WB News Live: লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের থেকে ৫ থেকে ৮টি আসন চাইতে পারে কংগ্রেস, খবর সূত্রের
District News:রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
মঞ্চে সুব্রত বক্সী, সফটওয়্যার-বিতর্কে বিধায়ককেই জবাব কাউন্সিলরের
ফের কুলতলিতে বাঘের আতঙ্ক। এবার মৈপীঠেরই পেটকুলচাঁদ ব্রিজ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক। তল্লাশি শুরু বনদফতরের।
নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই বঙ্গ রাজনীতিতে ট্যুইস্ট, জল্পনা বাড়িয়ে এবার শোভন-বৈশাখীর বাড়িতে কুণাল
ফের কুলতলিতে বাঘের আতঙ্ক। এবার মৈপীঠেরই পেটকুলচাঁদ ব্রিজ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক। তল্লাশি শুরু বনদফতরের।
লোকসভা ভোটে তৃণমূলের থেকে ৫ থেকে ৮টি আসন চাইতে পারে কংগ্রেস। 'তৃণমূলের কাছে ৫ থেকে ৮টি আসনে রফার জন্য আলোচনা শুরু হতে পারে, লোকসভা ভোটে বাংলায় ১২টি আসনে জিততে পারে কংগ্রেস।' সূত্রের খবর, কংগ্রেস সভাপতির কাছে এমনই রিপোর্ট দলের জোট সংক্রান্ত কমিটির।
সুব্রত বক্সীকে বিরল ব্যক্তিত্বের তকমা দিয়ে বিধায়ককেই জবাব কাউন্সিলরের, ভাটপাড়ার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমনাথ তালুকদার
নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই বঙ্গ রাজনীতিতে ট্যুইস্ট। জল্পনা বাড়িয়ে এবার শোভন-বৈশাখীর বাড়িতে কুণাল। পুরনো তিক্ততা সরিয়ে একদা তৃণমূলের 'কাননের' বাড়িতে কুণাল
হাওড়ার বাগনানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত এসআই ও হোম গার্ডের।
'তৃণমূলের কাছে ৫ থেকে ৮টি আসনে রফার জন্য আলোচনা শুরু হতে পারে। লোকসভা ভোটে বাংলায় ১২টি আসনে জিততে পারে কংগ্রেস। কগ্রেস সভাপতির কাছে এমনই রিপোর্ট দলের জোট সংক্রান্ত কমিটির', খবর সূত্রের।
হাইকোর্টের নির্দেশ, কণ্ঠস্বরের নমুনা দিতেই হল 'কালীঘাটের কাকু'কে। 'আগেই ভয়েস স্যাম্পল নিতে কোর্টের নির্দেশ, কার্যকর করতে বাধ্য এজেন্সি। কেউ আটকালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত, প্রয়োজনে কড়া পদক্ষেপ', গতকাল বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশের পরেই সুজয়কৃষ্ণ নিয়ে সক্রিয় ইডি
মুর্শিদাবাদে ফের বোমার বলি শৈশব। মুর্শিদাবাদের দৌলতাবাদে বোমা ফেটে দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যু
'নিরাপত্তা চাইলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখুন। লজ্জা পেলে নৌশাদের মতো হাইকোর্টে যান', বলাগড়ের তৃণমূলের বিধায়কের উদ্দেশে বার্তা শুভেন্দু অধিকারীর
দলে প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরেই বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর? বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা, তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক ও হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের বিরুদ্ধে।
সাড়ে ৪ মাসের টানাপোড়েন, ED-র হাতে অবশেষে 'কাকু'র কণ্ঠ
নবীন-প্রবীণ বিতর্কে এবার সামিল আব্দুল করিম চৌধুরী, জবাব কুণালের। অভিষেককে বাচ্চা ছেলে বলে কটাক্ষ, কুণালকে বরখাস্তের দাবি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তীব্র আক্রমণ ইসলামপুরের বিধায়কের
'কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন এসএসকেএমে?', জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
দলে প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরেই বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর
সাড়ে চারমাস টালবাহানার পর, অবশেষে ইডি-র কব্জায় 'কাকু'-র কণ্ঠ। ইডি-র দাবি, গতকাল তাদের অফিসাররা এসএসকেএমে পৌঁছতেই সুজয়কৃষ্ণ জানান, তিনি ভয়েস স্যাম্পল দিতে রাজি
সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে, হাইকোর্টকে জানাল ইডি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজির ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী। মামলায় পার্টি হতে চাইলে আবেদন করুন, পরামর্শ বিচারপতির। দয়া করে তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও নির্দেশ দেবেন না, আবেদন সুজয়কৃষ্ণর আইনজীবীর। আবেদনের কোনও উত্তর দেননি বিচারপতি। আমরা রিপোর্ট দেব, জানাল ইডি
প্রেক্ষাপট
সাড়ে চারমাস টালবাহানার পর, অবশেষে কণ্ঠদান 'কালীঘাটের কাকু'র (Kalighater Kaku AKA Sujaykrishna Bhadra)। জোকা ইএসআই (Joka ESI Hospital) হাসপাতালে ১ ঘণ্টা ধরে চলে স্বর-সংগ্রহের প্রক্রিয়া। রাতেই ফেরানো হয় এসএসকেএমে।
মামলায় যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, মেলেনি নির্দেশনামা। অভিযোগ তুলে বিচারপতি সিন্হার (Justice Amrita Sinha) নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সুজয়কৃষ্ণ। নির্দেশনামা সংগ্রহের পরামর্শ বিচারপতি সৌমেন সেনের।
মুখ খোলার পরেই বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর। বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্যার বাড়িতেও হামলা। ফের রুনা খাতুনকেই দায়ী করলেন শাসক বিধায়ক। থানায় যান, পাল্টা যুব তৃণমূলের নেত্রী।
ফের খুন হওয়ার আশঙ্কাপ্রকাশ বলাগড়ের বিধায়কের। এবার পাল্টা দেওয়ার সময়। ফিরছি বলাগড়ে, খেলা জমে যাবে। এবার চ্যালেঞ্জ মনোরঞ্জনের। থানায় গেলেন রুনা।
সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান কী? ৪ সপ্তাহের মধ্যে জানতে চাইল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও জমিদাতা কৃষকদের ক্ষতিপূরণ সহ জমি ফেরাতে রাজ্যের সাড়া না মেলার অভিযোগ।
হাইকোর্টের ভর্ৎসনার পর সক্রিয় ব্যারাকপুর পুলিশ। গতবছরের মামলায় তড়িঘড়ি যুক্ত হল খুনের ধারা। গ্রেফতার করা হল সব অভিযুক্তকেই। রিপোর্ট দিয়ে জানাল ব্যারাকপুর কমিশনারেট।
ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন। শনিবার বাঁধা হবে মঞ্চ। সকালে প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন সেলিম। সিপিএমের ইনসাফ চাওয়ার মুখ নেই, খোঁচা তৃণমূলের।
বাগনানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত এসআই ও হোম গার্ডের। আহত পুলিশের গাড়ির চালক-সহ আরও ৩ পুলিশ কর্মী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এলাকায় এডিজি দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন:চেতলায় বন্দরের জায়গায় ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
- - - - - - - - - Advertisement - - - - - - - - -