগলিক সীমানা বদলের সঙ্গে সঙ্গে সাংগঠনিক জেলার নাম পরিবর্তনও করা হচ্ছে বলে সূত্রের খবর।                             বাংলার মাটিতে দলকে সর্বস্তরে মজবুত করার লক্ষ্যে, সাংগঠনিক জেলা ভাগ করে নেতাদের দায়িত্ব দেওয়ার পন্থা অবলম্বন করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল। এবার তাতেই কিছুটা রদবদলের ভাবনা।বাংলায় পঞ্চায়েত ভোটের প্রেক্ষাপটে সন্ত্রাস,খুনোখুনি,রক্তপাত,বুথ দখল, ব্যালট লুঠের মতো একের পর এক অভিযোগ উঠেছে।এর আঁচ পৌঁছেছে দিল্লি পর্যন্ত। বাংলায় এসেছে তথ্যানুসন্ধান দল। সূত্রের খবর, সাংগঠনিক বৈঠকে এই বিষয়গুলি নিয়েও আলোচনা করেন বিজেপির নেতারা।     

ভোট মিটলেও, এবার পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে তেতে উঠেছে বিভিন্ন এলাকা। কোথাও বোর্ড গঠন রুখতে বিরোধী দলের প্রার্থীদের আটকে রাখার অভিযোগ উঠেছে। তো কোথাও বিরোধী দলের জেতা প্রার্থী-কে চাপ দিয়ে দল বদল করানোর অভিযোগ উঠেছে। এই আবহেই,জয়ী পঞ্চায়েত সদস্যদের কীভাবে দলে ধরে রাখা হবে,ত্রিশঙ্কু  গ্রাম পঞ্চায়েতগুলিতে কী কৌশল হবে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এমনটাই সূত্রের খবর। রবিবার বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, সহ পর্যবেক্ষক অমিত মালব্য, আশা লাকড়া। ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে বৈঠকে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।                           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Kunal Ghosh:'রাজনৈতিক ছোটলোক', অসুস্থ বুদ্ধদেবকে নিয়ে কুণালের মন্তব্যের পাল্টা অধীর, প্রতিবাদ বিরোধীদের