কলকাতা: গতকালের তুলনায় অনেকটাই নামল করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। সোমবার রাজ্য স্বাস্থ্য (West Bengala Health Department) দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,১৬.৮৪২ জন।


এদিন রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৬ জন। সবমিলিয়ে রাজ্যে মোট করোনামুক্তের সংখ্যা হল ১৯,৯৪,৭৯৭ জন। এই সময়পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২১,১৯৫ জনের। আজ রাজ্য়ে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। 


 






দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬১। দেশে গত ২৪ করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। 


আরও পড়ুন: Corona Virus: সুস্থ হওয়ার পরেও মৃত্যু, করোনা নিয়ে কাটছে না চিন্তা


গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৫১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৯ হাজার ৩৯০। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লক্ষ ৭৭ হাজার ১৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ২২৭।


উল্লেখ্য, কোভিড থেকে সেরে উঠলেও, রেহাই নেই। বেলেঘাটা আইডি ও যাদবপুরের আইআইসিবির নয়ায় সমীক্ষায় চাঞ্চল্য, তাতে বলা হয়েছে, সুস্থ হয়ে ওঠার পর ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। বাড়ছে অনিদ্রা, ক্লান্তি, শ্বাসকষ্টের সমস্যা। চিন, দক্ষিণ কোরিয়া, হংকং, ইউরোপে আবার ভয় ধরাচ্ছে করোনা...ঝড়ের গতিতে সংক্রমণ বৃদ্ধিতে নতুন ঢেউ আসার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা...ইজরায়েলে পাওয়া গেছে করোনার নতুন রূপ...দাপট সেই ওমিক্রনের।