কলকাতা : আগামীকাল (১৯ মে ২০২৩) প্রকাশিত হচ্ছে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বেলা ১২ টা থেকে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik 2023 Results) জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। দিতে হবে শুধু রোল নম্বর ও জন্ম তারিখ।


পরীক্ষা শেষের ৭৫ দিন পর শুক্রবার প্রকাশিত হচ্ছে এ বছরের মাধ্যমিকের ফল (Madhyamik Results)। সকাল ১০টায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে প্রকাশিত হবে ফল। প্রকাশ করা হবে প্রথম দশের মেধাতালিকা। বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com-এ। 


কীভাবে দেখবেন রেজাল্ট ?


url টাইপ করে এন্টার বাটন প্রেস করলেই খুলে যাবে পেজ। তারপর দিতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ। তাহলেই পাওয়া যাবে জীবনের প্রথম বড় পরীক্ষার ফল।


এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ মার্চ। এবার পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। শুক্রবারই নির্দিষ্ট ক্যাম্প থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। 


আরও পড়ুন- পড়ে রয়েছে কয়েক হাজার কোটি টাকা ! পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নে জোর দিতে নির্দেশ নবান্নের


প্রসঙ্গত, আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। দুপুর ১২.৩০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। ৩১ মে-র মধ্যে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট। অনলাইন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (WB HS Results 2022) দেখার সময় এখনও কিছু জানানো হয়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। (WBCHSE Board 12th Result 2022)।প্রতিবছরই সংসদের ওয়েবসাইটের পাশাপাশি SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে ফল জানা যায়। উচ্চমাধ্যমিকের ফল জানতে চোখ রাখুন wbbse.wb.gov.in এবং  wbresults.nic.in ওয়েবসাইটে। প্রতি বছর উচ্চ মাধ্যমিকের ফল জানা যায় পশ্চিমবঙ্গ বোর্ডের সরকারি ওয়েবসাইট wb12.abplive.com -এ।                             


আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?


Education Loan Information:

Calculate Education Loan EMI