West Bengal News LIVE Updates: বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, প্রতিবাদে কলকাতা থেকে জেলায় জেলায় বিক্ষোভ

West Bengal LIVE News: সব খবরের আপডেট দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 02 Dec 2024 09:19 AM
Bangladesh NEWS LIVE Updates: ভারতে আসার পথে বাংলাদেশের বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল ৮৩ জন ইসকন ভক্তকে

ভারতে আসার পথে বাংলাদেশের বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল ৮৩ জন ইসকন ভক্তকে। বৈধ ভিসা ও পাসপোর্ট থাকা সত্ত্বেও ভারতে আসতে বাধা দেওয়ার অভিযোগ। আজব সাফাই বাংলাদেশের। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ভারপ্রাপ্ত OC ইমতিয়াজ আহসানুল কাদের ভুঁইয়ার দাবি, ইসকন ভক্তদের বৈধ পাসপোর্ট-ভিসা থাকলেও, ভারত-ভ্রমণের প্রয়োজনীয় সরকারি অনুমতি ছিল না। 

West Bengal News LIVE Updates: হাতিয়াড়ায় জমির মালিককে মারধরের অভিযোগ উঠল প্রোমোটারের দলবলের বিরুদ্ধে

হাতিয়াড়ায় জমির মালিককে মারধরের অভিযোগ উঠল প্রোমোটারের দলবলের বিরুদ্ধে। জমির মালিক শামিম আখতারের দাবি তাঁর থেকে ৫ কাঠা জমি কিনেছিলেন অভিযুক্ত প্রোমোটার। কিন্তু, রেজিস্ট্রি হওয়ার আগেই ওই জমিতে কাজের জন্য সরঞ্জাম রাখতে শুরু করে প্রোমোটারের লোকজন। তাতে আপত্তি জানানোয় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জমির মালিকের দাবি, বাড়িতেও চড়াও হয় প্রোমোটারের দলবল। ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

Bangladesh ISKCON Updates: ৮ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস

৮ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আগামীকাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর জামিন-মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। গত সোমবার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। এখনও পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ৫ জন। চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। তার আঁচ এপার বাংলাতেও। এই আবহেই আগামীকাল চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি রয়েছে। জামিন পাবেন ইসকনের সন্ন্যাসী? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব। 

Bangladesh NEWS LIVE Updates: এপার বাংলার প্রতিবাদ

ওপার বাংলায় নিপীড়িত হিন্দুরা। এপার বাংলায় জোরদার হচ্ছে প্রতিবাদ। আজ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল ও সভা করল বিভিন্ন হিন্দু সংগঠন। কোথাও সামিল হল বিজেপিও। দিল্লিতে প্রতিবাদ করুন। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের নতুন নুতন অভিযোগ আসতেই থাকছে। যার বিরুদ্ধে এপার বাংলাতেও প্রতিবাদ জোরালো হচ্ছে। রবিবার জেলায় জেলায় মিছিল ও সভা করে বিভিন্ন হিন্দু সংগঠন।

Bangladesh News LIVE Updates: ত্রাসের দেশ বাংলাদেশ?

চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে চরম ক্ষোভের আবহেই এবার বাংলাদেশে আরও ৪ জনকে গ্রেফতার করা হল। এর ফলে চিন্ময়কৃষ্ণ দাস-সহ গ্রেফতারি বেড়ে হল মোট ৫ জন। এদিকে ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল বহু ইসকন ভক্তকে। ভারতে আসতেই দেওয়া হল না ইসকনের সদস্যদের। যা নিয়ে নতুন করে তৈরি হল অপ্রীতিকর পরিস্থিতি।

প্রেক্ষাপট

হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা! রেহাই নেই মহিলা সাংবাদিকেরও! প্রাণ হাতে করে বেলঘরিয়া ফিরলেন আক্রান্ত ভারতীয়। আরও ৪ সন্ন্যাসী গ্রেফতার। হামলা, গ্রেফতারির পরে ভারতে আসতেও ইসকনের সন্ন্যাসীদের বাংলাদেশের বাধা! ২দিনে ৮৩ জনকে আটকে দেওয়া হল সীমান্তের ওপারে বেনাপোলে। 'নীরব দর্শক হয়ে না থেকে কড়া পদক্ষেপ নিন', বাংলাদেশ নিয়ে মোদি সরকারের পদক্ষেপ দাবি সন্ত সমাজের। বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা। প্রতিবাদে কলকাতা থেকে জেলায় জেলায় বিক্ষোভ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.