West Bengal News Live: আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন, পারদ নামল ১৫-র নীচে
WB News Live Updates: অডিও বার্তায় মতুয়া-নাগরিকত্বে নীরব, ফিরেই সরব প্রধানমন্ত্রী। তৃণমূলের করুণার দরকার নেই। CAA-র ফলে, মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে।
LIVE

Background
পশ্চিমবঙ্গে মহা-জঙ্গলরাজ চলছে। তৃণমূলকে উৎখাতের ডাক প্রধানমন্ত্রীর। পাল্টা হুঙ্কার শাসক দলের। (কুণাল - দেশে বিজেপির অপশাসনে জঙ্গলরাজ চলছে। সেখানে পশ্চিমবঙ্গ স্বর্গোদ্যান)
বিহার জয়ের পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ। (মোদি - পশ্চিমবঙ্গে জয়ের রাস্তা গড়ে দিয়েছে বিহার) (চন্দ্রিমা - স্বপ্ন ভাল, দুঃস্বপ্ন নয়...)
অডিও বার্তায় মতুয়া-নাগরিকত্বে নীরব, ফিরেই সরব প্রধানমন্ত্রী। তৃণমূলের করুণার দরকার নেই। CAA-র ফলে, মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে। পোস্ট মোদির। মিথ্যাচার, পাল্টা তৃণমূল।
মেসি-দর্শনে যুবভারতীতে ধুনধুমার। রাজ্য থেকে ফিরে মুখ খুললেন প্রধানমন্ত্রী। তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবলপ্রেমী পশ্চিমবঙ্গকে। অনেক কিছু সহ্য করতে হচ্ছে। পোস্ট মোদির।
যুবভারতীকাণ্ডে ধৃত শতদ্রুর ২২ কোটি টাকা ফ্রিজ করল SIT। শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশিতে প্রচুর নথি বাজেয়াপ্ত। খবর সূত্রের।
প্রথমে ১৫০ জনের গ্রাউন্ড অ্যাক্সেস। শেষ মূহূর্তে প্রভাবশালীর চাপে সংখ্যা বাড়ে তিনগুণ। যুবভারতীকাণ্ডের প্রভাবশালীর ভূমিকা নিয়ে নতুন অভিযোগ শতদ্রুর, খবর পুলিশ সূত্রে।
যুবভারতীকাণ্ডে নতুন তথ্য। পিঠে হাত দেওয়া, জ়ড়িয়ে ধরা পছন্দ হয়নি মেসির, জানান অফিসারকে। প্রটোকল ভাঙায় মাঠ ছাড়েন তড়িঘড়ি। জেরায় দাবি শতদ্রুর, খবর সূত্রের।
বিজেপিকে একবার সুযোগ দিন। ডবল ইঞ্জিন সরকার এনে দেখুন, কত দ্রুত উন্নয়ন হয়। ভোটের মুখে রাজ্যে এসে বার্তা প্রধানমন্ত্রীর। পাল্টা মোদির সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল।
ভোটের আগে বাংলা ও বাঙালি আবেগে শান। 'বঙ্কিমদা'-বিতর্কের পর সতর্ক প্রধানমন্ত্রী। মোদির মুখে একাধিকবার 'ঋষি বঙ্কিমবাবু' সম্বোধন। বাংলা এখনও রপ্তই করতে পারেননি, খোঁচা তৃণমূলের।
কাঁটা কুয়াশা। তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। ওই নেতাদের মতো নই, যে আবহাওয়ার সমস্য়াকেও রাজনীতির রং লাগিয়ে দেব। বার্তা মোদির। অ্যাক্ট অফ গড, খোঁচা কুণালের।
কুয়াশার জেরে নদিয়া সভায় পৌঁছতেই পারলেন না প্রধানমন্ত্রী। রাজ্যপালকে দিয়ে জোড়া প্রকল্পের উদ্বোধন। শিলান্যাসও করলেন সিভি আনন্দ বোস।
মোদির সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মুর্শিদাবাদের ৩ জনের মৃত্যু। মৃতদেহের ওপর দাঁড়িয়ে সভা, নিশানা তৃণমূলের। আহতকে দেখতে হাসপাতালে বিজেপি নেতারা। দু-পক্ষের স্লোগানযুদ্ধ।
সভায় তুমুল ভিড়ের চাপ, চরমে বিশৃঙ্খলা। সভাস্থলের ঢোকার পথ বন্ধ আগেই। ভিড়ের চাপে গেট ভাঙল একাধিক জায়গায়।
অনুপ্রবেশকারীদের বাঁচাতেই তৃণমূলের SIR-বিরোধিতা। অনুপ্রবেশকারীদের গো-ব্যাক বলা উচিত। তাহেরপুরে 'গো ব্যাক মোদি' ফ্লেক্স নিয়ে আক্রমণ প্রধানমন্ত্রীর। SIR-এ কী বেরোল? পাল্ট তৃণমূল।
খসড়া তালিকা প্রকাশের পর এবার শুনানি। SIR-এ হিয়ারিংয়ের জন্য নোটিস পাঠানো শুরু। মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কেন্দ্রের ১৬টি দফতরের সঙ্গে বৈঠক CEO-র।
SIR-এর খসড়া তালিকায় 'বাংলাদেশি', বাদ গেলেন ভারতীয়! খসড়া তালিকায় নামই উঠল না বেহালার বাসিন্দা, রাজ্য সরকারি কর্মী সুব্রত মিস্ত্রীর।
২০০২-এর লিস্টে ভুল থাকলে, শুধরে দিতে পারবেন BLO-রাই। অ্যাপে নতুন অপশন নিয়ে বিতর্ক। আন্দোলনের ডাক তৃণমূলপন্থী BLO-দের। মানুষের সুবিধার জন্য খাটতে হবেই, বার্তা কমিশনের।
ছাত্র নেতা খুনের প্রতিবাদের নামে বাংলাদেশে ফের অন্ধকার-রাজ! নেপথ্যে কাদের হাত? ঝুঁকব না, আত্মপ্রকাশ করেই মৌলবাদীদের বার্তা ডেইলি স্টারের।
তাণ্ডবের পর থমথমে বাংলাদেশ। ময়মনসিংহে হিন্দু যুবককে পুড়িয়ে-পিটিয়ে খুনকাণ্ডে ৭ জনকে গ্রেফতার করল RAB, জানালেন ইউনূস। হাসিনা বিরোধী ছাত্রনেতার শেষকৃত্য।
বাংলাদেশে ফের হিনদু হত্যার প্রতিবাদ। কলকাতা থেকে জেলা, দিকে দিকে বিজেপি ও হিনদুত্ববাদী সংগঠনের বিক্ষোভ। সোদপুরে অবরোধে আটকে পড়লেন সৌগত। অটোয় রওনা তৃণমূল সাংসদের।
West Bengal News Live: কাল নতুন দল ঘোষণার আগে হুমায়ুনের জোট-ফর্মুলা
কাল নতুন দল ঘোষণার আগে হুমায়ুনের জোট-ফর্মুলা
'মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ৯টি আসনে আমি লড়ব'
'৯টিতে আমি লড়ব, কংগ্রেস চাইলে ছাড়ব ৯টি আসন'
'৩টি আসন ছাড়ব সিপিএমকে, ১টি আসন আইএসএফকে'
'না হলে তৃণমূলকে হারাতে, বিজেপিতে রুখতে একাই লড়ব'
গতকাল রেজিনগরে সভাস্থল পরিদর্শনের পরে জোট-ফর্মুলা হুমায়ুনের
News Live: বাংলাদেশে চরম নৈরাজ্য, আতঙ্কে দেশ ছাড়ছেন ওপারের অনেক নাগরিক
বাংলাদেশে চরম নৈরাজ্য, আতঙ্কে দেশ ছাড়ছেন ওপারের অনেক নাগরিক
অনেক ভারতীয়ও বাংলাদেশ ছেড়ে চলে আসছেন
বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে আত্মীয়ের বাড়িতে আশ্রয়
পশ্চিমবঙ্গে এসে আত্মীয়ের বাড়িতে আশ্রয় বাংলাদেশের নাগরিকদের
ভয়াবহ অভিজ্ঞতা বাংলাদেশের নিরীহ নাগরিকদের






















