কলকাতা: দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহে বিরতি নেই। এই আবহে স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের। রাজ্য সরকারের তরফে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে এই পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। তবে সময় পরিবর্তন হলে পঠনপাঠন এহবং মিড ডে মিল পরিষেবা অব্যাহত থাকবে। সরকার এবং সরকারি সাহায্য়প্রাপ্ত সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর হবে বলে জানিয়েছে রাজ্য। (School Timings Change)


রাজ্য সরকারের তরফে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্য জুড়ে যেভাবে তাপপ্রবাহ চলছে, তাতে স্থানীয় প্রয়োজন অনুযায়ী স্কুলগুলি সময় পরিবর্তন করতে পারে। বেলার পরিবর্তে সকালের দিকে ক্লাস করানোর সুপারিশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর করতে বলা হয়েছে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রেও তা প্রযোজ্য করা যেতে পারে। (Heatwave in West Bengal)


দক্ষিণের রাজ্যগুলিতে বর্ষা ঢুকে পড়লেও, পশ্চিমবঙ্গে, বিশেষত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের প্রকোপ এখনও অব্যাহত। তাই এলাকা বিশেষে প্রয়োজন অনুযায়ী স্কুলের সময় বদল করা যেতে পারে বলে জানিয়েছে রাজ্য। তবে রাজ্য পরিষ্কার জানিয়েছে, স্কুলের সময় পরিবর্তন হলেও, পঠনপাঠন এবং মিড ডে মিল পরিষেবা ব্যাহত হতে দেওয়া যাবে না। ডিআই-দের পরামর্শ মতো এগোতে বলা হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক পর্ষদকে।


আরও পড়ুন: Soham Chakraborty: 'হুমকির মুখে পড়তে হচ্ছে' অভিযোগ করে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের রেস্তোরাঁ মালিক


এবারে সময়ের আগে বর্ষা ঢুকে পড়বে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু জুন মাসের মাঝামাঝি হয়ে গেলেও, পশ্চিমবঙ্গে বর্ষার দেখা মেলেনি এখনও। উত্তরবঙ্গে যাও বা ঝড়-বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গ কার্যতই খটখটে। তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে ছোটদের রেহাই দিতেই স্কুলের সময় পাল্টানোর পরামর্শ দিল রাজ্য। 


আবহাওয়া দফতর যদিও জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ২০-৩০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঠিক কবেঘটবে, তা  চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা।