WB News Live Updates: খড়দায় ট্রেন-গাড়ি সংঘর্ষ, ২টি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের
West Bengal News Live Updates 14 July: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
খড়দায় ট্রেন-গাড়ি সংঘর্ষ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। লেভেল ক্রসিং খোলা ছিল, গাড়ি ঢুকতেই গেট পড়ে যায়, দাবি গাড়িচালকের। লেভেল ক্রসিং বন্ধ হচ্ছিল, গেট পড়ার সময় সিগন্যাল না দেখেই ঢুকেছিল গাড়ি, দাবি রেলের। সেই সময়ই ডাউনে ৪ নম্বর লাইনে ঢুকে পড়ে হাজারদুয়ারি এক্সপ্রেস। গাড়ির সঙ্গে সংঘর্ষের পরই থেমে যায় ট্রেন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। দুর্ঘটনার জেরে আধ ঘণ্টার বেশি বন্ধ থাকে ট্রেন চলাচল।
ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে বিজেপির ধর্না কর্মসূচি। সেখানেই সজল ঘোষ থেকে কৌস্তভ বাগচীর মুখে শোনা গেল বদলার হুঁশিয়ারি। যদিও, উল্টো সুর শোনা গেছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গলায়। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
সাত সকালে লেক মার্কেট এলাকা থেকে উদ্ধার হল এক ফুল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। রবিবার ভোরে রাস্তায় হোর্ডিং টাঙানোর লোহার কাঠামোয় ওই ব্যবসায়ীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে আসে টালিগঞ্জ থানার পুলিশ। কী কারণে মৃত্য়ু তা খতিয়ে দেখতে অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন পুলিশ প্রশাসন।
খড়দায় ট্রেন-গাড়ি সংঘর্ষ। লেভেল ক্রসিং খোলা ছিল, গাড়ি ঢুকতেই সংঘর্ষ, দাবি স্থানীয়দের। ২টি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, কেউ হতাহত হননি। আধ ঘণ্টার বেশি বন্ধ ট্রেন চলাচল।
খড়দায় ট্রেন-গাড়ি সংঘর্ষ। লেভেল ক্রসিং খোলা ছিল, গাড়ি ঢুকতেই সংঘর্ষ, দাবি স্থানীয়দের। ২টি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে বলে খবর।
সমবায় নির্বাচনেও ভোট-বঙ্গে অশান্তির চেনা ছবি। দাসপুরে সমবায় সমিতির নির্বাচন ঘিরে দফায় দফায় উত্তেজনা। ৩১ আসনের সমবায় সমিতিতে ১৫টিতে জয় তৃণমূল কংগ্রেসের। ৯টি আসনে জয়ী সমবায় মঞ্চ বাঁচাও কমিটি, বিজেপি ৭। পুনর্গণনার দাবিতে প্রিসাইডিং অফিসারকে ঘেরাও তৃণমূলের
ঘাটাল-পাশকুড়া রাজ্য সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ।
পারিবারিক বিবাদ নিয়ে ফের তৃণমূলের 'নীতি পুলিশি', এবার তুফানগঞ্জে। ৫ বিজেপি কর্মীর পরিবারকে 'সামাজিক বয়কটের ডাক'। বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি শতাধিক তৃণমূল নেতা-কর্মীর। 'সামাজিক বয়কট তুলতে হলে, পার্টি অফিসে গিয়ে কথা বলতে হবে'। তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে বাড়িতে ঢুকে হুমকির অভিযোগ বিজেপির।
কাশীপুরে প্রোমোটারকে মারধরের ঘটনার ২৪ ঘণ্টার মধ্য়ে, গ্রেফতার হলেন মূল অভিযুক্ত তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, ওড়িশা পালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তের, কিন্তু মাঝপথে খড়গপুরে তাকে পাকড়াও করে পুলিশ। ঘটনায় আরও ৩ জন গ্রেফতার হয়েছে। এই নিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ৬। মূল অভিযুক্ত তৃণমূল কর্মী রানাকে ১৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত।
এবার বেহালা পর্ণশ্রীতে সমবায় আবাসনের জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আবাসনের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী, এই অভিযোগ তুলে বিক্ষোভে দেখায় বাসিন্দাদের একাংশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ইসলামপুরে তৃণমূল নেতা খুনের নেপথ্যে কি রাজনৈতিক কারণ? নাকি ঠিকাদারি নিয়ে গোলমাল? ধাবার সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েও এখনও কিনারা করতে পারেনি পুলিশ। ষড়যন্ত্র করেই খুন, অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছে নিহত তৃণমূল নেতার পরিবার।
ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তাকে খড়গপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রোমোটারকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ৩। খবর সম্প্রচারের পরই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। কাশীপুরে তোলা চেয়ে প্রোমোটারের উপর হামলায় ধৃতের সংখ্যা বেড়ে ৬। ধৃতদের ১৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। ধৃতদের বিরুদ্ধে মারধর, হামলা, তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা পুলিশের।
ইসলামপুরে শ্যুটআউট, খুন তৃণমূল নেতা। জাতীয় সড়কের ধারে গুলিবৃষ্টিতে জখম আরও ১ তৃণমূল নেতা। সিবিআই তদন্তের দাবি নিহত তৃণমূল নেতার পরিবারের। ষড়যন্ত্র করে পরিকল্পিত খুন, দাবি নিহত তৃণমূল নেতা বাপি রায়ের পরিবারের। রাতে ধাবায় কেন পঞ্চায়েতের টেন্ডার নিয়ে বৈঠক? প্রশ্ন নিহতের পরিবারের। ২ তৃণমূল নেতাকে ঘিরে ধরে গুলি ৯-১০জন দুষ্কৃতীর, এখনও অধরা আততায়ীরা।
তুফানগঞ্জে বিজেপি কর্মীদের 'সামাজিক বয়কট' তৃণমূলের! বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে হুমকির অভিযোগ। 'পার্টি অফিসে গিয়ে কথা বলতে, তারপর বাকি ব্যবস্থা', মিছিল করে বাড়িতে এসে হুমকি তৃণমূল নেতা-কর্মীদের, অভিযোগ বিজেপি কর্মীদের।
এবার পর্ণশ্রী কো-অপারেটিভের জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 'কো-অপারেটিভের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী', অভিযোগ তুলে বিক্ষোভে পর্ণশ্রী কো-অপারেটিভের বাসিন্দারা। কো-অপারেটিভের আবাসনে পুর পরিষেবাও বন্ধ করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা কেউ কো-অপারেটিভের বাসিন্দাই নন, দাবি কাউন্সিলরের। পর্ণশ্রী কো-অপারেটিভের স্পেশাল অফিসারও তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র।
ভালো ছেলে, পাশে আছি। ডেপুটি মেয়র অতীন ঘোষের পর এবার কাশীপুরকাণ্ডে ধৃত অভিজিৎ মণ্ডল ওরফে রানার পাশে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের আরও এক বাহুবলী নেতা আনোয়ার খান।
লোকসভার পর বঙ্গের ৪ কেন্দ্রের উপনির্বাচনেও পর্যুদস্ত বিজেপি। অনেকে ভোট দিতে পারেননি বলে অভিযোগ বিজেপির, পোর্টাল চালুর ঘোষণা শুভেন্দুর। 'পঞ্চায়েত থেকে লোকসভা, বিধানসভা উপনির্বাচন, যাঁরা ভোট দিতে পারেননি, নাম নথিভুক্ত করুন'। 'যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের জন্য কাল পোর্টাল চালু, গণ আন্দোলন করব'। ৪ কেন্দ্রের ১০০ ভোটারকে নিয়ে রাজভবনে আসব, হুঁশিয়ারি শুভেন্দুর।
৪ কেন্দ্রে হেরে ফের ভোট লুঠের অভিযোগ বিরোধী দলনেতার। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর। ২১ জুলাই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি, রাজভবনের সামনে ধর্না শেষে ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতার। তৃণমূলকে সরাতে গণ আন্দোলনের ডাক শুভেন্দুর।
আড়িয়াদহে অত্যাচারীর অট্টালিকার জমির মালিক কে? কার জমিতে দুধসাদা অট্টালিকা জয়ন্ত সিংহর? অন্ধকারে কামারহাটি পুরসভা। দিলীপ মুখোপাধ্যায়ের নামে নথিভুক্ত জমি, কামারহাটি পুরসভা সূত্রে খবর। এখনও পর্যন্ত দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজ পায়নি কামারহাটি পুরসভা। অবৈধ বাড়ি ঘোষণার পর নোটিস পাঠানোর প্রস্তুতি কামারহাটি পুরসভার। পুরসভার ভূমিকায় প্রশ্ন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়কের।
তৃণমূলকে যাঁরা ভোট দেননি, তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের পরামর্শ শাসক নেতার। এত কিছু পাওয়ার পরেও যাঁরা তৃণমূলকে ভোট দেননি, তাঁদের সম্পর্কে ভাবতে হবে। যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের নাম কাটা দরকার। কারণ লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল সরকার দেয়, সেটা মনে করানো প্রয়োজন। দলীয় সভায় মন্তব্য দিনহাটার তৃণমূল ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যর। হিটলারি শাসনের শেষ হবে, পাল্টা বিজেপি।
ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী। অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে খড়গপুর থেকে গ্রেফতার করল পুলিশ। প্রোমোটারকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ৩। খবর সম্প্রচারের পরই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। কাশীপুরে তোলা চেয়ে প্রোমোটারের উপর হামলায় ধৃতের সংখ্যা বেড়ে ৬। ধৃতদের ১৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। ধৃতদের বিরুদ্ধে মারধর, হামলা, তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা পুলিশের।
সমবায় সমিতির নির্বাচন ঘিরে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তুমুল উত্তেজনা। বহিরাগতদের এনে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সমবায় মঞ্চ বাঁচাও কমিটির সদস্যদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। মাথা ফাটল সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক কর্মীর। নামানো হল র্যাফ, এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
এবার পর্ণশ্রী কো-অপারেটিভের জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কো-অপারেটিভের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী। অভিযোগ তুলে বিক্ষোভে পর্ণশ্রী কো-অপারেটিভের বাসিন্দারা। কো-অপারেটিভের আবাসনে পুর পরিষেবাও বন্ধ করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা কেউ কো-অপারেটিভের বাসিন্দাই নন, দাবি কাউন্সিলরের। পর্ণশ্রী কো-অপারেটিভের স্পেশাল অফিসারও তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র।
উপনির্বাচনেও ভরাডুবি বঙ্গ বিজেপির, অর্জুনের নিশানায় কেন্দ্রীয় বাহিনী-কমিশন। কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ অর্জুনের।
এবার কলকাতার পর্ণশ্রীতে সমবায় সমিতির জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলর সঞ্চিতা মিত্রের বিরুদ্ধে। রবিবার এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ।
রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকে আগামী ২১ জুলাই বিজেপির তরফে গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
কাঁচা সবজির দাম বৃদ্ধির জেরে জেরবার রাজ্যের মানুষ। এর প্রতিবাদ জানাতে দুর্গাপুরে গলায় সবজির মালা ঝুলিয়ে অভিনব প্রতিবাদ মিছিল করল কংগ্রেস।
খোদ কলকাতায় গর্তে পড়ে মৃত্যু হল একজন মানসিক ভারসাম্যহীন মহিলার। গর্তটিকে বোঝানো কেন হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে।
শুক্রবার সকাল ১০ থেকে রাজভবনের সামনে বিরোধী দলনেতার নেতৃত্বে ধর্নায় বসলেন ভোট পরবর্তী হিংসার কারণে ঘরছাড়া বিজেপি কর্মী ও সমর্থকরা।
