West Bengal News Live: এবার বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক বিধাননগরের চেয়ারম্যান

West Bengal News : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 20 Mar 2024 11:35 PM
WB News Live Updates: জালে শাহজাহান-বাহিনী, সন্দেশখালিতে ইডির উপর হামলায় এবার সিবিআই-নজরে মিনাখাঁর এসডিপিও

জালে শাহজাহান-বাহিনী। সন্দেশখালিতে ইডির উপর হামলায় এবার সিবিআই-নজরে মিনাখাঁর এসডিপিও। বাড়িতে নোটিস। হওয়ারই ছিল, খোঁচা শুভেন্দুর। 

West Bengal News Live : সন্দেশখালিকাণ্ডের পর এই প্রথম বসিরহাটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিকাণ্ডের পর এই প্রথম বসিরহাটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দাঁড়িয়েও বিরোধীদের সন্দেশখালি যাওয়ার পিছনে উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি। তুললেন শেখ শাহজাহানের গ্রেফতারির প্রসঙ্গ। একহাত নিলেন ইডি, সিবিআইকেও। যেখানে দাঁড়িয়ে এগুলো বলেছেন, সেখানে জিততে পারবে না তৃণমূল। পাল্টা আক্রমণ করে মন্তব্য বিজেপি নেতৃত্বের। 

WB News Live Updates: এবার বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক বিধাননগরের চেয়ারম্যান

 কলকাতার ডেপুটি মেয়রের পর এবার বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক বিধাননগরের চেয়ারম্যান

West Bengal News Live : সন্দেশখালিকাণ্ডের তদন্তে এবার এসডিপিও-র বাড়িতে সিবিআই

সন্দেশখালিকাণ্ডের তদন্তে এবার এসডিপিও-র বাড়িতে সিবিআই
মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানের বাড়িতে সিবিআই
নোটিসের কপি নিয়ে মিনাখাঁর এসডিপিও-র দফতরে কেন্দ্রীয় এজেন্সি
ইডির উপর হামলার মামলার তদন্তের এসডিপিও-র দফতরে সিবিআই
৫ জানুয়ারি থেকে কারা এসেছিল এসডিপিও দফতরে?
জানতে এসডিপিও দফতরের সিসি ফুটেজ তলব: সিবিআই সূত্র 

WB News Live Updates: বাংলায় সাত দফা ভোট নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলায় সাত দফা ভোট নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানলেন তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্রের উদাহরণ। বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগও করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। 

West Bengal News Live : গার্ডেনরিচে মৃত্যুমিছিল, বেআইনি নির্মাণ বন্ধে কড়া হাইকোর্ট

গার্ডেনরিচে মৃত্যুমিছিল। বেআইনি নির্মাণ বন্ধে কড়া হাইকোর্ট। চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত. জড়িতদের দিতে হবে ভাল শিক্ষা, হুঁশিয়ারি বিচারপতি সিন্হার। 

WB News Live Updates: ভিন্ন সুরে বিস্ফোরক তৃণমূলেরই বরো চেয়ারম্যান

কাউন্সিলরকে মেয়র থেকে অভিযুক্ত প্রোমোটারের ক্লিনচিট! ভিন্ন সুরে বিস্ফোরক তৃণমূলেরই বরো চেয়ারম্যান। 

West Bengal News Live : বামেদের ১৭ আসনের পর প্রথম দফায় ৭ আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস

বামেদের ১৭ আসনের পর প্রথম দফায় ৭ আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস
'বহরমপুর, জঙ্গিপুর, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ'
পুরুলিয়া, বীরভূমে প্রার্থী দেবে কংগ্রেস: অধীর চৌধুরী
'পুরুলিয়ায় নেপাল মাহাতো, জঙ্গিপুরে মোর্তাজা হোসেন'
৭টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা অধীর চৌধুরীর 

WB News Live Updates: লোকসভা ভোটের আগে অডিও ক্লিপ পোস্ট করে বিজেপিকে আক্রমণ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর

লোকসভা ভোটের আগে অডিও ক্লিপ পোস্ট করে বিজেপিকে আক্রমণ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। অডিও ক্লিপের সঙ্গে শান্তনু ঠাকুর ও অসীম সরকারের ছবি পোস্ট করে মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন শুনুন বিজেপি সাংসদ সম্পর্কে কী বলছেন বিজেপি বিধায়ক। তাঁরা কি বলতে পারবেন, আবকি বার কত পার হবে? এক্স হ্যান্ডলে পোস্ট করে কটাক্ষ মহুয়া মৈত্রের।

West Bengal News Live : গার্ডেনরিচকাণ্ডে মেয়রকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর

'যাঁর ওপর মেয়রের হাত, তাঁর জন্যই ভেঙেছে মানুষের ওপরের ছাদ'
গার্ডেনরিচকাণ্ডে মেয়রকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর

WB News Live Updates: গার্ডেনরিচজুড়ে মৃত্যুফাঁদ, ২ বহুতলের মাঝে আজব স্থাপত্য!

গার্ডেনরিচজুড়ে মৃত্যুফাঁদ, ২ বহুতলের মাঝে আজব স্থাপত্য! গায়ে গায়ে ২ বহুতল, মাঝে প্রায় ৫ ফুটের মধ্যেই আরেক বহুতল! ২ বহুতলের মাঝে যতটা ফাঁকা জায়গা থাকা উচিত, সেখানেই আরেক বহুতল! একের পর এক বেআইনি নির্মাণ, কিছুই জানে না পুরসভা? শিকেয় বিধি, গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানে আজব বহুতল! একের পর এক বেআইনি নির্মাণ, দেখেও কীভাবে চুপ পুরসভা-প্রশাসন?

West Bengal News Live : 'এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভাল কিছু খুঁজে পাওয়া কঠিন' SSC নিয়োগ দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

'অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল করা উচিত' SSC নিয়োগ দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

WB News Live Updates: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত্যুমিছিল, বেআইনি নির্মাণ রুখতে কড়া কলকাতা হাইকোর্ট

গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত্যুমিছিল, বেআইনি নির্মাণ রুখতে কড়া কলকাতা হাইকোর্ট

West Bengal News Live : বহরমপুরে একই নার্সিংহোমের বিরুদ্ধে ২১টি অভিযোগ

বহরমপুরে একই নার্সিংহোমের বিরুদ্ধে ২১টি অভিযোগ। রাজ্য স্বাস্থ্য কমিশনে জমা পড়ল রিপোর্ট। বহরমপুরের রায়চৌধুরী নার্সিংহোমের বিরুদ্ধে রিপোর্ট পেশ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে স্বাস্থ্য কমিশনে রিপোর্ট পেশ। অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন। 

WB News Live Updates: শেষ হল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি, রায়দান স্থগিত

শেষ হল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি, রায়দান স্থগিত
গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয় এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি
প্রায় সাড়ে ৩ মাস ধরে চলেছে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি
সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শেষ

West Bengal News Live : সন্দেশখালিতে সরকারি প্রকল্পের ইট চুরির চেষ্টার অভিযোগ 

সন্দেশখালিতে সরকারি প্রকল্পের ইট চুরির চেষ্টার অভিযোগ। ইট চুরির চেষ্টার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঠিকাদারের সঙ্গে মিলে ইট চুরির চেষ্টার অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতি ও ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ। 

WB News Live Updates: গার্ডেনরিচকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি

গার্ডেনরিচকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। শহরজুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ গেরুয়া শিবিরের। প্রতিবাদে হাতিবাগান ও কলেজ স্ট্রিটে বিক্ষোভ বিজেপির। 

West Bengal News Live : গার্ডেনরিচ বিপর্যয়ে ধৃত জমির মালিক পাপ্পু ওরফে মহম্মদ সরফরাজের ১৩ দিনের পুলিশ হেফাজত

