সমীরণ পাল, শান্তনু নস্কর ও করুণাময় সিংহ, উত্তর ২৪ পরগনা, মালদা ও দক্ষিণ ২৪ পরগনা :  পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের ৩ জেলায় অস্ত্র বোমা উদ্ধার হল। আমাডাঙায় (Amdanga) সাত সকালে চলল বোমাবাজি। বোমার আঘাতে জখম হয়েছে এক জন। মালদার (Malda) হরিশচন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ গ্রেফতার (Arrested) করা হল ২ দুষ্কৃতীকে। এদিকে, বাসন্তীতে (Basanti) মিলল ৫টি বোতল বোমা।


আরও বোমা-অস্ত্র উদ্ধার


পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বেআইনি অস্ত্রের হদিশ মিলছে প্রায় প্রতিদিনই। উদ্ধার হচ্ছে বোমা। সোমবারও রাজ্যের ৩ জেলায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও বোমা গুলি। উত্তর ২৪ পরগনার আমডাঙার সাধনপুরে সাতসকালে বোমাবাজির ঘটনা ঘটে। দোকান লক্ষ্য করে ছোড়া বোমার আঘাতে আহত হন এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে আমডাঙা থানার পুলিশ (Amdanga Police Station)। 


আমডাঙা গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়েছে জখম ব্যক্তিকে। আটক করা হয়েছে একজনকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাঁজা মদের আসর বসে। প্রতিবাদ করায় বোমা মারা হয়েছে। 


গ্রেফতার মালদায়


এদিকে, মালদায় আগ্নেয়াস্ত্র (Arms Recovered) এবং গুলি সহ গ্রেফতার করা হয় ২ দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে হরিশ্চন্দ্রপুরে নাকা চেকিং চলাকালীন দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। তাদের আটক করতেই উদ্ধার হয় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুজন কোথায় যাচ্ছিল? কী পরিকল্পনা ছিল তাদের? খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়ায় এবার উদ্ধার হল বোতল বোমা। কলাবাগানে একটি বালতিতে ৫টি বোতল বোমা উদ্ধার করে পুলিশ।  


পঞ্চায়েত ভোটের আগে আতঙ্ক


দিনক্ষণ সরকারিভাবে ঘোষণা না হলেও আর কয়েকমাস পরই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। যার মাঝেই কার্যত রোজই উদ্ধার হচ্ছে বোমা-অস্ত্র। বাদ নেই রাজ্যের কোনও প্রান্তই। যা নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। বিরোধী শিবিরের অভিযোগ, পঞ্চায়েত ভোটে আতঙ্কের পরিবেশ তৈরি করতে বোমা, অস্ত্র মজুত করেছে শাসকদল। পাল্টা শাসক শিবিরের দাবি, রাজ্য পুলিশ ভাল কাজ করছে, তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমাগত অভিযানে বোমা-অস্ত্র উদ্ধার হচ্ছে।


কিন্তু প্রশ্ন, পঞ্চায়েত ভোটের কোথা থেকে আসছে এত অস্ত্র ? কী উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় এত অস্ত্র মজুত করা হচ্ছে? জেলায় জেলায় যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো? সেই সংশয়ে তৈরি হচ্ছে অনেকের মধ্যে।


আরও পড়ুন- কুলতলিতে মত্ত হোম গার্ডের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম ২