Live News Update : ফের বাড়বে বৃষ্টির দাপট, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি কোন কোন জেলায়?
West Bengal News Live :বারবার কুরুচিকর আক্রমণ অখিল গিরির, কড়া পদক্ষেপ নেওয়া উচিত, মত বিভিন্ন মহলের, রাজ্যের অনুরোধে তেনুঘাট থেকে জল ছাড়া কমাল ডিভিসি, দেখুন একনজরে ...
বানভাসি পরিস্থিতি বাংলার বহু এলাকা। একদিকে টানা বৃষ্টি, আরেকদিকে ডিভিসি জল ছাড়তেই বহু এলাকায় প্লাবন পরিস্থিতি। এরই মধ্যে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে বেশ কয়েকটি জেলায়।
বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা, দেখা করতে গেলেন ডোভাল। গাজিয়াবাদে হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। শেখ হাসিনাকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে এখনও ধোঁয়াশা।
বাংলাদেশে সংঘর্ষে মৃত্যু ৩০০ পার, ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন হাসিনা। ঢাকায় সংঘর্ষ, শুধু আজকেই ২০ জনের মৃত্যু। নোবেলজয়ী মহম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন, সূত্রের খবর।
রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ ব্রিটিশ সরকারের। ভারত থেকে লন্ডন যাওয়ার কথা ছিল শেখ হাসিনার। খবর সূত্রের।
রাত ১১টা পর্যন্ত ঢাকা বিমানবন্দরে সমস্ত উড়ান বন্ধ। ভারত-বাংলাদেশের সমস্ত ট্রেন বাতিল।
গাজিয়াবাদে পৌঁছলেন শেখ হাসিনা। হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ।
অশান্ত বাংলাদেশ, কলকাতায় এলেন বিএসএফের ডিজি। ইন্দো-বাংলাদেশ সীমান্তে সুরক্ষা বাড়াল বিএসএফ। বাংলাদেশ সীমান্তবর্তী ৪ হাজার ৯৬ কিমি এলাকায় হাই অ্যালার্ট। দেশত্যাগী হাসিনা, সেনার দখলে বাংলাদেশ, কড়া নজর ভারতের।
প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নিল জনতা। ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা, আগুন। বাংলাদেশের শাসন সেনার হাতে, ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার।
সেনার দখলে অশান্ত বাংলাদেশ, দেশ ছাড়লেন শেখ হাসিনা। বাংলাদেশে সেনা-পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০০ জনের মৃত্যু। সেনার বার্তা পরেই প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা।
বাংলাদেশে মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল। দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নিল জনতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলছে জনতা, যে কোনও সময় ভারতে পৌঁছে যেতে পারেন শেখ হাসিনা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় হামলা।
ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন শেখ হাসিনা, বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর, শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তাঁর বোন শেখ রেহানা
বাংলাদেশে তুমুল অশান্তি, দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন শেখ হাসিনা, বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর।
বাংলা ভাগের ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি।বিধানসভায় বিরল ঘটনা, বিরোধী দলনেতার প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর। অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,'পশ্চিমবঙ্গ এক থাকবে, রাজ্যকে আমরা ভাগ করতে দেব না। আসুন সবাই মিলে এই প্রস্তাব নিই। বিরোধী দলনেতাও একটা প্রস্তাব দিয়েছেন।আসুন রাজ্যের প্রস্তাব কিছুটা সংশোধন করে গ্রহণ করা হোক।রাজ্য এবং কেন্দ্র একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলবে,বক্তব্য মুখ্যমন্ত্রীর।
অনগ্রসর শ্রেণির চাকরি-সংরক্ষণে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্তি মামলা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার । রাজ্য সরকারের আবেদন সত্ত্বেও হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের । পাশাপাশি, ন্যাশনাল ব্যাকওয়ার্ড কমিশনকেও মামলায় যুক্ত করার নির্দেশ সর্বোচ্চ আদালতের। পরবর্তী শুনানি আগামী শুক্রবার এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে সমস্ত OBC সার্টিফিকেট অবৈধ বলে জানায়।
চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা স্কুল সার্ভিস কমিশনের। অযোগ্যদের প্রাথমিক তালিকা জমা দিল স্কুল সার্ভিস কমিশন। চারটি বিভাগে অযোগ্য চাকরিপ্রাপকের সংখ্যা ১২১২, জানাল SSC। এই ১২১২টি ক্ষেত্রেই কোনও সুপারিশ পত্র দেওয়া হয়নি, দাবি কমিশনের।
বন দফতরের আধিকারিককে হুমকি-শাসানি। শেষপর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের চাপে কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন অখিল গিরি। পদত্যাগপত্র পাঠালেন মুখ্যমন্ত্রীকে।
বন দফতরের আধিকারিককে হুমকি-শাসানি। শেষপর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের চাপে কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন অখিল গিরি। পদত্যাগপত্র পাঠালেন মুখ্যমন্ত্রীকে।
রাতে ভাটপাড়ায় চলল উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি দোকান। ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে রাস্তার ওপর বেআইনি দোকান তৈরির অভিযোগ উঠেছিল।
রাজ্যপালের কাজ রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধন করা। ওঁর কাজ রাজ্য সরকারকে বিব্রত করা নয়, মন্তব্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের।
রেশন দুর্নীতির টাকা দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুরের ৫টি কোম্পানিতে ঘুরপথে বিনিয়োগ করা হয়েছিল। এমনই অনুমান ED-র। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই ৫টি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে প্রায় ৭ কোটি টাকা।
৩ দিন বন্ধ থাকার পর, আজ থেকে ফের অন্ডাল বিমানবন্দরে চালু হচ্ছে উড়ান পরিষেবা। দিল্লি-সহ ৩টি বিমান উড়বে কাজি নজরুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বৃষ্টির জল জমে একাধিক যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায়, প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে শুক্রবার থেকে অন্ডাল বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ ছিল।
দক্ষিণ ২৪ পরগনার বকুলতলায় মাটির বাড়ি ধসে মহিলার মৃত্যু। টানা বৃষ্টির জেরে চার নাবালক সন্তান-সহ এক দম্পতি আহত হন। কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় মহিলার। দম্পতির দুই সন্তান চিত্তরঞ্জন ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়েকে লেখা চিঠিতে কি কৌশলে রেশন দুর্নীতির টাকার অঙ্কের ভাগের কথাই উল্লেখ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক? সূত্রের খবর, ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুরকে জেরা করে লেনদেন সংক্রান্ত হিসেবের নাগাল পেতে চাইছে ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর লেখা চিঠিতে 'মুকুল' আসলে দেগঙ্গার চালকল মালিক আলিফেরই ডাক নাম।
পদত্যাগের পরেই বন দফতরের বিরুদ্ধে দুর্নীতির মতো অভিযোগ তুলেছেন অখিল গিরি।
রাজ্যের স্বার্থে সরকারি কোষাগারকে গৌরী সেনের ফান্ড ভাবা বন্ধ করুন। তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে পুজোর সরকারি অনুদান দেওয়ার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। পুজো কমিটির অ্যাকাউন্ট না থাকাতেই সম্পাদকের অ্যাকাউন্টে অনুদান নেওয়া হয়েছিল। সাফাই দিলেন তৃণমূল কাউন্সিলর।
বন দফতরের জায়গা দখলমুক্ত করতে গিয়ে কারামন্ত্রীর রোষের মুখে পড়লেন মহিলা বনাধিকারিক। সম্প্রতি বেআইনি দখলদারদের হঠাতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। মহিলা রেঞ্জারকে পেটানোর হুমকিও দেন অখিল গিরি। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
বারবার কুরুচিকর আক্রমণ অখিল গিরির। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, প্রতিক্রিয়া তৃণমূলের। কড়া পদক্ষেপ নেওয়া উচিত, মত বিভিন্ন মহলের।
ব্যারাজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মমতার। পুরোটাই ম্যান মেড, নজর রাখতে বলেছি হেমন্তকে, জানালেন মুখ্যমন্ত্রী।
ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, দুর্গাপুর ব্যারাজ থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত ঘাটাল, হাওড়া, বীরভূম, কাটোয়া, বর্ধমান।
প্রেক্ষাপট
কলকাতা: মহিলা সরকারি অফিসারকে কুকথা, অপমান, পেটানোর হুমকি অখিল গিরির। পদত্যাগ ও ক্ষমা না চাইলে বরখাস্তের হুঁশিয়ারি তৃণমূলের। তড়িঘড়ি কারামন্ত্রীর পদ ছাড়লেন রামনগরের বিধায়ক। রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশে অখিল গিরি কর্ণপাত না করায় রাজ্যজুড়ে তীব্র সমালোচনা। রাষ্ট্রপতি থেকে মহিলা সরকারি অফিসার। বারবার কুরুচিকর আক্রমণ অখিল গিরির। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, প্রতিক্রিয়া তৃণমূলের। কড়া পদক্ষেপ নেওয়া উচিত, মত বিভিন্ন মহলের। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিনের পর ইডির নজরে তৃণমূলের জীবনকৃষ্ণ। নবম-দশমে নিয়োগ দুর্নীতিতে আজ বড়ঞার তৃণমূল বিধায়ককে তলব রেশন দুর্নীতির টাকাই ঢুকেছে ঘুরপথে, অনুমান ইডির। মুখে কুলুপ দুই ভাইয়ের। বাংলায় ১০০ দিনের কাজে কেন্দ্রের বরাদ্দ শূন্য, সংসদে স্বীকার মোদি সরকারের। রাজ্যসভায় কেন্দ্রের উত্তরের কপি পোস্ট করে দাবি ডেরেকের। আগে হিসেব দিন, পাল্টা বিজেপি। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, দুর্গাপুর ব্যারাজ থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত ঘাটাল, হাওড়া, বীরভূম, কাটোয়া, বর্ধমান। মুণ্ডেশ্বরী নদীর উপর ভাঙল ৪টি বাঁশের সেতু। ব্যারাজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মমতার। পুরোটাই ম্যান মেড, নজর রাখতে বলেছি হেমন্তকে, জানালেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ।রাজ্যের অনুরোধে তেনুঘাট থেকে জল ছাড়া কমাল ডিভিসি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -