কলকাতা:  গতকালের চেয়ে কিছুটা কমল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। গতকাল যেখানে ২০০ পেরিয়ে গিয়েছিল রাজ্যের নতুন কোভিড সংক্রমণ। সেখানে এদিন কিছুটা কমে রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ ১৯৮টি। যদিও আগের তুলনায় রাজ্যে কোভিড (Covid) সংক্রমণের সংখ্যা বৃদ্ধির দিকে।


শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৯৮ জন। সংক্রমণের হার ২ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬১ জন। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-মৃত্যু হয়নি। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৮ হাজার ৭৪৯টি কোভিড পরীক্ষা হয়েছে। শেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট (Positivity rate) দাঁড়িয়ে ২.২৬ শতাংশ। ১৬ জুন প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে এখন অ্যাক্টিভ কোভিড কেস (Active Covid Case) ১১৭৪টি।  






করোনা পরীক্ষায় নতুন বিধি:
করোনা সংক্রমণ নিয়ে ১৩ জুন বৈঠক করে বিশেষজ্ঞ কমিটি। তারপরেই রাজ্যে করোনা পরীক্ষা নিয়ে নতুন বিধি এনেছে রাজ্য। 


কী কী নিয়ম?



  • জ্বর নিয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হবেন, তাঁদের করাতেই হবে করোনা পরীক্ষা।

  • হাসপাতালে সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি হলে করোনা পরীক্ষা জরুরি।

  • অক্সিজেনের মাত্রা ৯৪ এর নিচে থাকলে, জরুরি করোনা পরীক্ষা।

  • গলা, নাক, শ্বাসযন্ত্রের অপারেশনের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক।


আরও পড়ুন:  এম.এ পাস করেও মেলেনি চাকরি, লটারি বিক্রি করে সংসার চালাচ্ছেন মুর্শিদাবাদের তন্ময়