সুদীপ চক্রবর্তী, কুমারগঞ্জ : মহিলার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) কুমারগঞ্জ (Kumargung)। ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তুলকালাম বাঁধে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি (BJP)। প্রায় ২ ঘণ্টা ধরে চলে রাস্তা অবরোধ। বৃহস্পতিবার রাতে রাস্তার ধারে ঝোপ থেকে উদ্ধার হয় মহিলার মৃতদেহ।
শুরু রাজনৈতিক তরজা
প্রসঙ্গত, মৃত মহিলার সৎ ভাইকে গ্রেফতারির প্রতিবাদে পথ অবরোধ শুরু হয়। পুলিশের বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির (BJP)। পাল্টা মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি বলে দাবি করে তৃণমূল (TMC)।
ধৃত ছেলেটির 'বুদ্ধি-সুদ্ধি' কম, ঠিকমতো হিসেব করতে পারে না বলেই দাবি বিজেপির। সে সম্পত্তি হাতানোর জন্য খুন করতে পারে না বলে অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের। গোটা ঘটনা প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। চলছে তদন্ত।
সুকান্ত মজুমদারের বক্তব্য
মৃত মহিলার সৎ ভাইকে না ছাড়া পর্যন্ত অবরোধ চালানো হবে বলেই পথে নামে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, 'কোনও রকম তদন্ত ছাড়া বিষয়টিকে ধামাচাপা দিতে পুলিশ গ্রেফতার করেছে। প্রকৃত দোষীদের আড়াল করতেই মৃতার ভাইকে গ্রেফতার করা হয়েছে।'
বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, পুলিশ জোর করে ধৃতকে খুনের কথা স্বীকার করতে চাপ দিচ্ছে। কিন্তু গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় ধৃত মৃতার সৎ ভাই বারবার জানিয়েছে সে নির্দোষ।
প্রসঙ্গত, কুমারগঞ্জের প্রেক্ষিতে রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বালুরঘাটের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তাঁর কর্মসূচি বাতিল করে তিনি দক্ষিণ দিনাজপুরে ফেরেন।
যদিও পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ রুজু করা হয়নি। যদিও তুঙ্গে রাজনৈতিক তরজা।