সন্দীপ সরকার, কলকাতা : গতবারের তুলনায় রাজ্যে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে নবান্নে জমা পড়ল রিপোর্ট। যেখানে ধরা পড়েছে, গতবছরের থেকে প্রায় দেড় গুণ বেড়েছে যে সংখ্যা। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০১। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ, গতবছর এই সময় রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ছিল ২ হাজার ৪৫০।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র গত সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন। এবার গ্রামীণ এলাকা থেকে ডেঙ্গি আক্রান্ত ৭২ শতাংশ, শহর এলাকায় ডেঙ্গি আক্রান্ত ২৮ শতাংশ। নদিয়ার ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা সবথেকে বেশি। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ, চলতি বছরে শুধু জুলাই মাসেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। যদিও বিধানসভায় মুখ্যমন্ত্রীর মৃতের সংখ্যা ৮ বলে দাবি করেছেন।
দিকে দিকে জমা জল। মশার বাড়বাড়ন্ত। বৃষ্টির মধ্যেই জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। এই পরিস্থিতিতে, সোমবার ডেঙ্গি-উদ্বেগের আঁচ এসে পড়ে বিধানসভায় (West Bengal Assembly)। হাতে হাতে প্ল্যাকার্ড, নিজেদের মশারিতে ঢেকে, প্রতীকী মশা নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। এদিন বিধানসভায় ডেঙ্গি নিয়ে পূর্ব নির্ধারিত কোনও প্রশ্নোত্তর পর্ব ছিল না। অন্য একটি বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমের ফলন যেমন কোনওবার বেশি, কোনওবার কম। ডেঙ্গিরও তেমন ট্রেন্ড। কোনও বছর কম হয়। কোনওবছর বেশি। গতবছরের তুলনায় এবার ডেঙ্গির প্রকোপ বেশি। যারপরই মুখ্যমন্ত্রী রাজ্যের ডেঙ্গি-তথ্য তুলে ধরেন। যা নিয়ে অবশ্য বিক্ষোভ দেখিয়ে বিরোধী দলের নেতাদের দাবি, সঠিক তথ্য দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'আমরা চাই তথ্য। কতজনের টেস্ট করিয়েছেন? কতজন পজিটিভ, মুখ্যমন্ত্রী এখন সাহায্য চাইছেন, কী সাহায্য করব? হসপিটাল ভরে গেছে। মুখ্যমন্ত্রী গোলগোল কথা বলার জন্য এসেছেন রাজনীতি করতে। আমরা তথ্য চাইব না? জানতে চাই কতজন হাসপাতালে? কতজন মারা গেছে? যেমন মুখ্যমন্ত্রী তেমন মেয়র। ১০ লক্ষ আক্রান্ত।'
এদিকে, কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে এদিন হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন