আদি সপ্তগ্রাম: রাজভবনের ভিতরে শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই নিয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের যে সিসিটিভি ফুটেজ রাজ্যপাল দেখিয়েছেন, তা কেটেছেঁটে দেখানো হয়েছে বলে দাবি করলেন মমতা। পাশাপাশি জানালেন, রাজ্যপালের সঙ্গে আর পাশে বসে কথা বলবেন না তিনি। (Mamata Banerjee) তাঁর কাছে আরও পেনড্রাইভ আছে বলেও জানালেন।


শনিবার হুগলির আদি সপ্তগ্রামে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সভা করেন মমতা। সেখানেই  এই মন্তব্য করেন তিনি। রাজ্যপালের তীব্র সমালোচনা করে বলেন, "রাজ্যপাল কথা বলতে চাইলে এবার থেকে রাস্তায় বসে কথা বলব। যা দেখছি, ওঁর পাশে বসে আর কথা বলব না। আমার কাছে আরও পেনড্রাইভ আছে। আরও আছে কেলেঙ্কারি।" (Mamata on CV Ananda)


সপ্তগ্রামের সভায় মমতা বলেন, "আমি কিছুই জানি না, তার পরও রাজ্যপাল বলছেন দিদিগিরি চলবে না। অবশ্যই চলবে না। কিন্তু দাদাগিরিও চলবে না। রাজ্যপাল, আগে পদত্যাগ করা উচিত। মহিলাদের অত্যাচার করার কে আপনি? কালকে নাকি প্রেসকে ডেকেছিল, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা কি দেখিয়েছে? ভয় পাবেন না। কপিটা আমার কাছে আছে। প্রেসই আমাকে দিয়েছে। যেটা এডিট করেছেন, সেটাও আছে আমার কাছে। আর একটা পেনড্রাইভ পেলাম। আরও কীর্তি কেলেঙ্কারি রয়েছে।"


আরও পড়ুন: Srijan Bhattacharya Assets: পূর্ণ সময়ের CPM কর্মী এখন লোকসভার প্রার্থী, ১ কোটি টাকার বেশি সম্পত্তি সৃজনের


এবার থেকে রাজভবনে ডাকলে আর যাবেন  না বলেও এদিন মন্তব্য করেন মমতা। তাঁর বক্তব্য, "বাবা রে, আমাকে এখন রাজভবনে ডাকলে, আমি আর যাব না। কথা বলতে হলে, রাস্তায় ডাকবেন, রাস্তায় গিয়ে কথা বলে আসব। যা কীর্তি দেখছি, তাতে আপনার পাশে বসাও পাপ।" এদিন রাজ্যপালের পদত্যাগের দাবিও তোলেন মমতা। 


সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এদিন বিজেপি-কেও তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, কিছুদিন সন্দেশখালি নিয়ে নাটক চালাল। চক্রান্ত বেরিয়ে গেল। একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়, আত্মসম্মান চলে গেলে ফিরে আসে না বলে মন্তব্য করেন তিনি। না জানিয়েই অনেকের থেকে মিথ্যে ধর্ষণের অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রচারে এসে বার বার সন্দেশখালির নামমুখে আনা নিয়ে মোদিকেও তীব্র আক্রমণ করেন।