West Bengal News Live Updates: গুরুতর অসুস্থ মুকুল রায়, আনা হল অ্যাপোলো হাসপাতালে
West Bengal News Live Updates: জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে এই লিঙ্কে...
গুরুতর অসুস্থ মুকুল রায়। আনা হল অ্যাপোলো হাসপাতালে। কাঁচরাপাড়ার বাড়িতে শৌচাগারে যাওয়ার সময় পড়ে গিয়ে সংজ্ঞাহীন, জানালেন ছেলে শুভ্রাংশু।
তৃতীয় ব্যক্তির অভিযোগে হাওড়ায় তৃণমূলকর্মী গ্রেফতার। পুলিশের অতিসক্রিয়তায় ক্ষুব্ধ হাইকোর্ট। কেউ ক্ষোভ জানালেই গ্রেফতার? প্রশ্ন বিচারপতি সিন্হার।
প্রায় ৩ দিন পার, আড়িয়াদহকাণ্ডে এখনও অধরা মদন ঘনিষ্ঠ মূল অভিযুক্ত। জালে আরও ২ শাগরেদ। দ্রুত গ্রেফতারির দাবিতে এলাকায় পড়ল পোস্টার।
কীভাবে অস্ত্রোপচারের পর একসঙ্গে এত রোগীর সংক্রমণ? এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি গার্ডেনরিচ হাসপাতালের
গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচার-বিপত্তি
ভরসন্ধেয় ব্যান্ডেলে শ্যুটআউট, কলকাতা পুরসভার কর্মীকে গুলি করে খুন
তৃতীয় দিনে সুর কিছুটা নরম হলেও, চোপড়ায় তরুণীকে নিয়ে বক্তব্য়ে অনড় রইলেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। বুধবার ফের বললেন, মহিলাটা অন্যায় করেছে। এদিকে, চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে মারধরের ঘটনায় আমিরুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ।
আগামী ১৪ জুলাই রাজভবনের সামনে অবস্থানে বসতে পারবেন বিরোধী দলনেতা। বুধবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।
নিটের প্রশ্নফাঁসকাণ্ডে এবার সরাসরি নাম জড়াল কলকাতার। এই মামলায় নিউটাউনের একটি আবাসনের ফ্ল্য়াটে তল্লাশি চালাল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর, নিট প্রশ্নফাঁসকাণ্ডে ঝাড়খণ্ড কানেকশনের তদন্তে নাম উঠে এসেছে ওই ফ্ল্য়াটের মালিক অমিত কুমারের।
বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে ১৭ জুলাই পর্যন্ত সিআইডি হেফাজতের নির্দেশ আসানসোল সিজেএম কোর্টের। আজই নিয়ে আসা হচ্ছে কলকাতায়। ভবানী ভবনে নিয়ে এসে হবে জেরা।
মুর্শিদাবাদ মেডিক্যালের চিকিৎসকের রহস্যমৃত্যু, দায়ের এফআইআর
চিকিৎসক অনির্বাণ দত্তের রহস্যমৃত্যুতে বহরমপুর থানায় এফআইআর
চিকিৎসক অনির্বাণ দত্তের প্রাক্তন স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর
গ্যাংস্টার সুবোধকে নিয়ে কলকাতার পথে CID। হেফাজতে পেয়েই সুবোধকে নিয়ে রওনা দিল CID। ১৭ জুলাই পর্যন্ত CID হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিংহ। ভবানী ভবনে নিয়ে গ্যাংস্টার সুবোধকে নিয়ে আসছে CID।
হাইকোর্টের নির্দেশ, জেল থেকে ছাড়া পেলেন এরশাদ সুলতান
লেক থানা এলাকায় তরুণীকে লক্ষ্য করে গুলি
গেস্ট হাউসে তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক
তরুণীর ওপর হামলার পর গুলি চালিয়ে আত্মঘাতী যুবক
গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি তরুণী
বিহারের গ্যাংস্টার সুবোধ সিংহকে হেফাজতে চায় CID
আসানসোলের CJM আদালতে শুনানি শেষ, স্থগিত রায়দান
সরকারি হাসপাতালে ছানি অস্ত্রোপচারের পরেই চোখে 'আঁধার'! শুক্রবার-শনিবার অস্ত্রোপচার, দেখতে পাচ্ছেন না ২০-২৫জন রোগী!
৫ বছর ধরে রাজভবনে আটকে গণপিটুনি-রোধক বিল। রাজ্যের কাছে নির্দিষ্ট কিছু ব্যাখ্যা চাইলেও মেলেনি, দাবি রাজ্যপালের। বিলের খসড়ায় মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল না বলেও দাবি।
প্রায় ৫ মাসের মাথায় জেল থেকে মুক্ত আরাবুল ইসলাম। জেল থেকে বেরোতেই ফুল-মালা দিয়ে আরাবুলকে বরণ!
আড়িয়াদহকাণ্ডের ৩ দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত। নতুন করে আরও ২ জনকে গ্রেফতার হলেও এখনও অধরা জয়ন্ত সিংহ।
মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ফেসবুক পোস্ট, তৃণমূল কর্মীই গ্রেফতার! ধৃত এরশাদ সুলতানকে বিকেল ৫টার মধ্যে ছাড়ার নির্দেশ হাইকোর্টের
২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সভা ঘিরে জগৎবল্লভপুরে তৃণমূলের কাজিয়া। বিধায়কের সঙ্গে তৃণমূল ব্লক সভাপতির সংঘাত। 'ব্লক সভাপতিকে এড়িয়ে অঞ্চল সভাপতিদের চিঠি দিয়েছেন বিধায়ক', অভিযোগ জগৎবল্লভপুর ব্লকের তৃণমূল সভাপতি সুবীর চট্টোপাধ্যায়ের। যা করেছি দলের নির্দেশেই, পাল্টা দাবি তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের।
নিজের গড়েই ঘর হারালেন আরাবুল ইসলাম। জামিনে জেল-মুক্তির নির্দেশের পর, ভাঙড়ে ফেরার আগেই পঞ্চায়েত সমিতিতে আরাবুলের ঘর দখল করলেন তাঁরই দলের নেতারা। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। পঞ্চায়েতে হিংসা-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গতকাল জেলবন্দি তৃণমূল নেতাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। আজই ভাঙড়ে ফেরার সম্ভাবনা আরাবুলের। তার আগে পঞ্চায়েত সমিতির তাঁর ঘরের বাইরে নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়। সেই ঘরেই বসলেন সওকত মোল্লা ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী সোনালি বাছার ও যুব তৃণমূল নেতা খাইরুল ইসলাম। জেলে থাকাকালীন এর আগে আরাবুলকে ভাঙড়ের আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি জানা নেই বলে দাবি করে বিতর্ক এড়িয়েছেন সওকত মোল্লা।
ফুটপাথে হাঁটতে গিয়ে ধাক্কা লাগায় বেধড়ক মার! খিদিরপুরের কার্ল মার্কস সরণিতে উত্তেজনা। আক্রান্তর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তর। ওয়াটগঞ্জ থানায় দুপক্ষেরই অভিযোগ দায়ের। পুরনো বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষ, দাবি পুলিশের।
নিট প্রশ্নফাঁসকাণ্ডে এবার জড়াল কলকাতার নাম। নিউটাউনে একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে সিবিআই। ঝাড়খণ্ডে নিট-তদন্তে কলকাতায় হানা কেন্দ্রীয় এজেন্সির।
চোপড়াকাণ্ডে এত বিতর্কের পরও নিজের বক্তব্যে অনড় তৃণমূল বিধায়ক। 'মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন করিনি, মহিলা অন্যায় করেছেন, সেটা নিয়ে বলেছি'। শোকজের পর নিজের বক্তব্যে অনড় হামিদুর রহমান।
আড়িয়াদহে গণপিটুনিতে মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের ছবি দিয়ে এবার বেলঘরিয়া, আড়িয়াদহে পড়ল পোস্টার। দলের রং না দেখেই ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। এখনও অধরা আড়িয়াদহ গণপিটুনিতে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং। আড়িয়াদহে ফিডার রোডে মৌসুমী মোড়ের কাছে জয়ন্তর বাড়ি। জয়ন্তর ভাই প্রিয়ন্ত সিং একসময় কলকাতার বড় দুই ক্লাবে ফুটবল খেলেছেন। পারিবারিক দুধের ব্যবসা রয়েছে জয়ন্তদের। ভাইয়ের দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে জয়ন্তকে।
আড়িয়াদহকাণ্ডের ৩ দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত। নতুন করে আরও ২ জন গ্রেফতার হলেও এখনও অধরা জয়ন্ত সিংহ। আড়িয়াদহকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আড়িয়াদহে আক্রান্ত মা ও ছেলে এখনও হাসপাতালে ভর্তি। যদিও জয়ন্ত দোষী নয় বলে দাবি তাঁর ভাই প্রিয়ন্তর।
আড়িয়াদহ, অশান্তি, আর জয়ন্ত সিং। এই তিনটে শব্দ অনেকদিন ধরেই একসঙ্গে চলে আসছে। মা-ছেলেকে গণপিটুনিতে মূল অভিযুক্ত, জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে আগেও মারধরের মতো অভিযোগ উঠেছে। এবার ফের কাঠগড়ায় এই তৃণমূলকর্মী। আর এই ইস্য়ুতে, তৃণমূলের মধ্য়েই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। তৃণমূলকর্মী জয়ন্ত সিং প্রসঙ্গে, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর দাবি, সৌগত রায় চেনেন। সবটাই জানেন। সৌগত রায়ের নজরে সবটাই আছে। পাল্টা সৌগত রায় বলছেন, জয়ন্তর সঙ্গে তাঁর কোনও ঘনিষ্ঠতা নেই।
কয়লা পাচার মামলায় আজও চার্জ গঠন হল না। সব অভিযুক্ত হাজির না থাকায় হল না চার্জ গঠন। সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে নাম থাকা দুই অভিযুক্ত অনুপস্থিত। ৯ অগাস্ট মামলার পরবর্তী শুনানি হবে। ২০২০ সালের নভেম্বরে এফআইআর করে কয়লা পাচার মামলার তদন্ত শুরু সিবিআইয়ের। এখনও পর্যন্ত ৩টি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে অনুপ মাঝি ওরফে লালা-সহ ৫০ জনের নাম রয়েছে। অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র ফেরার। আরেক অভিযুক্ত গুরুপদ মাঝি তিহাড় জেলে বন্দি। একজনের মৃত্যু হয়েছে।
চোপড়া সালিশিকাণ্ডে গ্রেফতার আরও ১। সালিশিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার। ধৃতের নাম আমিরুল ইসলাম, ঘটনাস্থলে ছিলেন তিনি, পুলিশ সূত্রে খবর।
পূর্ব মেদিনীপুরের সৌলায় উল্টে গেল মৎস্যজীবীদের নৌকা। নৌকাডুবিতে নিখোঁজ একাধিক মৎস্যজীবী। ৪ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ ছিল।
সাতসকালে নিউ ব্যারাকপুরে ইডির হানা। অর্থলগ্নি সংস্থা সাহারার প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি। কলকাতা ছাড়াও মুম্বই, দিল্লি, লখনউতেও চলছে তল্লাশি। অর্থলগ্নি সংস্থা সাহারার আর্থিক অনিয়মের মামলায় দেশজুড়ে ED-র হানা। মুম্বই, দিল্লি, লখনউয়ের পাশাপাশি, এই রাজ্যেও চলছে তল্লাশি। সকাল ৭টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিউ ব্যারাকপুরের সারদা অ্য়াপার্টমেন্টে হানা দেয় ED-র ৫ সদস্যের দল। অর্থলগ্নি সাহারা গ্রুপের প্রাক্তন কর্মী রঞ্জিত ঘোষের ফ্ল্যাটে তল্লাশি চলে। ED সূত্রে খবর, অর্থলগ্নি সংস্থা সাহারার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে নেমে ২০১৫ সালে কম্পিউটার সার্ভার বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া ডেটা ডি-কোড করে আজ দেশের চার জায়গায় তল্লাশি চালাচ্ছে ED.
কয়লা পাচার মামলায় আজ আসানসোলের CBI-এর বিশেষ আদালতে চার্জ গঠনের সম্ভাবনা। চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের আজ সশরীরে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। এদের উপস্থিতিতেই আজ কয়লা পাচার মামলায় চার্জ গঠন করার কথা। সকাল ১১টার পর শুনান শুরু হবে। ২০২০ সালের নভেম্বরে FIR দায়ের করে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে CBI. এখনও পর্যন্ত ৩টি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অনুপ মাঝি ওরফে লালা-সহ ৫০ জনের নাম রয়েছে চার্জশিটে। একজনের মৃত্যু হয়। অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র ফেরার। আরেক অভিযুক্ত গুরুপদ মাঝি কয়লা পাচারে ED-র করা মামলায় তিহাড় জেলে রয়েছেন। চারবছর আজ আসানসোল আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠনের সম্ভাবনা।
২০২২-এর রানিগঞ্জে ডাকাতির মামলায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে সুবোধ সিং-কে। বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে হেফাজতে পেতে মরিয়া CID. নতুন ফৌজদারি আইন বদলের প্রতিবাদে সোমবার আসানসোল আদালতে কর্মবিরতির ডাক দেয় বার অ্য়াসোসিয়েশন। আইনজীবীরা না থাকায়, ওই দিন সুবোধের জেল হেফাজত হয়। আজ ওই দুষ্কৃতীকে হেফাজতে পেলে অপরাধের প্যান্ডোরা বক্স খুলতে নিয়ে যাওয়া হবে ভবানী ভবনে CID দফতরে।
২০২২-এর রানিগঞ্জে ডাকাতির মামলায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে সুবোধ সিং-কে। বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে হেফাজতে পেতে মরিয়া CID. নতুন ফৌজদারি আইন বদলের প্রতিবাদে সোমবার আসানসোল আদালতে কর্মবিরতির ডাক দেয় বার অ্য়াসোসিয়েশন। আইনজীবীরা না থাকায়, ওই দিন সুবোধের জেল হেফাজত হয়। আজ ওই দুষ্কৃতীকে হেফাজতে
পেলে অপরাধের প্যান্ডোরা বক্স খুলতে নিয়ে যাওয়া হবে ভবানী ভবনে CID দফতরে।
আড়িয়াদহকাণ্ডের ৩ দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত। নতুন করে আরও ২ জনকে গ্রেফতার হলেও এখনও অধরা জয়ন্ত সিংহ। আড়িয়াদহকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আড়িয়াদহে আক্রান্ত মা ও ছেলে এখনও হাসপাতালে ভর্তি।
একের পর এক জায়গায় গুলি। এবার পূর্ব বর্ধমানের কালনায় চায়ের দোকানে গুলি করে খুন করা হল এক ব্যক্তিকে। অপরাধের খাতায় নাম রয়েছে মৃতের, পুরনো শত্রুতার জেরেই খুন, দাবি পুলিশের। আততায়ীরা অধরা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যদিও পুলিশের দাবি, লুঠের নাটক করতে নিজেই গুলি চালান ব্যবসাযী।
বাগদা ব্লকে ব্রিজ পরিদর্শন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক ও উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর। উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সমর্থনের বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় কেন? গ্রামবাসীদের প্রশ্ন বিধায়কের। এই মন্তব্য সামনে আসতেই নারায়ণ গোস্বামীকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ফেসবুক পোস্ট, তৃণমূল কর্মীই গ্রেফতার! নবান্নে মুখ্যমন্ত্রীর সভার লাইভ সম্প্রচারের সময় মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট। হাওড়ার ২৭, ৩৭ নম্বর ওয়ার্ডে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ করে পোস্ট। ফেসবুক পোস্ট করতেই তৃণমূলকর্মী এরশাদ সুলতানের বিরুদ্ধে অভিযোগ। শিবপুর থানায় অভিযোগ দায়ের মধ্য হাওড়ার তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়ের। কুরুচিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে তৃণমূল কর্মী এরশাদ গ্রেফতার। জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে গ্রেফতারের অভিযোগ পরিবারের।
৫ বছর ধরে রাজভবনে আটকে গণপিটুনি-রোধক বিল, তৃণমূলের অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল। রাজ্যের কাছে নির্দিষ্ট কিছু ব্যাখ্যা চাইলেও মেলেনি, দাবি রাজভবনের। বাম ও কংগ্রেসের তরফে বিলের বয়ান বদলের অভিযোগ করা হয়েছিল। ২০১৯-এ বিধানসভায় বিল পাসের সময় গণপিটুনির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল। কিন্তু রাজভবনে পাঠানো বিলের খসড়ায় মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল না, চাঞ্চল্যকর দাবি করে এক্স হ্যান্ডলে পোস্ট রাজভবনের তরফে।
শপথ নিয়ে বিতর্ক চলছিলই, এবার অবমাননাকর মন্তব্যের অভিযোগে, স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল তিনি বলেন, কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাঁকে ভুগতে হবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
বউবাজার, সল্টলেকের পর এবার NRS হাসপাতাল চত্বর! ফের খাস কলকাতায় স্রেফ মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর। কখনও জুতো দিয়ে, তো কখনও মারা হল বেল্ট দিয়ে। বেশ কিছুক্ষণ পর আক্রান্তকে উদ্ধার করে মুচিপাড়া থানায় নিয়ে যায় ট্রাফিক পুলিশ।
হকার-সমস্য়ার সমাধানে, মঙ্গলবার লিন্ডসে স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় সমীক্ষা চালাল কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। সতর্ক করে দেওয়া হল রাস্তা বা ফুটপাত দখল করে থাকা হকারদের। হকার সমস্য়া নিয়ে এদিনই হিডকোতে বৈঠক করেন নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
মুখ্য়মন্ত্রীর নির্দেশের পর এবার সরকারি জমি চিহ্নিতকরণের কাজ শুরু করল ভূমি এবং ভূমি সংস্কার দফতর। এদিন, উত্তর ২৪ পরগনার বনগাঁ পুর এলাকায় একটি জমি সরকারি বলে চিহ্নিত করা হয়। জমিতে লাগানো হয় বোর্ড ।
নন্দীগ্রাম থানায় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭টি FIR-এর তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা। আগামী ২ সপ্তাহ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ।
একের পর এক জায়গায় গুলি। এবার পূর্ব বর্ধমানের কালনায় চায়ের দোকানে গুলি করে খুন করা হল এক ব্যক্তিকে। অপরাধের খাতায় নাম রয়েছে মৃতের, পুরনো শত্রুতার জেরেই খুন, দাবি পুলিশের। আততায়ীরা অধরা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যদিও পুলিশের দাবি, লুঠের নাটক করতে নিজেই গুলি চালান ব্যবসাযী।
আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের। মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের সঙ্গে মদন মিত্র, তাঁর ছেলে এবং কাউন্সিলর পুত্রবধূর ছবিও সামনে এসেছে। যদিও দায় এড়িয়ে মদন মিত্র বলছেন, যখন ছবিটা তোলা হয়, তখন ক্রাইম করেনি জয়ন্ত। তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় কি এখনও গ্রেফতার হননি মূল অভিযুক্ত? তুঙ্গে রাজনৈতিক তরজা।
পুর নিয়োগ মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই। সূত্রের খবর, তাতে অয়ন শীল এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুগোপাল রায়ের নাম রয়েছে। সিবিআই সূত্রে দাবি, করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় একইদিনে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই দিনেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে চাকরি হয়েছিল ২৯ জনের। কিন্তু কার নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদে তার কোনও সদুত্তর দিতে পারেননি প্রাক্তন চেয়ারম্যান। কাগজপত্র না দেখে কিছুই বলতে পারব না, প্রতিক্রিয়ায় জানালেন পাঁচুগোপাল রায়।
প্রেক্ষাপট
গণপিটুনির সংক্রমণ এবার আড়িয়াদহে। রাস্তায় ফেলে মা-কলেজ পড়ুয়া ছেলেকে মদন-ঘনিষ্ঠের মার। আশঙ্কাজনক অবস্থায় ২জনই হাসপাতালে ভর্তি।
দুষ্কৃতীর সঙ্গে বচসার জেরে আড়িয়াদহে লাঠি, রড দিয়ে মা-ছেলেকে মারের প্রায় ২ দিন পার! এখনও মূল অভিযুক্ত তৃণমূলকর্মী অধরা। ৬ শাগরেদ গ্রেফতার।
আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনি, অভিযুক্ত জয়ন্তের সঙ্গে মদনের যোগ? সপরিবারে একাধিক ছবি প্রকাশ্যে। মাথায় কার হাত?
বেলঘরিয়ার কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে সপরিবারে মদনের ছবি। অপরাধের দায় নিতে নারাজ তৃণমূল বিধায়ক।
হাতে বন্দুক, চোপড়ার শাহজাহানের শাগরেদের ছবি প্রকাশ্যে আনল কংগ্রেস। জেসিবির কুকর্মের সঙ্গী বলে অভিযোগ। অভিযোগ থাকলে ব্যবস্থা, পাল্টা তৃণমূল।
চোপড়ার ছায়া ফুলবাড়িতে। ফের সালিশির মাতব্বরি। দম্পতিকে মারধর, অপমানে আত্মঘাতী বধূ, অভিযোগ পরিবারের। মূল অভিযুক্ত তৃণমূল নেত্রী-সহ ধৃত ৪।
জেসিবির পাশে দাঁড়িয়ে অত্যাচারকে সমর্থন। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর ফোন হামিদুরকে। শোকজ করল দল। জমি দখলে অভিযুক্ত শিলিগুড়ির তৃণমূল নেতাকে বহিষ্কার।
খাস কলকাতায় ফের চোর সন্দেহে মার। এনআরএসের সামনের রাস্তায় জুতো, বেল্ট দিয়ে বেধড়ক মার, বেশ কিছুক্ষণ পরে উদ্ধার। নিয়ে যাওয়া হল থানায়।
রাজ্য জুড়ে কোথাও গণপিটুনি, কোথাও পিটিয়ে খুন। নজরদারি বাড়িয়ে পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ সরকারের। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার ঘোষণা।
ফুলবাড়িতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর সামনেই মারধরের অভিযোগ। হামিদুরের সুরেই সমর্থন নেতার!
গণপিটুনি থেকে সালিশি-বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। শিলিগুড়ি সার্কিট হাউসেই মাথাভাঙার নির্যাতিতা বিজেপি নেত্রীর সঙ্গে কথা বলে ফিরলেন দিল্লি।
মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ করে ফেসবুক পোস্ট। হাওড়ায় তৃণমূলকর্মীই গ্রেফতার। জিজ্ঞাসাবাদের নামে গ্রেফতারির দাবি পরিবারের।
সুকিয়া স্ট্রিটে তৃণমূলের মিছিলেই তৃণমূলের হামলা! উপনির্বাচনের প্রচারে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। কেউ কিছু করেনি, দাবি অভিযুক্ত রাজু নস্করের।
রাজ্য-রাজভবনের মধ্যে সংঘাত এবার আদালতে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের। সংঘাত গড়াল হাইকোর্টে!
করোনা কালে একদিনে বিজ্ঞপ্তি, নিয়োগপত্র, তারপরেই নিয়োগ! পুর-নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের প্রথম চার্জশিটে দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধান।
মিঠুন, বনির পরে এবার ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় ইডিকে প্রায় ৭০ লক্ষ ফেরাতে চান অভিনেত্রী। জানতাম না দুর্নীতির টাকা, শুধুই পারিশ্রমিক নেওয়ার দাবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -