কলকাতা : রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল। রাজীব সিন্হাকে রাজভবনে তলব সি ভি আনন্দ বোসের। গতকাল সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে যান রাজ্যপাল। হিংসা রুখতে কড়া পদক্ষেপে বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। এরপরই আজ দুপুর ২টোয় রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবারই রাজভবনের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন জানান, 'রাজ্যপালকে ভোট-হিংসার কথা জানিয়েছি। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই, জানিয়েছেন রাজ্যপাল। ভোটে অশান্তি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। গতকাল ভাঙড়ে গিয়ে রাজ্যপাল বুঝেছেন আদতে কী ঘটেছে'।
অন্যদিকে শনিবারই হাইকোর্টের প্রধান বিচারপতির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। এদিনই শেষ হচ্ছে হাইকোর্টের ৪৮ ঘণ্টার ডেডলাইন। সময়সীমা শেষের আগেই সুপ্রিম কোর্টে ই-ফাইলিং করল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের। সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, সর্বোচ্চ আদালতে দাবি রাজ্যের। এ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ ' রাজ্য নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রীর কাঠের পুতুল। সুপ্রিম কোর্টে গিয়েও থাপ্পড় খাবে রাজ্য ' বাহিনী-নির্দেশে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ-মামলা নিয়ে আক্রমণ সুকান্তর।
পঞ্চায়েত ভোটে কোন কোন এলাকা স্পর্শকাতর, এখনও চিহ্নিত করেনি কমিশন। তবে কোন জেলায় কতগুলি বুথ স্পর্শকাতর, প্রতিটি জেলা প্রশাসনের কাছে তা জানতে চাওয়া হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করানোয় কেন অনীহা রাজ্যের? এই আবহেই রাজ্যপাল ডেকে পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনারকে।
এর আগে ভাঙড়-কাণ্ডের পর রাজভবন থেকে কড়া বিবৃতি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, 'পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগেই মৃতের সংখ্য়া যেভাবে বাড়ছে, তা চমকে দেওয়ার মতো। নির্বাচনে জয় ভোটের গণনার ভিত্তিতে হওয়া উচিত, মৃতদেহের গণনার ভিত্তিতে নয়। গুন্ডা, দুষ্কৃতীদের দাপিয়ে বেড়াতে দেওয়া যাবে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত মানে, গণতন্ত্র আক্রান্ত, সাধারণ মানুষ আক্রান্ত, সংবিধান আক্রান্ত, নতুন প্রজন্ম আক্রান্ত। এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত। শেষের শুরু পশ্চিমবঙ্গেই হবে। '
এরপরে রাজ্যপাল নিজে ভাঙড়ে যান। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তখনও তিনি পঞ্চায়েত ভোটের পূর্বে জেলায় জেলায় সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দেন। তারপর শনিবার তাঁর এই তলব।
আরও পড়ুন :
সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে 'মারধর', বিজেপি প্রার্থীর স্বামীকে মার ! দিকে দিকে এবার প্রত্যাহার-সন্ত্রাস