বর্ধমান : মাধ্যমিকের মেধাতালিকায় নজরকাড়া সাফল্য পূর্ব বর্ধমানের (Purba Burdhaman)। প্রথম, দ্বিতীয় সহ প্রথম দশের মধ্যে বর্ধমানের মোট ১৭ জন পড়ুয়া রয়েছে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Results 2023) প্রথম হয়েছে কাটোয়ার দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানেও জায়গা করে নিয়েছে বর্ধমান। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র শুভম পেয়েছে ৬৯১ নম্বর।


দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম, মাধ্যমিকের মেধাতালিকার প্রথম পাঁচের মধ্যে তিনজন রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের। ৬৮৯ নম্বর পেয়ে যে স্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায় হয়েছে এবারে মাধ্যমিকে চতুর্থ। তালিকায় পঞ্চম স্থানে শেখ শাহিদ ওয়াসিফ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। একই নম্বর পেয়ে মাধ্যমিকের মেধাতালিকায় পাঁচ নম্বরে রয়েছে বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রূপায়ন পাল। এমনকি ষষ্ঠ স্থানেও রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। ৬৮৭ নম্বর পেয়ে যে স্থানে প্রণীল যশ।


৬৮৬ নম্বর পেয়ে কাটোয়ার দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলেরই সামরিন আখতার রয়েছে মাধ্যমিকের মেধাতালিকার সপ্তম স্থানে। একই নম্বর পেয়ে মাধ্যমিকের সাত নম্বরেই স্থান কাটোয়ার কাশীরাম দাস ইনস্টিটিউটের ঋদ্ধিত পাল। পূর্ব বর্ধমানে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের দেবজ্যোতি ভট্টাচার্য ৬৮৫ নম্বর পেয়ে তালিকার আট নম্বরে রয়েছে। অষ্ঠম স্থানে রয়েছেন বর্ধমানের আরও দু'জন। কাটোয়ার দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের স্মিতা প্রামাণিকও বর্ধমান সিএমএস স্কুলের শেখ আফিফ জাহিন।


৬৮৪ নম্বর নিয়ে মাধ্যমিকের মেধাতালিকায় ন'নম্বরে রয়েছে পূর্ব বর্ধমানের ৩ জন। সুলতানপুর তুলসীদাস বিদ্যামন্দিরের শ্রেয়া চক্রবর্তী, কাটোয়া কুশীরাম দাস ইনস্টিউটের সবমন পরভীন ও আমরাগড় হাইস্কুলের শুভদীপ ছপাদার। পাশাপাশি ৬৮৩ নম্বর পেয়ে তালিকার দশ নম্বরে রয়েছে আমরাগড় হাইস্কুলের অঙ্কুর ঘোষ।


মাধ্যমিকে (Madhyamik Results 2023) এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। যার মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। মাধ্যমিকের মেধা তালিকায় মালদার ২১ জন, পূর্ব বর্ধমানে ১৭ জনের পাশাপাশি বাঁকুড়া থেকে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন রয়েছে প্রথম দশে। পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন রয়েছেন তালিকায়। ৯ জন রয়েছে উত্তর ২৪ পরগনা থেকে। পশ্চিম মেদিনীপুর থেকেও তালিকায় রয়েছে ৯ জন। পুরুলিয়া থেকে যে তালিকায় রয়েছে ৬ জন। ৫ জন হুগলি থেকে রয়েছেন তালিকায়। হাওড়া ও কোচবিহার থেকে যথাক্রমে ৪ জন ও ৩ জন স্থান করে নিয়েছে মেধা তালিকায়। বীরভূম থেকে ২ জন স্থান করেছে তালিকায়। পাশাপাশি নদিয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন করে রয়েছে মেধা তালিকায়।


আরও পড়ুন- মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭


 


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি  






Education Loan Information:

Calculate Education Loan EMI