West Bengal News : ফের বিবাদী বাগে তুলকালাম, তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা
West Bengal News Live :
LIVE

Background
সকালে নজর যা যা খবরে -
- প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ। প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের বেঞ্চ। রায়ে বিচারপতিরা বলেন, ৯ বছর ধরে প্রাথমিকে শিক্ষকতা করছেন এই শিক্ষক-শিক্ষিকারা। এই অবস্থায় চাকরি কেড়ে নেওয়া হলে, তাঁদের এবং তাঁদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে।
- SSC-র গ্রুপ-C, গ্রুপ-D-র দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশের পর এবার 'যোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ, তালিকা প্রকাশ করতে হবে ৮ ডিসেম্বরের আগে। আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
- মিশন - ২০২৬। সূত্রের খবর, বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের ফাঁকে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী বলেন, মাটি কামড়ে লড়াই জারি রেখে পশ্চিমবঙ্গে জয় সুনিশ্চিত করতে হবে। পাল্টা বিজেপির উদ্দেশে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, জোর করে কিছু দখল করতে গেলে, সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়।
BLO Protest Live : ফের বিবাদী বাগে তুলকালাম, তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা
ফের বিবাদী বাগে তুলকালাম। তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা । মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে স্লোগান-বিক্ষোভ। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে বচসা। পুলিশি-ব্যারিকেড ভেঙে CEO দফতরে ঢোকার চেষ্টা।
CEO দফতরের বাইরে তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটি । মৃত BLO-দের পরিবারের লোকজনকে নিয়ে সমাবেশ BLO অধিকার রক্ষা কমিটি
BLO Protest Live : ফের বিবাদী বাগে তুলকালাম, তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা
ফের বিবাদী বাগে তুলকালাম। তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা । মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে স্লোগান-বিক্ষোভ। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে বচসা। পুলিশি-ব্যারিকেড ভেঙে CEO দফতরে ঢোকার চেষ্টা।
CEO দফতরের বাইরে তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটি । মৃত BLO-দের পরিবারের লোকজনকে নিয়ে সমাবেশ BLO অধিকার রক্ষা কমিটি