'গার্ডেনরিচে নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরি হয়েছে'
'কী মর্মে এই ডিল হয়েছিল আমরা জানতে চাই'
'বহুতল নির্মাণে প্রোমোটারের সঙ্গে জমির মালিকের সমঝোতা হয়েছে কিনা, জানা দরকার'
এত বড় ঘটনা, ১০ জনের মৃত্যু, আরও তদন্ত প্রয়োজন, আদালতে সওয়াল সরকারি আইনজীবীর
গার্ডেনরিচ বিপর্যয়ে ধৃত জমির মালিক পাপ্পু ওরফে মহম্মদ সরফরাজের ১৩ দিনের পুলিশ হেফাজত

Dinhata Bandh Live : দিনহাটায় ২৪ ঘণ্টার বন্‍ধ প্রত্যাহার তৃণমূলের, চলবে বিকেল ৪টে পর্যন্ত

দিনহাটায় ২৪ ঘণ্টার বন্‍ধ প্রত্যাহার তৃণমূলের। চলবে বিকেল ৪টে পর্যন্ত। পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক বিজেপির। কড়া নিরাপত্তা, বাঁশের ব্যারিকেড।

Dinhata Chaos Live : আজ দিনহাটার পথে রাজ্যপাল

দিনহাটাকাণ্ডে গতকাল রাজ্য পুলিশের শীর্ষ কর্তার কাছে চেয়েছিলেন রিপোর্ট। আজ দিনহাটার পথে রাজ্যপাল। নিজেই পরিস্থিতি খতিয়ে দেখতে চান বোস।

WB News Live : গার্ডেনরিচে বিপর্যয়ের পর আড়াই দিন পার, চলছে প্রাণের খোঁজ

বিপর্যয়ের পর আড়াই দিন পার। চলছে প্রাণের খোঁজ। ঘুরে গেলেন পুর কমিশনার। বেআইনি নির্মাণের প্রতিবাদে কলেজ স্ট্রিট, হাতিবাগানে বিজেপির বিক্ষোভ।

Sandeshkhali News : সন্দেশখালি নিয়ে রাজনীতি হয়েছে, বসিরহাটের সভা থেকে বিরোধীদের আক্রমণ অভিষেকের

সন্দেশখালি নিয়ে রাজনীতি হয়েছে। বসিরহাটের সভা থেকে বিরোধীদের আক্রমণ অভিষেকের। 

Cooch Behar News : দিনহাটাকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, কোচবিহারে এসপি অফিস ঘেরাও অভিযান

দিনহাটাকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। কোচবিহারে এসপি অফিস ঘেরাও অভিযান। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী-সমর্থকদের

Actor Sabyasachi Chakraborty News : হার্টে ব্লকেজ, অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বাইপাস সার্জারি আজ

হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। হৃদযন্ত্রের সমস্যায় মঙ্গলবার তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে
ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর হার্টে ব্লকেজ  রয়েছে। আজ তাঁর বাইপাস সার্জারি করবেন চিকিৎসকরা।

WB News : 'সরকারি প্রকল্পে ব্যবহারের জন্য রাখা ইট সরানোর চেষ্টা', সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা

সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা। সরকারি প্রকল্পে ব্যবহারের জন্য রাখা ইট সরানোর চেষ্টা! অভিযোগ ঘিরে সন্দেশখালির দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ। তৃণমূলের অঞ্চল সভাপতি ও স্থানীয় ঠিকাদার ইট সরানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছেছে সন্দেশখালি থানার পুলিশ , এলাকায় ব্যাপক উত্তেজনা । 

WB News Live Update : ১০ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে দিল্লিতে ডেকে পাঠাতে পারবে না ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ১০ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে দিল্লিতে ডেকে পাঠাতে পারবে না ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের। কয়লা কেলেঙ্কারি মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। তার আগে অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানো যাবে না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কয়লা কেলেঙ্কারিতে ইডি-র সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক। 

WB News Live: দিনহাটাকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট চাইলেন ক্ষুব্ধ রাজ্যপাল

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ধস্তাধস্তিতে ধুন্ধুমার। মাথা ফাটল এসডিপিওর। আজ ২৪ ঘণ্টা দিনহাটা বন্ধের ডাক তৃণমূলের। দিনহাটাকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট চাইলেন ক্ষুব্ধ রাজ্যপাল। 

West Bengal News Live : মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বা়ড়িতে আয়কর হানা

মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বা়ড়িতে আয়কর হানা, স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে আয়কর হানা। 

Dinhata Bandh Update : ২৪ ঘণ্টার দিনহাটা বন্‍ধ-এর জেরে বন্ধ দোকান, যান চলাচল

দিনহাটায় ধুন্ধুমার। নিশীথের দিকে তেড়ে গেলেন উদয়ন। তৃণমূলের বিরুদ্ধে কনভয়ে 
হামলার অভিযোগ। পাল্টা অভিযোগ তৃণমূলের। ২৪ ঘণ্টার দিনহাটা বন্‍ধ-এর জেরে বন্ধ দোকান, যান চলাচল।

Kolkata Weather Update : বসন্তের অকাল ধারাপাতে এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমেছে পারদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি হবে। গতকাল রাত থেকেই ভিজতে শুরু করেছে কোনও কোনও জেলা। কলকাতাতেও বৃষ্টি শুরু হয়েছে। বসন্তের অকাল ধারাপাতে এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমেছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯। যা স্বাভাবিকের ৫ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে

West Bengal News : গার্ডেনরিচকাণ্ডের মধ্যেই হুগলির বৈদ্যবাটিতে দুর্ঘটনা

গার্ডেনরিচকাণ্ডের মধ্যেই হুগলির বৈদ্যবাটিতে দুর্ঘটনা। পুরনো বাড়ি ভাঙার সময় একাংশ ভেঙে পড়ায় আহত হলেন ২ শ্রমিক। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা।

West Bengal News Live : আজ ২৪ ঘণ্টা দিনহাটা বন্ধের ডাক তৃণমূলের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ধস্তাধস্তিতে ধুন্ধুমার। মাথা ফাটল এসডিপিওর। আজ ২৪ ঘণ্টা দিনহাটা বন্ধের ডাক তৃণমূলের। দিনহাটাকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট চাইলেন ক্ষুব্ধ রাজ্যপাল। 

West Bengal News Live : প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তি নিশীথ প্রামাণিক, উদয়ন গুহর

দিনহাটায় ধুন্ধুমার। আর বাগযুদ্ধ নয়, প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তিতে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ! নিশীথের দিকে তেড়ে গেলেন উদয়ন। সামলাতে হিমশিম খেল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। মাথা ফাটল এক তৃণমূলকর্মীর। টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপির। 

প্রেক্ষাপট

কলকাতা : গার্ডেনরিচ ( Garden Reach ) বহুতল-বিপর্যয়ে বেঘোরে প্রাণ গেল ১০জনের। ধ্বংসসতূপ থেকে আরও মৃতদেহ উদ্ধার হল। ২দিন পার করে এখনও আটকে একজন। আর এই ঘটনাই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে কলকাতা পুরসভাকে ( KMC )।  কোথাও অবাধে পুকুর ভরাট চলছে, কোথাও ফ্ল্যাটের উপর হেলে পড়ছে ফ্ল্যাট, বেআইনি নির্মাণের মুক্তাঞ্চল গার্ডেনরিচ। এথচ পুরসভা এতদিন নীরব কেন, উঠছে প্রশ্ন। এদিকে আবার ১০ জনের প্রাণের বিনিময়ে আজব সাফাই দিয়েছেন ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। সামাজিক ব্যাধি বলে দায় এড়ানোর মরিয়া চেষ্টা করছেন তিনি । এদিকে আবার তারই বহুদিনের সহকর্মী, ডেপুটি মেয়র, মেয়র-কাউন্সিলরকেই দায়ী করেছেন। বিরোধীরাও সরকারের ভূমিকায় সরব। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.