ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু। প্রায় মাসতিনেক পর রাজ্যে ৩ জনের মৃত্যু হল। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত দেড় হাজার ছুঁইছুঁই। রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের (২ জুলাই) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৯ জন। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট বেড়ে ১৪.৯৪ শতাংশ।


ওমিক্রনের একটি বিশেষ প্রজাতি এই মূহূর্তে রাজ্যে সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী। আর পজিটিভিটি রেট যেভাবে বাড়ছে, তাতে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে চিকিৎসকরা। পাশাপাশি তাঁদের সতর্কবার্তা, বয়স্ক ও কো-মর্বিডিটিতে আক্রান্তরা করোনা সংক্রমণের পড়লে সেক্ষেত্রে তাঁদের প্রবলভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, এই ধরণের কোনও রোগী হাসপাতালে ভর্তি হলে তাঁদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা করতে হচ্ছে।






রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৩৬ টি। যার মধ্যে ১ হাজার ৪৯৯ জনের স্যাম্পেল পজিটিভ। যার জেরে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ৯ হাজার ২৯০ জনে। যার মধ্যে ৮ হাজার ৯৩১ জন রয়েছেন হোম আইসোলেশনে। বাকি ৩৫৯ জন ভর্তি হাসপাতালে।


আরও পড়ুন- শুভেন্দুর কনভয়-দুর্ঘটনায় প্রকাশ্যে সিসি ফুটেজ, কীভাবে দুর্ঘটনা? ঠিক কী হয়েছিল মারিশদায়?