পঞ্চায়েতের তহবিল তছরুপ ও সরকারি প্রায় ৬৬ বিঘা খাসজমি দখলের অভিযোগ উঠল উপপ্রধানের বিরুদ্ধে। ওই পঞ্চায়েতের কয়েকজন সদস্যের অভিযোগ, সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডল পঞ্চায়েতের তহবিল তছরুপ করেছেন। সেই সঙ্গে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় বিনা টেন্ডারে ইচ্ছামতো জিনিসপত্র কিনছেন।
জয়ের ধারা অব্যাহত উপনির্বাচনেও। চক্রান্তের জবাব বাংলার মানুষের, মুম্বই থেকে ফিরেই বললেন তৃণমূলনেত্রী।
হাওড়ায় ৩৩ লক্ষেরও বেশি টাকা সাইবার প্রতারণার অভিযোগে শনিবার নিউটাউনের হাউসিং কমপ্লেক্স থেকে গ্রেফতার হলেন ঘটনার দুই মূল চক্রী। পাশাপাশি, উদ্ধার করা হল ৩ লক্ষ ১৭ হাজার টাকা, চারটি মোবাইল ফোন, ৩৮ টি সিম কার্ড, এবং দুটি গাড়ি।
এবার কাশীপুরে তোলাবাজদের তাণ্ডবের শিকার হলেন একজন প্রোমোটার। শনিবার মধ্যরাতে কলকাতার কাশীপুরে একজন প্রোমোটারের অফিসে ঢুকে তাণ্ডব চালাল তৃণমূল কর্মী।
প্রভাবশালী পরিচয়ে সরকারি দফতরে গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেওয়ার টোপে মুকুন্দপুরের বাসিন্দাকে আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। শুধু ধৃতের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
অবশেষ কাটতে চলেছে জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দামের পিএইচডি-তে ভর্তি নিয়ে জট।
ইসলামপুরে শ্যুটআউট, জাতীয় সড়কের ধারে তৃণমূল নেতাকে গুলি করে খুন। গুলিবিদ্ধ আরও ১ শাসক নেতা। ভর্তি হাসপাতালে। পঞ্চায়েতের টেন্ডার নিয়ে কথা বলার সময় ২ তৃণমূল নেতাকে ঘিরে ধরে গুলি। রাজনীতির যোগ নেই, দাবি স্থানীয় নেতৃত্বের। অপরাধীরা আরও বেপরোয়া, কটাক্ষ বিজেপির।
প্রেক্ষাপট
কলকাতার পর্ণশ্রীতে সমবায় সমিতির জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলর সঞ্চিতা মিত্রের বিরুদ্ধে।
রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকে আগামী ২১ জুলাই বিজেপির তরফে গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
কাঁচা সবজির দাম বৃদ্ধির জেরে জেরবার রাজ্যের মানুষ। এর প্রতিবাদ জানাতে দুর্গাপুরে গলায় সবজির মালা ঝুলিয়ে অভিনব প্রতিবাদ মিছিল করল কংগ্রেস।
খোদ কলকাতায় গর্তে পড়ে মৃত্যু হল একজন মানসিক ভারসাম্যহীন মহিলার। গর্তটিকে বোঝানো কেন হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব রাজভবনের সামনে শুরু হল ভোট পরবর্তী হিংসা ঘরছাড়া বিজেপি কর্মী ও সমর্থকদের ধর্না।
পঞ্চায়েতের তহবিল তছরুপ ও সরকারি প্রায় ৬৬ বিঘা খাসজমি দখলের অভিযোগ উঠল উপপ্রধানের বিরুদ্ধে। ওই পঞ্চায়েতের কয়েকজন সদস্যের অভিযোগ, সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডল পঞ্চায়েতের তহবিল তছরুপ করেছেন। সেই সঙ্গে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় বিনা টেন্ডারে ইচ্ছামতো জিনিসপত্র কিনছেন।
জয়ের ধারা অব্যাহত উপনির্বাচনেও। চক্রান্তের জবাব বাংলার মানুষের, মুম্বই থেকে ফিরেই বললেন তৃণমূলনেত্রী।
এবার কাশীপুরে তোলাবাজদের তাণ্ডবের শিকার হলেন একজন প্রোমোটার। শনিবার মধ্যরাতে কলকাতার কাশীপুরে একজন প্রোমোটারের অফিসে ঢুকে তাণ্ডব চালাল তৃণমূল কর্মী। ওই প্রোমোটারকে এলোপাথাড়ি মারধরের পাশাপাশি তাঁর অফিস ভেঙে চুরমার করা হয়। ওই প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে চাপ দেওয়া হয়েছিল। টাকা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে হামলার অভিযোগ উঠল।
ইসলামপুরে শ্যুটআউট, জাতীয় সড়কের ধারে তৃণমূল নেতাকে গুলি করে খুন। পঞ্চায়েতের টেন্ডার নিয়ে কথা বলার সময় ২ তৃণমূল নেতাকে ঘিরে ধরে গুলি। রাজনীতির যোগ নেই, দাবি স্থানীয় নেতৃত্বের। অপরাধীরা আরও বেপরোয়া, কটাক্ষ বিজেপির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -