Partha Chatterjee Live: আমার কোনও টাকা নেই: পার্থ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ৮ কোটি টাকার হদিশ: ইডি
Partha-Arpita ED Raid Live Updates: পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি।
LIVE
Background
টালিগঞ্জের পুনরাবৃত্তি বেলঘরিয়ায় (Belgharia)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি। তারপর থেকে নাটকীয় মোড় নিতে শুরু করে ঘটনাক্রম!
ফ্ল্যাট না টাকার খনি? ফ্ল্যাট না ‘মিনি ব্যাঙ্ক’? পার্থ ঘনিষ্ঠ অর্পিতা যেন ‘ক্যাশ কুইন’ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে থাকা টাকার পাহাড়, সবার চোখ কপালে তুলে দিয়েছে! যেদিকে চোখ যায়, শুধু টাকা আর টাকা! রাশি রাশি টাকা। কাঁড়ি কাঁড়ি টাকা। কোটি কোটি টাকা!
দেখতে দেখতে অনেকে বিস্ময়ে বলছেন, এটা বাস্তব, না সিনেমা চলছে!! এমন দৃশ্য তো এতদিন সিনেমাতেই দেখা যেত! কিন্তু, এটা বাস্তব। টালিগঞ্জের আবাসনে টাকা...বেলঘরিয়ার আবাসনে টাকা। দু’দিনে মাত্র দু’টো ফ্ল্যাটে তল্লাশি! তাতেই উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা। আর এই ছবি দেখে করদাতা, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, আরও কারা কারা এরকম বেআইনি কোটি কোটি টাকার পাহাড়ে বসে রয়েছে?
এরকম আরও কত টাকা, কোন কোন গোপন আস্তানায় লুকনো রয়েছে? বুধবার সকালে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই। সবার নজর ঘুরে গেছিল সেদিকে।
তারপর থেকেই পরিস্থিতি নাটকীয় মোড় নিতে শুরু করে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় আবাসন। প্রথমে ফ্ল্যাটের দরজার লক খুলতে এক চাবিওয়ালাকে ডাকা হয়। শেষমেশ লক না খোলায়, ভাঙা হয় দরজা। কিছুক্ষণ পর একে একে ফ্ল্যাটে আনা হয় চারটি অত্যাধুনিক টাকা গোনার মেশিন।
ইডি সূত্রে দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের একটি ঘুরে ঢুকে দেখা যায়, সেখানে একাধিক ওয়ার্ড্রোব রয়েছে। ওয়ার্ড্রোব খুলতেই দেখা যায়, ভিতরে থরে থরে সাজানো দু’হাজার এবং পাঁচশো টাকার নোটের বান্ডিল। টাকা গোনার জন্য আনা হয় চারটি অত্যাধুনিক মেশিন এবং কয়েকজন কর্মীকে বেলঘরিয়ায় পাঠানো হয়।
সন্ধে থেকে শুরু হয় টাকা গোনা। কিন্তু, ইডি সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতর এত টাকা ছিল, যে গুনতে গুনতে রাত কাবাড় হয়ে যায়! শেষে ট্রাক ভর্তি করে ট্রাঙ্ক এনে, তাতে করে টাকা নিয়ে যাওয়া হয়।
Partha Chatterjee Removed Live: চুঁচুড়া শহরে পোস্টার ঘিরে বিতর্ক
তৃণমূলের বিরুদ্ধে কোটি কোটি টাকা সরানোর অভিযোগে চুঁচুড়া শহরে পোস্টার ঘিরে বিতর্ক।
Partha Chatterjee Live: SSC’র SLST নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের মঞ্চে সুকান্ত মজুমদার
SSC’র SLST নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের মঞ্চে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার!
Partha Chatterjee Removed Live: পার্থ-অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে, খবর ইডি সূত্রে
ইডি সূত্রে দাবি, পার্থ-অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কীভাবে এবং কোথায় কোথায় লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর ইডি সূত্রে।
Partha Chatterjee Live: উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের
উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে ফের দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। জোকা ইএসআই থেকে বেরোনোর সময় ফের দাবি পার্থর। জোকা ইএসআইতে ঢোকার সময়ও একই দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। ‘আমার কোনও টাকা নেই’। হাসপাতালে ঢোকার মুখে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের‘সময় এলেই বুঝবেন কে ষড়যন্ত্র করছে’, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের
Partha Chatterjee Removed Live: ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থর নাম সরানোর দাবি বিজেপি নেতা অনুপম হাজরার
ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থ নাম সরানোর দাবি উঠেছে। এবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। তিনি বলেছেন, ‘লক্ষ লক্ষ বেকারের টাকা আত্মসাৎ করে এই ব্যক্তি এখন জেলে। এখন অন্তত ওনার নাম ইতিহাস বইয়ের পাতা থেকে মুছুন। না হলে নতুন প্রজন্ম ওনাকে নেতাজি, ক্ষুদিরামের সমতুল্য ভাবতে পারে, ট্যুইট বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।