WB News Live Updates: নিউটাউনে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ, প্রতিবাদে পথে মহিলারা

West Bengal News Today: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের পথে অভয়া মঞ্চ। আজ অভয়া মঞ্চের 'দ্রোহের আলো', নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান।

ABP Ananda Last Updated: 04 Nov 2024 11:47 PM
West Bengal News Live Updates: দ্রোহের আগুন আন্দোলনের কাছেই অশোকনগরে 'ইভটিজিং'!

দ্রোহের আগুন আন্দোলনের কাছেই অশোকনগরে 'ইভটিজিং'! ফের তরুণীকে 'কটূক্তি', প্রতিবাদ করায় ফের 'চড়াও'! তরুণীকে 'কটূক্তি', 'প্রতিবাদ' করায় বন্ধুকে 'হেনস্থা'। অশোকনগরে মত্ত অবস্থায় বাইক থেকে তরুণীকে কটূক্তি । প্রতিবাদ করায় তরুণীর বন্ধুর উপরে চড়াও হওয়ার অভিযোগ ।
২ অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা।

WB News Live Updates: নিউটাউনে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ, প্রতিবাদে পথে মহিলারা

নিউটাউনে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ, প্রতিবাদে পথে মহিলারা। নিউটাউনের গোবিন্দনগরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্যের অভিযোগ।
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব মহিলারা। দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে নিউটাউন থানায় বিক্ষোভ মহিলাদের ।

West Bengal News Live Updates: ভাটপাড়া পুরসভায় ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, অর্জুনকে CID তলব

নৈহাটি উপনির্বাচনের আগের দিন অর্জুনকে CID তলব। ১২ নভেম্বর ভবানীভবনে বিজেপি নেতা অর্জুন সিংহকে তলব। ২০২০: ভাটপাড়া পুরসভায় ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। পুরসভার তৎকালীন চেয়ারম্যান অর্জুনকে CID নোটিস। সাক্ষী হিসেবে অর্জুনকে CID-র আর্থিক দুর্নীতি দমন শাখার তলব। 'এক সপ্তাহ আগেও অর্জুন সিংহকে তলব, কিন্তু আসেননি'। 'উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে আসেননি অর্জুন'। তাই উপনির্বাচনের প্রচার শেষ হতেই ফের হাজিরার নোটিস: CID সূত্র । 'রাজনৈতিক উদ্দেশ্যেই ভোটের আগের দিন বিজেপি নেতাকে তলব'। ভবানীভবনে অর্জুন সিংহকে CID তলব নিয়ে দাবি শুভেন্দু অধিকারীর ।

RG Kar News Live Updates: ৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার, দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান

৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান। 'সিটিজেন্স ফর জাস্টিস' ব্যানারে সিবিআই দফতর অভিযানে মহিলারা। সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল।

West Bengal News Live Updates: অভয়ার প্রতীকী মূর্তি উধাওয়ের প্রতিবাদ, শ্যামবাজার-শ্যামপুকুর থানা পর্যন্ত মিছিল SFI, DYFI-এর

দলীয় মঞ্চ থেকে অভয়ার প্রতীকী মূর্তি উধাওয়ের প্রতিবাদ। শ্যামবাজার থেকে শ্যামপুকুর থানা পর্যন্ত মিছিল এসএফআই, ডিওয়াইএফআই-এর।

WB News Live Updates: বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনা, শাসকের হয়ে প্রচারে ৩ প্রধানের কর্তা

বিচারের দাবিতে সমর্থকদের একজোট প্রতিবাদ, তৃণমূলপ্রার্থীর সমর্থনে ৩ কর্তা ! বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনা, শাসকের হয়ে প্রচারে ৩ প্রধানের কর্তা । নৈহাটির তৃণমূল প্রার্থীর সমর্থনে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডানের কর্তারা! ময়দানের ৩ প্রধানের সমর্থনের বার্তা পোস্ট করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার প্রধানও !

West Bengal News Live Updates: শান্তিনিকেতনে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, গ্রেফতার ৬

শান্তিনিকেতনে খুন হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। মৃত সমীর থান্ডার তৃণমূল পরিচালিত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও বোলপুর পুরসভার কর্মী ছিলেন। পারুলডাঙা গ্রামের বাসিন্দা বছর ৪৬-এর ওই ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬জনকে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাড়ি ফেরার পথে উত্তরনারায়ণপুর এলাকায় তাঁর ওপরে হামলা হয়। তাঁকে বেধড়ক মারধর করে বেশ কয়েকজন। গুরুত্বর আহত অবস্থায় সমীরকে স্থানীয় বাসিন্দারা বোলপুরে মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতির অবনতি হলে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অনেক দিন ধরে খুনের চক্রান্ত করা হচ্ছিল। সরষের মধ্যেই ভূত রয়েছে।

RG Kar News Live Updates: লেকটাউনে মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে

এবার লেকটাউনে আক্রান্ত প্রতিবাদী। মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। ২ জন গ্রেফতার হলেও বাকি অভিযুক্তরা পলাতক। গতকাল লেকটাউনের বিসর্জন ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় কটূক্তি। স্ত্রীকে কটূক্তি করায় প্রতিবাদ করলে স্বামীকে মারধরের অভিযোগ। বাঁচাতে গেলে মহিলারও শ্লীলতাহানির অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। মহিলার চিৎকারে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। ২ অভিযুক্ত হাতেনাতে গ্রেফতার।

RG Kar Case Live Updates: 'চার্জশিট দেওয়া হয়েছে, তার মানেই এই নয় যে তদন্ত শেষ', সওয়াল CBI-এর

'চার্জশিট দেওয়া হয়েছে, তার মানেই এই নয় যে তদন্ত শেষ'। সন্দীপ-অভিজিতের ফের জেল হেফাজত চেয়ে সওয়াল CBI-এর। 'তথ্যপ্রমাণ যা আছে, তা পরীক্ষা হচ্ছে, তাই FIR-এ দেরি'। রহস্য কি তা জানার চেষ্টা চলছে, কোর্টে সওয়াল CBI-এর। 'চার্জশিটে নাম নেই, তাও তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা!'
'তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা CBI-এর, সেটাও তো জামিনযোগ্য'। 'জানানোর জন্যেই তো OC-কে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ'। আদালতে দাবি আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবীর।'আমি OC, আমাকেই ফোন করেছে, তাই গিয়েছিলাম, তাও ষড়যন্ত্রে যুক্ত?' আদালতে দাবি টালা থানার তৎকালীন OC অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। 'চার্জশিটে পরিষ্কার, তদন্ত শেষ হয়নি, একজনের নামে চার্জশিট'। 'বাকিদের ক্ষেত্রে ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে তদন্ত চলছে'। টালা থানার OC-কে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ, এটা তদন্তের অংশ। তাহলে কেন দেরি করে FIR? প্রশ্ন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীর।

RG Kar News Live Updates: আর জি কর ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু

আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণ মামলায় চার্জ গঠন। ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু। ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে শুনানি।

অন্যদিকে আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি শেষ। ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআইয়ের। 'শুধু আর জি কর নয়, একাধিক হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স'। 'সিবিআই ধর্ষণ-খুনের মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারছে না'। 'সেই কারণেই দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে'। দাবি মা তারা ট্রেডার্সের কর্ণধার, ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর।

প্রেক্ষাপট

কলকাতা : আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণ মামলায় চার্জ গঠন। ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু। ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে শুনানি। অন্যদিকে আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি শেষ। ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআইয়ের। 'শুধু আর জি কর নয়, একাধিক হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স। সিবিআই ধর্ষণ-খুনের মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারছে না। সেই কারণেই দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে', দাবি মা তারা ট্রেডার্সের কর্ণধার, ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর


আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের পথে অভয়া মঞ্চ। কলকাতা থেকে জেলা, অভয়া মঞ্চের 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি। আজ অভয়া মঞ্চের 'দ্রোহের আলো', নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান। ৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস, আজ ফের পথে বিভিন্ন চিকিৎসক সংগঠন। দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে আজ ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি অভয়া মঞ্চের


বাঘাযতীনে ক্লাবে তাণ্ডব, ক্লাব সদস্যদের মারধরের ঘটনায় গ্রেফতার ৩। মূল অভিযুক্ত প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু এখনও অধরা পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বার্তা কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের । খোঁজ নেই বাঘাযতীনে তাণ্ডবে মূল অভিযুক্ত, প্রোমোটার প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু। আজ তাঁর বাড়িতে গিয়েও দেখা গেল ঝুলছে তালা।


কাজল শেখের সঙ্গে চায়ে-পে-চর্চা, তার জেরে তৃণমূলের বুথ সভাপতির পদ খোয়ানোর অভিযোগ। ৩১ অক্টোবর, সিউড়ির কচুজোড়ে কালী পুজোর উদ্বোধনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এরপর চা-চক্রের আয়োজন করেন। অভিযোগ, কাজল শেখের চা-চক্রে যোগ দেওয়ায় পরের দিনই পদ খোয়াতে হয়েছে সদাইপুরের লালমোহনপুর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি শেখ খয়রাতকে। তাঁকে সরিয়ে নতুন বুথ সভাপতি করা হয়েছে শেখ গিয়াসউদ্দিনকে। প্রাক্তন বুথ সভাপতির অভিযোগ, তাঁকে কাজল-ঘনিষ্ঠতার মাশুল দিতে হয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ষড়যন্ত্রে সদাইপুর থানার OC-ও জড়িত বলে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির অভিযোগ। বিধায়কের পাল্টা দাবি, অভিযোগকারী তৃণমূল নেতার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। বাধ্য হয়ে অপসারণ। সদাইপুর থানার OC-র প্রতিক্রিয়া এখনও মেলেনি।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.