কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হঠল রাজ্য সরকার। ‘আপাতত এবছর স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়’, উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে কেন্দ্রীয় অনলাইন নয়, চলতি বছরে পুরনো পদ্ধতিতেই কলেজে ভর্তি।


ঠিক কী সমস্যা


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিকমতো তৈরি করে কাজ চালু করতে এখনও মাস পাঁচ-ছয়েক সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ স্তরের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালানো হলে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা উপাচার্যদের, এমনটাই জানান শিক্ষামন্ত্রী।


রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী মাঝে জানিয়েছিলেন, চলতি বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে, সেই অনুযায়ী একটি পোর্টাল তৈরির কাজও চলছিল। কিন্তু সেই পোর্টাল পুরোপুরি তৈরি হয়ে কর্মক্ষম হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই একাধিক উপাচার্য আশঙ্কা করছেন বলেই জানান ব্রাত্য বসু। যার পরই সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরে অনলাইনে নয়, আগের মতো অফলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া।






ক্ষুব্ধ শিক্ষাবিদরা


স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলতি বছরের জন্য স্তব্ধ হয়ে যাওয়ায় বেশ হতাশ শিক্ষাবিদরা। অমল মুখোপাধ্যায় জানিয়েছেন, 'কলেজে ভর্তির সময় গোটা বাংলাজুড়েই ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তৃণমূলের ছাত্র পরিষদ যে ভর্তির জন্য টাকা দাবি করে সেই অভিজ্ঞতা আমার ব্যক্তিগতভাবেও শোনা। পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে চলতি বছরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হচ্ছে না, এটা মেনে নেওয়া মুশকিল। আমার অনুমান তৃণমূলের ছাত্রগোষ্টীর চাপের জেরেই এই সিদ্ধান্তকে। রাজ্য সরকারের এভাবে পিছু হটাকে ধিক্কার জানাই। '


আরও পড়ুন- 'দুর্নীতি একটু কম করুন, টাকা ফেরৎ দিয়ে দিন, আর মেধার ভিত্তিতে চাকরি দিন', নিয়োগ-তরজায় মুখ্যমন্ত্রীকে নিশানা বিকাশের


Education Loan Information:

Calculate Education Loan EMI