সঞ্চয়ন মিত্র, হাওড়া : বন্দে ভারত এক্সপ্রেসের দৌড় শুরু আগে হাওড়া স্টেশনে কাটল অনুষ্ঠানের তাল। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো বন্দে ভারত এক্সপ্রেস দেখতে সামনে পৌঁছলেও উল্টোদিকের প্ল্যাটফর্ম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভেসে এল জয় শ্রীরাম স্লোগান।


বিজেপি পতাকা দেখিয়ে ২৩ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে উড়ে আসে জয় শ্রীরাম স্লোগান। যে পরিস্থিতিতে দৃশ্যই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি নির্ধারিত মঞ্চে না গিয়ে দাঁড়িয়ে পড়েন ট্রেনের সামনেই। গোটা পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এসে মুখ্যমন্ত্রীকে শান্ত করার চেষ্টা করার পাশাপাশি উল্টোদিকের প্ল্যাটফর্মে থাকা ব্যক্তিদের শান্ত থাকার বার্তা দেন।


রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতোই বিজেপির সাংসদ সুভাষ সরকার। তিনি হাত নেড়ে বোঝানোর পাশাপাশি মঞ্চে উঠে সংযত হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রীকে যারা স্লোগান দেন তাঁদের উদ্দেশে। ঘটনা দেখে এগিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় তাঁর কাছে ক্ষোভপ্রকাশ করে ঘটনা বলতে। রাজ্যপালও রেলমন্ত্রীর সঙ্গে তারপর বোঝাতে শুরু করেন মুখ্যমন্ত্রীকে।


রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিয়েই মঞ্চ ছেড়ে নিচে নেমে আসেন বিজেপির একাধিক নেতা-মন্ত্রীরা। শুভেন্দু অধিকারী, জন বার্লা ও নিশীথ প্রামাণিক ছাড়া সকলেই এসে রেলমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে বোঝাতে শুরু করেন মুখ্যমন্ত্রীকে। যদিও তাতেও বরফ গলেনি। শেষপর্যন্ত মঞ্চের পাশে সরাকরি আমলাদের পাশেই বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


সাতসকালেই ২২ নম্বর প্ল্যাটফর্ম চলে আসে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল থেকে নিয়ন্ত্রিত হয় একাধিক ট্রেনের যাত্রাপথ। বন্ধ রয়েছে ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় হাওড়া স্টেশন চত্বর। প্রধানমন্ত্রী সশরীরে হাজির থাকতে না পারলেও উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য হাওড়া স্টেশনে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ( Railways Minister Ashwini Baishnab)। অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Chief Minister Mamata Banerjee)। তিনিও পৌঁছে যান হাওড়া স্টেশনে। অপেক্ষা চলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মায়ের শেষকৃত্যের কাজ মিটিয়েই তিনি আমদবাদ থেকে অনুষ্ঠানে যোগ দিয়ে ভার্চুয়ালি যাত্রা শুরুর কথা ছিল তাঁর। হলও তেমনটাই।


কিন্তু তাঁর মাঝে মুখ্যমন্ত্রী পৌঁছনোর পরই ঘটনাক্রমে কাটল তাল। নেতাজি জয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও দেখা গিয়েছিল একইরকম ঘটনাক্রম। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে উড়ে গিয়েছিল জয় শ্রীরাম স্লোগান। যা নিয়ে বলতে উঠে নিজের অস্বস্তি প্রকাশ লুকিয়ে রাখেননি মুখ্যমন্ত্রী। এদিন অবশ্য রেলমন্ত্রীর পরে তিনি বক্তব্য রাখার সময় আজকের ঘটনাক্রম নিয়ে কোনও মন্তব্য করেননি। 


আরও পড়ুন- খালি পায়ে কাঁধে তুলে নিলেন মাকে, শোকবিহ্বল মাতৃহারা মোদি