আবির দত্ত, কলকাতা : নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ফের দুর্ঘটনা ! বৃহস্পতিবার রাতে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। যার জেরে বাইকে থাকা এক মহিলা ছিটকে পড়েন রাস্তায়। মহিলার পায়ে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে যায় টেকনো সিটি থানার পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশও। সেখানে গিয়ে দ্রুত আহত মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পাশপাশি আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকেও।


দুর্ঘটনা, মৃত্যু ক'দিন আগেই


প্রসঙ্গত, কিছুদিন আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনায় মৃত্যু হয় পড়ুয়ার। যে ঘটনা নিয়ে তীব্র টানাপোড়েনও চলে। যে ঘটনার জেরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বসানো হয় বেশ কিছু স্পিড ব্রেকারও। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনার জেরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর ঘটনার রেশ কাটার আগেই ফের একবার নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনার জেরে উঠছে একাধিক প্রশ্ন। পাশাপাশি সহপাঠীর মৃত্যুর তদন্ত ও দোষীদের শাস্তি দাবিতে যে পড়ুয়ারা নেমেছিলেন রাস্তায়, সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা গোটা ঘটনার জেরে রীতিমতো উদ্বিগ্ন ও বিস্মিত।             


রবিবার বর্ষশুরুর রাতে আনন্দ-হুল্লোড়ের মধ্যে নিউটাউনে ঘটেছিল হিট অ্য়ান্ড রানের ঘটনা। বেপরোয়া গাড়ির চাকা পিষে দেয় আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের ভূগোলের ছাত্র, মুর্শিদাবাদের বাসিন্দা, শাকিল আহমেদকে। এর ২৪ ঘণ্টা পর, সোমবার রাতে গ্রেফতার করা হয় ঘাতক গাড়ির চালক প্রতীন খাঁড়াকে। পুলিশ সূত্রে খবর, শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রতীনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। 


এদিকে, ছাত্র মৃত্য়ুর ঘটনার পর একাধিক দাবি তোলে আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা। তাঁদের দাবি, মৃত ছাত্রের পরিবারের দায়িত্ব নিতে হবে ঘাতক গাড়ির সংস্থাকে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসে নিরাপত্তার জন্য সিসিটিভি বসাতে হবে, এবং রাস্তার উপর স্পিডব্রেকার ও পুলিশ মোতায়েন করতে হবে।


আরও পড়ুন- উল্টে পড়ে যাওয়ার দশা, মদ খেয়ে স্কুলে প্রধান শিক্ষক! হুলস্থূল আরামবাগে


দুর্ঘটনা শিলিগুড়িতেও


শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে দুর্ঘটনা। বাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু বাইক আরোহীর। সংঘর্ষে আগুন লেগে যায় বাইক ও ডাম্পারে। মৃতের নাম অনন্ত সাহা, বাড়ি বাগডোগরার গোঁসাইপুরে। দমকলের ১টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।