কলকাতা: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত একদিনে করোনা আক্রান্ত ছশো পার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত ৬৫৭ জন।
বৃহস্পতিবারের তুলনায় রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কম, কিন্তু রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২ জন কোভিড আক্রান্তের।
রাজ্যের কোভিডগ্রাফ:
- গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড আক্রান্ত ৬৫৭।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১৯৫ জন।
- সারা রাজ্যে এখন কোভিড থেকে সুস্থতার হার ৯৮.৭৮%।
- গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২ জনের।
- বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড টেস্ট হয়েছে ৯ হাজার ৩২৭টি।
- রাজ্যে পজিটিভিটি রেট দাঁড়িয়ে ৭.০৪%।
- রাজ্যে এখন হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৩৬৯ জন।
- হাসপাতালে ভর্তি রয়েছে ১১১ জন কোভিড আক্রান্ত।
- গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড টিকা দেওয়া হয়েছে ৬৮ হাজার ৫৬৮ জনকে।
কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলের একাধিক আবাসিক করোনা (Covid) আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর, মেডিক্যালের চার জন পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হস্টেলের আরও কয়েকজন পড়ুয়ার কোভিড উপসর্গ রয়েছে। তাঁদের আপাতত হস্টেলেই কোয়রান্টিনে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে কোভিড বিধি মেনে খুলছে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল (School)। এ বিষয়ে জেলাশাসকদের নির্দেশিকা পাঠিয়েছেন স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব।
যেখানে বলা হয়েছে, সোমবার থেকে করোনা বিধি মেনে খুলবে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল। হস্টেল খোলা হবে কি না সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। এডিএম-কে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করতে হবে।
আরও পড়ুন: কলকাতা মেডিক্যালের হস্টেলে করোনার থাবা, বেলেঘাটা আইডিতে ভর্তি ৪