কলকাতা: ডিসেম্বরেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি (Dengue)। রাজ্যে আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই ! জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি।গত বছরের তুলনায় এবার রাজ্যে আক্রান্তের সংখ্যা কম হলেও, এমন কয়েকটি জায়গায় সংক্রমণ বেড়েছে, যেখানে আগে এই হারে ডেঙ্গির প্রকোপ বাড়েনি।
স্বাস্থ্য দফতরের রেকর্ড অনুযায়ী, চলতি মাসের ২ তারিখ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫২২। পরের ৫ দিনে সংখ্যাটা আরও বেড়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২৩ হাজার ৮৪ জন। বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরি থেকে পরীক্ষার পর ৬ হাজার ৪৩৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে।
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির নতুন উপসর্গ। যার পোশাকি নাম মাল্টিসিস্টেম ইনফ্ল্য়ামেটরি সিনড্রোম। চিকিৎসকদের দাবি, অনেকে ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর ফুসফুসে প্রভাব পড়ছে, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। শরীরে কমছে অক্সিজেনের মাত্রা, যার প্রভাব পড়ছে হৃদযন্ত্রে, কমছে রক্তচাপ, মস্তিষ্কে দেখা দিচ্ছে এনসেফেলাইটিসের উপসর্গ। এর সঙ্গেই দেখা যাচ্ছে তলপেটে ব্য়থা, বমি, ডায়েরিয়া, দুর্বলতা।
কোন কোন ক্ষেত্রে সতর্ক হতে হবে, উপসর্গ কী ? শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাঞ্জন ঘোষ বলেছেন, 'এখন জ্বর যেগুলি আসছে, আমাদের প্রথমে ডেঙ্গি আছে কিনা, দেখে নিতে হবে। অন্যান্য বছরের তুলনায় কম হলেও, হচ্ছে কিছুটা। সতর্কবার্তা এটাই, জ্বর হলে কিন্তু রক্ত পরীক্ষা করে অবশ্যই দেখতে হবে। ডেঙ্গি এবং ম্যালেরিয়াটা রুটিন পরীক্ষা অনুযায়ী করতে হবে।'
কখন বুঝবেন যে বিপদের মধ্যে যাচ্ছেন ? চিকিৎসক বলেছেন, কখন বুঝবেন যে বিপদের মধ্যে যাচ্ছেন ?এর বিপদজ্জনক উপসর্গগুলি জানা উচিত। ঘটনাটা কী হয়, ডেঙ্গিতে ? শিরার মধ্যে থেকে জল বাইরে চলে আসে। তাই আমাদের প্রচুর পরিমাণে জল ও ORS খেতে হবে।
আরও পড়ুন, মধ্যরাতে বাড়ির কাছের বাগানে ডাক, চোখ কাপড়ে বেঁধে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।