WB News Live : জুয়া-সাট্টা কারবারের অভিযোগ ঘিরে শোভাবাজারে তৃণমূল বনাম তৃণমূল

West Bengal News Live : খাস কলকাতায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। শোভাবাজারে তৃণমূলের যুব সভাপতিকে সপাটে চড় কাউন্সিলরের, আরও খবর ...

ABP Ananda Last Updated: 17 Jul 2024 11:58 PM
West Bengal News: জুয়া-সাট্টা কারবারের অভিযোগ ঘিরে শোভাবাজারে তৃণমূল বনাম তৃণমূল

জুয়া-সাট্টা কারবারের অভিযোগ ঘিরে শোভাবাজারে তৃণমূল বনাম তৃণমূল, ঘটনায় বড়তলা থানায় জোড়া অভিযোগ দায়ের হল। যুব তৃণমূল নেতাকে দলীয় কাউন্সিলের চড় মারার ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের নামে। পাল্টা কাউন্সিলরের তরফেও মারধরের অভিযোগ দায়ের হয়েছে। দু’পক্ষের চারজনকে গ্রেফতার করেছে বড়তলা থানার পুলিশ। 

WB News Live: ঢোলাহাট থানার পুলিশ লকআপে মারধরের পর যুবকের মৃত্যুর অভিযোগের তদন্তভার নিল CID

ঢোলাহাট থানার পুলিশ লকআপে মারধরের পর যুবকের মৃত্যুর অভিযোগের তদন্তভার নিল CID. ঢোলাহাটের ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা ২২ বছরের আবু সিদ্দিক হালদারকে চুরির অভিযোগে ১ জুলাই রাতে আটক করে পুলিশ। পরিবারের দাবি, ৪ জুলাই জামিন পাওয়ার পর ওই যুবক অসুস্থ হয়ে পড়েন। ৮ জুলাই পার্ক সার্কাসের নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। পুলিশের মারধরে মৃত্যুর অভিযোগে এরপর ২ দিন ধরে ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়-পরিজনেরা। এই ঘটনায় ঢোলাহাট থানার এক SI ও IC-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযোগ খতিয়ে দেখতেই এবার ঢোলাহাটকাণ্ডে তদন্তভার নিল CID.

West Bengal News: সংগঠন থেকে স্লোগান, ভোটে ভরাডুবির পরেই সুকান্ত-শুভেন্দু বিভাজন?

সংগঠন থেকে স্লোগান, ভোটে ভরাডুবির পরেই সুকান্ত-শুভেন্দু বিভাজন? মোদির 'সব কা সাথ, সব কা বিকাশ' স্লোগান বদলের ডাক শুভেন্দুর? সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষে সওয়াল শুভেন্দুর। 'ডেলিগেট হিসেবে এসেছিলেন, কেউ কোনও প্রস্তাব দিতেই পারে', শুভেন্দুর তত্ত্ব খারিজ করে পাল্টা সাংবাদিক বৈঠক সুকান্তর 
'বিজেপি কোনও বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না', সুকান্তর পাশে দাঁড়িয়ে শুভেন্দুর তত্ত্ব খারিজ শমীক ভট্টাচার্যরও।

WB News Live: ২৯ জুলাই ম্যাথ্য়ু স্যামুয়েলকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি

ফের নারদকাণ্ড নিয়ে তৎপর CBI. আগামী ২৯ জুলাই ম্যাথ্য়ু স্যামুয়েলকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। তাঁকে ব্যাঙ্গালোরের CBI অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। ম্যাথ্য়ুর দাবি, প্রেসিডেন্ট  নির্বাচন কভার করতে তিনি এই মুহূর্তে আমেরিকাতে আছেন। সেই কারণে CBI-তলবে যেতে পারছেন না বলে জানিয়েছেন ম্যাথ্যু স্যামুয়েল। লোকসভা ভোটের আগে, নারদ স্টিং অপারেশনের নেপথ্য়ে থাকা ম্যাথ্য়ু স্যামুয়েলকে নিজাম প্যালেসে তলব করেছিল CBI. সেইসময় হাজিরা দেননি ম্যাথ্যু। গত বছরের সেপ্টেম্বরেও তাঁকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। যাতায়াতের খরচ না দিলে নারদকাণ্ডে হাজিরা দেবেন না বলে জানিয়েছিলেন ম্যাথ্যু স্য়ামুয়েল। 

West Bengal News: জয়ন্তর তালতলা ক্লাবের ধাঁচেই জামালের প্রাসাদও অত্যাচারের আঁতুড়ঘর!

জয়ন্তর তালতলা ক্লাবের ধাঁচেই জামালের প্রাসাদও অত্যাচারের আঁতুড়ঘর! সোনারপুরের বিশাল এলাকা জুড়ে নীল-হলুদ-বেগুনি রঙের অট্টালিকা! বাড়িতে পুকুরে চরছে কচ্ছপ, বাইরে ঘুরছে ঘোড়া! 'প্রাসাদের ভিতরে শিকল বাঁধার জায়গায়, সেখানেই চলত অত্যাচার', এই বাড়িতেই বিচারসভা বসাতেন তৃণমূল কর্মী জামাল সর্দার, অভিযোগ গ্রামবাসীদের। শিকলে বেঁধে, বাড়ির পুকুরে চুবিয়ে চলত অত্যাচার, অভিযোগ গ্রামবাসীদের। মার্বেল ও টাইলসে মোড়া জামালের অট্টালিকা, আনাচে কানাচে লাগানো সিসি ক্যামেরা।

Jagannath Dev: রথের পর আজ স্বর্ণ বেশে ভক্তদের দর্শন দিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা

রথের পর আজ স্বর্ণ বেশে ভক্তদের দর্শন দিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ভিড় জমালেন অসংখ্য পুণ্যার্থী।

West Bengal News: কলকাতায় ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ব্যবসায়ী

কলকাতায় ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ব্যবসায়ী। অরবিন্দ সরণির ফ্ল্যাটে তরুণীকে ধর্ষণের অভিযোগ। 'শেক্সপিয়র সরণির নাইটক্লাবে তরুণীর সঙ্গে অভিযুক্তর পরিচয়'
তারপরেই ফ্ল্যাটে এনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ব্যবসায়ী।

WB News Live: হাওড়ার ডোমজুড়ে চোর সন্দেহে মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ

হাওড়ার ডোমজুড়ে চোর সন্দেহে মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ। পরিচারিকার পরিবারকে আটকে রেখে মারধর ও চুল কেটে নেওয়ার অভিযোগ। ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার ভিডিও ভাইরাল। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিচারিকার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা চুরির অভিযোগ ব্যবসায়ীর।

West Bengal News: ছেলেধরা গুজবের সংক্রমণ নদিয়ায়, গাছে বেঁধে বেধড়ক মার

ছেলেধরা গুজবের সংক্রমণ এবার নদিয়ায়, গাছে বেঁধে মহিলাকে মার। রেহাই নেই মানসিক ভারসাম্যহীনেরও, গাছে বেঁধে বেধড়ক মার!  শান্তিপুরে মহিলাকে গাছে বেঁধে মার, উদ্ধার করল পুলিশ।

WB News Live: সংখ্যালঘু অনুপ্রবেশে বদলে যাচ্ছে জনবিন্যাস, এটা বড় সমস্যা: হিমন্ত বিশ্বশর্মা

'সংখ্যালঘু অনুপ্রবেশে বদলে যাচ্ছে জনবিন্যাস, এটা বড় সমস্যা ', রাজ্যের ভূমিকা স্মরণ করিয়ে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। 'অনুপ্রবেশকারীরা প্রথমে অসম, পশ্চিমবঙ্গে ঢোকে, এরপর অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ড, বিহারে যায়, আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফের। কিন্তু একবার সীমান্ত পেরিয়ে ভিতরে ঢুকে গেলে, দায়িত্ব রাজ্যের। সেক্ষেত্রে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটকানোর দায়িত্ব রাজ্যের', রাজ্যের ঘাড়ে দায় ঠেলে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।

West Bengal News : ফের আক্রান্ত পুলিশ, এবার শোভাবাজারে

ফের আক্রান্ত পুলিশ, এবার শোভাবাজারে। মেরে ফাটিয়ে দেওয়া হল পুলিশকর্মীর মাথা। পুলিশি টহলদারির সময় গন্ডগোল করছিল এক দুষ্কৃতী। আটকাতে গেলে পুলিশের ওপর হামলা। অভিযুক্তকে আটক করেছে বটতলা থানার পুলিশ।

WB News Live : বিজেপির অন্দরে ক্ষোভের পাহাড়, গেরুয়া শিবিরে প্রকাশ্যে কোন্দল

বিজেপির অন্দরে ক্ষোভের পাহাড়। গেরুয়া শিবিরে প্রকাশ্যে কোন্দল। সায়েন্স সিটিতে যখন বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক, তখন মুরলীধর সেন লেনে 'সত্যাগ্রহ' কর্মসূচি দলেরই একাংশের।

West Bengal News : মোদির 'সব কা সাথ, সব কা বিকাশ' স্লোগান বদলের ডাক শুভেন্দুর?

