আরামবাগ : ক্লাস করা তো দূরের কথা, ঠিক করে দাঁড়াতেই পারছেন না ! সামান্য হাঁটতে গিয়ে উল্টে পড়ার দশা। না আর পাঁচটা সাধারণ মদ্যপ নন, খোদ স্কুলের প্রধান শিক্ষকের হাল এরকম ! আর আরামবাগের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যে ঘটনায় হুলস্থূল। 


মদ্যপান করে স্কুলে !


প্রধান শিক্ষকের মদ্যপান করে স্কুলে আসার ঘটনার ভিডিও সামনে আসার পর নিন্দার ঝড় বিভিন্ন মহলে। তবে অভিযোগের শেষ এখানেই নয়! অভিভাবকদের একাংশের অভিযোগ চার বছরে প্রতিনিয়তই মদ খেয়ে আসেন প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ। শিক্ষিকারা জেলা স্কুল পরিদর্শককে বিষয়টি জানালেও কোনও সুরাহা হয়নি বলেও গুরুতর অভিযোগ উঠেছে।


এদিন এক অভিভাবক তাঁর সন্তানকে ভর্তি করতে আসেন। সেই সময় প্রধান শিক্ষকের সঙ্গে তিনি কথা বলার সময় অভিযুক্ত শিক্ষক ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না।যা দেখেই তিনি বুঝতে পারেন মদ খেয়ে স্কুলে এসেছেন খোদ প্রধান শিক্ষক! 


যে ঘটনার পর এলাকাবাসী গিয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে দেন। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি, পান মশলা খাচ্ছিলাম, আজ সকালের দিকে খেয়েছিলাম, সেটার একটু গন্ধ থাকতে পারে।                                                                                                                                                                            


আরও পড়ুন- সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭ বেনামি অ্যাকাউন্টের হদিশ ! গরুপাচারের কালো টাকা সাদা ? সন্দেহ সিবিআইয়ের