কলকাতা : মাঝ-চৈত্রেই চল্লিশ পার করল বঙ্গের তাপমাত্রা ( West Bengal Heat Wave ) । কলকাতাতেও ৩৭ ডিগ্রি ছুঁল পারদ। বইবে লু। কাল থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, এই পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে শুষ্ক পশ্চিমী বায়ুর প্রভাবে আগামী ৪ দিন ধরে গরমে হাসফাঁস পরিস্থিতি তৈরি হবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের অসহনীয় হয়ে উঠতে পারে। সেই সঙ্গে আবহাওয়াও হবে অস্বস্তিকর। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী ৪ থেকে ৫ দিনের  মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা আগামী ৪ দিনে আরও ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে।  ৩ থেকে ৬ এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।  শুষ্ক পশ্চিমি বাতাসের প্রভাবে ২ থেকে ৬ তারিখের মধ্যে বইতে পারে তাপপ্রবাহ। সারাদিন তাপমাত্রা থাকবে অসম্ভবব অস্বস্তিকর। 


সকাল বেলাতেই তাপমাত্রা ( Day Maximum temperature) ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় দক্ষিণ বঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের থেকে ৪ থেকে ৫ ডিগ্রি বেশ থাকতে পারে। 


 দক্ষিণে তাপপ্রবার ( Heat Wave Warning for South Bengal ) 


২ এপ্রিল (02.04.2024) এ হলুদ সতর্কতা : দক্ষিণের সব জেলাতেই গরমের অস্বস্তি বজায় থাকবে।


৩ এপ্রিল (03.04.2024) এ হলুদ সতর্কতা :  তাপপ্রবাহ চলবে মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ( Purulia, West Burdwan, West Midnapore ) এ।  এরই মধ্যে জেলায় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেই সঙ্গে থাকবে গরমে হাঁসফাঁস অবস্থা। 


৪ এপ্রিল (04.04.2024) এ হলুদ সতর্কতা : ৪ তারিখও তাপপ্রবাহ জারি থাকবে পুরুলিয়া , পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এদিন অন্যান্য জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেই সঙ্গে থাকবে গরমে হাঁসফাঁস অবস্থা। 


৫ এপ্রিল ও ৬ এপ্রিল (05.04.2024) এ হলুদ সতর্কতা : সার্বিকভাবে গরম ভোগালেও , মূলত তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলবে পুরুলিয়ার ২ টি জায়গায়, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি জেলায়। সেই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি তো থাকবেই। 


এই পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকবেন বঙ্গবাসী, তা জানাল আবহাওয়া দফতর। 



  • তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে  শিশু, বয়স্ক মানুষদের জন্য কঠিন পরিস্থিতি হয়। যাঁরা ক্রনিক রোগে ভুগছেন, যাঁরা দীর্ঘ সময়ের জন্য রোদে থাকেন, তাঁদের সাবধান থাকতে হবে। 

  • এই সময় হিট ক্র্যাম্প ও ত্বকে ফুসকুড়ি দেখা দেয়।

  • সকাল ১১ টা থেকে বিকাল ৪ টার মধ্যে বেশি গরম এড়িয়ে চলুন। বাইরের কাজ যতটা সম্ভব কম করুন। 

  • হালকা ফ্যাব্রিকের, হালকা রঙের, ঢিলেঢালা, সুতির কাপড় পরুন। 

  • রোদে বের হলে মাথা ঢেকে রাখুন। মাথা ঢাকতে সুতির কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করুন।

  • জলশূন্যতা এড়াতে তৃষ্ণার্ত না হলেও পর্যাপ্ত জল খান। 

  • ওআরএস পান করুন।  লস্যি, লেবুর জল, বাটার মিল্ক ইত্যাদি খেতে পারেন।

  • . সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন। 

  • রোদ পড়লে বাইরের কাজে বের হন।

  • গর্ভবতী মহিলারা বেশি সতর্ক থাকুন।

  • হিট স্ট্রোক, হিট র‍্যাশ বা হিট ক্র্যাম্পের লক্ষণগুলি দেখলেই সতর্ক থাকুন।  দুর্বলতা, মাথা ঘোরা, মাথাব্যথা, বমি বমি ভাব, ঘাম এবং খিঁচুনির মতো লক্ষণগুলি দেখলেই সতর্ক হয়ে যান। 

  • কেউ অজ্ঞান হয়ে গেলে বা অসুস্থ বোধ করতে সতর্ক হতে হবে।   

    আরও পড়ুন :


    আজ শীতলা অষ্টমী, কতক্ষণ পুজো দেওয়া যাবে? কেন বাসি খাবারই খেতে হন আজ? জানুন ব্রতকথা