মোদির 'সব কা সাথ, সব কা বিকাশ' স্লোগান বদলের ডাক শুভেন্দুর? সংগঠন থেকে সংখ্যা লঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষে সওয়াল। 'সব কা সাথ, সব কা বিকাশ' আর বলব না, আমাদের সঙ্গে যে থাকবে, আমরা তাদের সঙ্গে থাকব, সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই,' বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই মন্তব্য শুভেন্দু অধিকারীর>

WB News Live : মুরলীধর সেন লেনে সত্যাগ্রহে BJP-রই একাংশের

বিজেপির অন্দরে ক্ষোভের পাহাড়। সায়েন্স সিটিতে বৈঠকে সুকান্ত-শুভেন্দুরা। মুরলীধর সেন লেনে সত্যাগ্রহে দলেরই একাংশ। 

WB News Live : ২১-এর তুলনায় ভোট বেড়েছে ২৪-এ, সাফাই সুকান্তর

 ২১-এর তুলনায় ভোট বেড়েছে ২৪-এ। ৬৯টি পুরসভায় এগিয়ে বিজেপি। লোকসভা ভোটে হারের দায় ঝেড়ে সাফাই সুকান্তর। 

West Bengal News : কাশীপুরের পর এবার চিৎপুর, ফের কলকাতায় প্রোমোটারের দাদাগিরির অভিযোগ

কাশীপুরের পর এবার চিৎপুর, ফের কলকাতায় প্রোমোটারের দাদাগিরির অভিযোগ
বেআইনি প্রোমোটিংয়ে বাধা দেওয়ায় মারধর, দাবি আক্রান্তর
অভিযুক্ত উত্তম হালদার প্রয়াত তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের দাদা
অতীন ঘোষ-ঘনিষ্ঠ বলেও নিজেকে দাবি করেন উত্তম, দাবি নির্যাতিতার
অভিযোগ ওঠা মানেই সত্যি নয়, প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের

Howrah News : পরিচারিকার গোটা পরিবারকে আটকে রেখে মারধর হাওড়ায়

এবার হাওড়ার ডোমজুড়ে চোর সন্দেহে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ। পরিচারিকার গোটা পরিবারকে আটকে রেখে মারধর ও চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হয়েছে। 

WB News Live : হাওড়ার ডোমজুড়ে চোর সন্দেহে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ

এবার হাওড়ার ডোমজুড়ে চোর সন্দেহে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ। পরিচারিকার গোটা পরিবারকে আটকে রেখে মারধর ও চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর পরিবারে পরিচারিকার কাজ করতেন আক্রান্ত পরিবারের মেয়ে। দিনকয়েক আগে ওই তরুণী বিয়ে করে চলে যান। অভিযোগ, পরিচারিকা ২০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে দাবি করে তরুণীর মা-বাবা-দাদাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কারখানায় আটকে রেখে বেধড়ক মারধর করে ব্যবসায়ী পরিবার।

WB News Live : রেশন বণ্টন দুর্নীতির তদন্তে এবার ED-র নজরে বাতিল রেশন কার্ড

রেশন বণ্টন দুর্নীতির তদন্তে এবার ED-র নজরে বাতিল রেশন কার্ড। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ২০১৮-’১৯-এর পর হাজার হাজার রেশন কার্ড বাতিল করা হয়েছে। এক্ষেত্রে খাদ্য দফতরের পাঠানো বাইশশো পাতার নথিকেই হাতিয়ার করেছে ED. প্রশ্ন উঠেছে, হঠাৎ এত রেশন কার্ড কেন বাতিল করা হয়েছিল? যাদের নামে এই রেশন কার্ড, তাদের অস্তিত্ব কি আদৌ ছিল? এই ভুয়ো রেশন কার্ডের মাধ্যমেই কি বছরের পর বছর ধরে রেশন-দুর্নীতি হয়েছে? খতিয়ে দেখতে ৩ সদস্যের টিম তৈরি করেছে ED.

WB News Live : 'কোনও ব্যর্থ ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করে না',মন্তব্য সৌমিত্র খাঁর

ভোটে ভরাডুবির পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার আগে বিস্ফোরক সৌমিত্র খাঁ । রাজ্যে সাংগঠনিক রদবদলের পক্ষে জোর সওয়াল বিজেপি সাংসদের। 'কোনও ব্যর্থ ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করে না', মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর

WB News Live : আসানসোল আদালতে তোলা হবে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং-কে

রানিগঞ্জে ২০২২-এর ডাকাতির ঘটনায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং-কে। CID সূত্রে খবর, সুবোধকে হেফাজতে নিয়ে জেরায় মিলেছে একাধিক অভিযোগে যুক্ত থাকার তথ্য। বেলঘরিয়ার রথতলায় BT রোডের ওপর ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে শ্যুটআউটের ঘটনায় হেফাজতে নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে CID. নতুন মামলায় গ্যাংস্টার সুবোধকে হেফাজতে নেওয়ার বিষয়ে আদালতে আবেদন জানাতে পারেন তদন্তকারীরা।

Kolkata News Live : রামকৃষ্ণ সারদা মিশনের নতুন অধ্যক্ষ হলেন প্রব্রাজিকা প্রেমপ্রাণা

শ্রীসারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের নতুন অধ্যক্ষ হলেন প্রব্রাজিকা প্রেমপ্রাণা। 

Kolkata News Live : খাস কলকাতায় আক্রান্ত পুলিশ, শোভাবাজারে পুলিশ কর্মীর 'মাথা ফাটাল মত্ত দুষ্কৃতী'

এবার খাস কলকাতায় আক্রান্ত পুলিশ। শোভাবাজারের দুর্গাচরণ মিত্র স্ট্রিটে এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মত্ত দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, আজ সকালে টহলদারির সময় নজরে আসে ওই দুষ্কৃতী এলাকায় অশান্তি করছে। অভিযোগ, আটকাতে গেলে পুলিশের ওপর হামলা চালায় অভিযুক্ত। মাথা ফাটে এক পুলিশ কর্মীর। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে বড়তলা থানার পুলিশ। 

WB News Live : ঢোলাহাটের ঘটনায় তদন্তভার নিল CID

ঢোলাহাট থানার পুলিশ লকআপে মারধরের পর যুবকের মৃত্যুর অভিযোগের তদন্তভার নিল CID. ঢোলাহাটের ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা ২২ বছরের আবু সিদ্দিক হালদারকে চুরির অভিযোগে ১ জুলাই রাতে আটক করে পুলিশ। পরিবারের দাবি, ৪ জুলাই জামিন পাওয়ার পর ওই যুবক অসুস্থ হয়ে পড়েন। ৮ জুলাই পার্ক সার্কাসের নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়।

WB News Live : কাঁথির তৃণমূল নেতার বিরুদ্ধে, জুনপুটে DRDO-র প্রকল্পের জমি দখল করে তোলাবাজির অভিযোগ

ফের তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এবার কাঁথির তৃণমূল নেতার বিরুদ্ধে, জুনপুটে DRDO-র প্রকল্পের জমি দখল করে তোলাবাজির অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙকুদেব পাণ্ডা। যদিও, অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতার পাল্টা দাবি, ওই জায়গায় DRDO-র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হলে বহু মানুষের জীবন-জীবিকা নিয়ে সংশয় তৈরি হবে।

WB News Live : জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের জমি দখল করে তোলাবাজির অভিযোগ বিজেপির

জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের জমি দখল করে তোলাবাজির অভিযোগ বিজেপির। অভিযোগ উড়িয়ে পাল্টা জীবন-জীবিকা নিয়ে সংশয়ের যুক্তি তৃণমূলের।

WB News Live : মহিলাদের উপর অত্যাচারের পাশাপাশি জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ জামালউদ্দিনের বিরুদ্ধে

মহিলাদের উপর অত্যাচারের পাশাপাশি জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ জামালউদ্দিনের বিরুদ্ধে। পুলিশে জানিয়েও লাভ হয়নি বলে দাবি।

WB News Update : কাউন্সিলরের মার , অবাঞ্ছিত বললেন কুণাল

সাট্টা-জুয়ার প্রতিবাদ করায় মার। একে অপরের বিরুদ্ধে অভিযোগ যুব তৃণমূল নেতা ও কাউন্সিলরের। বখরা নিয়েই গন্ডগোল, কটাক্ষ বিরোধীদের। অবাঞ্ছিত বললেন কুণাল।

WB News Live : শোভাবাজারে তৃণমূলের যুব সভাপতিকে সপাটে চড় কাউন্সিলরের

খাস কলকাতায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। শোভাবাজারে তৃণমূলের যুব সভাপতিকে সপাটে চড় কাউন্সিলরের। পাল্টা কাউন্সিলরের স্বামীর মাথা ফাটানোর অভিযোগ।

প্রেক্ষাপট

জুয়া-সাট্টা কারবারে জড়িত থাকার অভিযোগে, এবার খাস কলকাতায়, তৃণমূল বনাম তৃণমূল! শোভাবাজারে দলেরই যুব নেতাকে সপাটে চড় মারলেন তৃণমূল কাউন্সিলর। আক্রান্তের দাবি, কাউন্সিলরের মদতেই এলাকায় সাট্টা ও জুয়ার কারবার চলছে, তিনি প্রতিবাদ করেছিলেন, সে কারণেই তাঁকে মারধর করা হয়েছে। পাল্টা তৃণমূল কাউন্সিলরের দাবি, ওই তৃণমূল যুব নেতাই জুয়া ও সাট্টায় যুক্ত।)

3. gkss sonarpur tmc chain torture std



  • শিকলে বেঁধে রেখে মহিলার ওপর অত্য়াচারের অভিযোগ। চোপড়ার পর এবার সালিশির নামে নারী নির্যাতনের অভিযোগ উঠল, সোনারপুরের এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, ওই তৃণমূলকর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হত না। অভিযুক্ত জামালউদ্দিনকে, দ্বিতীয় শাহজাহান বলেও আক্রমণ করেছেন গ্রামবাসীদের একাংশ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলকর্মী।

  • কিশোরকে বিবস্ত্র করে সাড়াশি দিয়ে নারকীয় অত্যাচারের মামলায়, জয়ন্তর শাগরেদ প্রসেনজিৎ দাস ওরফে লাল্টুকে জামিন দিল আদালত! ধৃতের আইনজীবীর বিভিন্ন প্রশ্নের উত্তর এদিন দিতে পারেননি সরকারি আইনজীবী। অন্যদিকে আরও জানা গেছে, ২০১৬ আর ২০২০ সালে দু-দুবার গ্রেফতার হয় জয়ন্ত সিং। দুবারই অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়। সব মিলিয়ে পাঁচবার গ্রেফতার হয়েছে জয়ন্ত। তাও তার দৌরাত্ম্য বন্ধ করা যায়নি।

  • আড়িয়াদহকাণ্ডে জয়ন্ত সিংয়ের থেকে দূরত্ব তৈরি করতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন সৌগত রায়। বললেন, এখন থেকে কোনও সমাজবিরোধী, গুন্ডা, অসাধু প্রোমোটারের সঙ্গে তৃণমূলের কারও কোনও যোগাযোগ থাকবে না। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে, তাহলে কি সমাজবিরোধী-তৃণমূলের যোগ ছিল, তা মানলেন সৌগত রায়? আর তাছাড়া, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তো বারবার বার্তা দিয়েছেন, ঠিকাদার, প্রোমোটারি করলে তৃণমূল করার দরকার নেই! 

  • লোকসভায় ভরাডুবির পর, বিধানসভা উপনির্বাচনে হোয়াইট ওয়াশ। একের পর এক ভোটে পরাজয়ের পর দলে যখন ডামাডোলের পরিস্থিতি, তখন জল্পনা বাড়িয়ে, বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, 'CBI-কে গ্রেফতার করে নিতে বলুন, আমরা জিতে যাব। সেটা আর হবে না। পরিশ্রম করে সংগঠন তৈরি করলে, তবেই জিতবেন।' পাশাপাশি, অর্জুন সিং বলছেন, 'কেন্দ্রীয় বাহিনীর যে নোডাল অফিসার এই বিনীত গোয়েলের সঙ্গে বসে, লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে।' 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.