কলকাতা : কালীপুজোর আগেই পশ্চিমবঙ্গের একাংশে রুদ্ররূপ দেখিয়েছে ঘূর্ণিঝড় ডানা। ফলে বঙ্গবাসী আকাশে মেঘ দেখলেই আশঙ্কায় ভুগছে , আবার কি নতুন করে নিম্নচাপ ? কালীপুজোর সন্ধে বহুবারই বিগড়ে দিয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। তবে এবার খানিকটা স্বস্তির সঙ্কেত দিচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণে আবহাওয়ার ক্রমশ উন্নতি হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্কই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার পরিবেশ। বাতাসে ক্রমশঃ কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলার দু এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে।
অন্যদিকে ঘূর্ণিঝড় দানা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যে ছত্তিশগড় রাজ্যের দণ্ডকারণ্য এলাকায় বিলীন হয়ে যাবে।
দক্ষিণবঙ্গে জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমে যাচ্ছে । সোমবার থেকেই আবহাওয়ার উন্নতি শুরু হয়েছে । উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকার দু এক জেলায় কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতায় সোমবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলার দিকে তা কেটে গিয়ে পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা কমবে শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ক্রমশ বাড়বে। দীপাবলি ও কালীপুজোয় অনেকটাই শুষ্ক এবং মনোরম আবহাওয়া থাকবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। রবিবার রাতের তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। রবিবার দিনের তাপমাত্রা মেঘলা আকাশের জেরে স্বাভাবিকের থেকে নেমে হয়ে যায় ৩১ ডিগ্রি। সোমবার থেকে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা সামান্য কমবে।
এক নজরে দেখে নেওয়া যাক আগামী ৭ দিন কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা
7 Day's Forecast/Warnings | ||||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
28-Oct | 25.0 | 32.0 | Partly cloudy sky | No warning | 90 | 75 | ||
29-Oct | 26.0 | 32.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | No warning | 0 | 0 | ||
30-Oct | 25.0 | 31.0 | Generally cloudy sky with Light rain | No warning | 0 | 0 | ||
31-Oct | 25.0 | 31.0 | Generally cloudy sky with Light rain | No warning | 0 | 0 | ||
01-Nov | 25.0 | 32.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | No warning | 0 | 0 | ||
02-Nov | 24.0 | 32.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
03-Nov | 24.0 | 31.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 |
আরও পড়ুন :
আসফাকুল্লাই সন্দীপ ঘনিষ্ঠ ! এবার অভিযোগ তুলল সদ্য গঠিত জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন
আরও পড়ুন : 'বহুদিন ধরে চিনি...ও...' শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মহিলা সাংবাদিক প্রসঙ্গে কী বললেন তন্ময়?