West Bengal News LIVE Updates: '...পাকিস্তানের মতো অবস্থা করব', সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
West Bengal LIVE News: সব খবরের আপডেট দেখতে চোখ রাখুন...
'সময় এসেছে হিন্দুদের শক্তি প্রদর্শনের। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। রাজাকারদের আত্মসমর্পণ করাতে হবে। ওপারে ইউনূস যা এপারে মমতাও তাই', পেট্রাপোল সীমান্ত থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
'বাংলাদেশে অত্যাচার বন্ধ না হলে সন্ন্যাসী মুক্তি না পেলে রফতানি বন্ধ। যারা ভারতের পতাকা পদদলিত করেছে, তাদের পাকিস্তানের মতো অবস্থা করব। এই নতুন রাজাকার বাহিনীকে ভারত আত্নসমর্পণ করাবে', পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
১০ মাস পরে পঞ্চায়েত সমিতিতে ফিরলেও নিজের ঘরে ঢুকতে পারলেন না আরাবুল ইসলাম। ঘর ফিরে পেতে BDO-র কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা। ভাঙড়ে ISF কর্মীর খুনের মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন আরাবুল ইসলাম। প্রায় ৭ মাস পর, ৩ জুলাই জেল থেকে মুক্তি পান তিনি। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে পারেননি ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। গত শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয়, এবার থেকে সপ্তাহে ২ দিন পঞ্চায়েত সমিতিতে যেতে পারবেন আরাবুল। এদিন পঞ্চায়েত সমিতিতে আসার সময় আরাবুলকে নিয়ে উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী, সমর্থকরা। আরাবুলের নামে ওঠে জয়ধ্বনি।
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। পরিবারের লোকজন ছুটে আসায় প্রাণরক্ষা হয় ব্যবসায়ীর। গতকাল গভীর রাতের ঘটনা। অভিযোগ, বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবসায়ীর ওপর হামলা চালায় ৩-৪ জন দুষ্কৃতী। পুরনো শত্রুতা থেকেই খুনের চেষ্টা বলে প্রাথমিক অনুমান পুলিশের। দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে হরিহরপাড়া থানার পুলিশ।
নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন অয়ন শীল। ED র মামলায় জামিন পেলেন অয়ন শীল। ১০ লাখ টাকার বন্ডে জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। অয়ন শীলকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতের আওতাধীন এলাকা ছাড়তে পারবেন না অয়ন শীল। ২০২৩ সালের ২০ শে মার্চ অয়ন শীলকে গ্রেফতার করে ED।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রীর। 'ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব। প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী এ বিষয়ে সংসদকে জানান', বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রীর
আবাস নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ। রামপুরহাটে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের। মুর্শিদাবাদের ডোমকলে আবাস-বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ। খসড়া তালিকা থেকে প্রায় ৫০ শতাংশ নাম বাতিলের অভিযোগ। বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের
আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েতের ডাক দিয়েছে সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতিও।
কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশি হিন্দুদের বিক্ষোভ-সমাবেশ। বাংলাদেশের ইসকন মন্দিরের সন্ন্যাসীদের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা রক্ষার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য আবেদন । কানাডার সরকারের কাছে আবেদন সেদেশে বসবাসকারী বাংলাদেশি হিন্দুদের
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর। 'ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব। প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী এ বিষয়ে সংসদকে জানান', বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর। 'এমন ঘটনা ঘটে চললে, আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই। একবেলা খাব, দরকারে একটা রুটি ভাগ করে খাব। আমাদের লোক অত্যাচারিত হোক চাই না, বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর।
আজ বিধানসভায় নবনির্বাচিত ৬ বিধায়কের শপথগ্রহণ। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথবাক্য পাঠ। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রীও। এর আগে বিধায়কদের শপথগ্রহণ ঘিরে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে একাধিকবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। কার্যত রাজ্যপালের নির্দেশ অগ্রাহ্য করে এর আগে চার বিধায়ককে শপথবাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ। এবার স্পিকারের তরফে রাজ্যপালকে ৬ বিধায়কের শপথগ্রহণের জন্য বিধানসভায় আসার আমন্ত্রণ জানানো হয়। স্পিকারের আমন্ত্রণে সাড়া দিয়েছেন রাজ্যপাল
ভেড়ি সংস্কারের নামে খাস কলকাতায় চলছে মাটি পাচার। অভিযোগ প্রগতি ময়দান থানা এলাকার খানাবেড়িয়ার বাসিন্দাদের।বেআইনি মাটি বোঝাই লরির ধাক্কায় ভাঙল মুদিখানা ও ফাস্ট ফুডের দোকান। কান্নায় ভেঙে পড়লেন মুদিখানার মালিক। স্থানীয়দের অভিযোগ, সব জেনেও নিষ্ক্রিয় পুলিশ। থানায় গেলে পাঠানো হয় তৃণমূলের পার্টি অফিসে। সেখানে জানিয়েও কাজ হয়নি। অবাধে চলছে মাটি কাটা। স্থানীয়দের অভিযোগ, রাত বাড়লেই শুরু হয় মাটি পাচার। গাড়ি পিছু ২-৩ হাজার টাকা নেন স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মণ্ডল। বেনিয়ম আরও আছে। ভেড়ির জন্য নিয়ম মেনে ৫-৬ ফুট নয়, ১৫-২০ ফুট পর্যন্ত কাটা হচ্ছে মাটি। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, ভেড়ি সংস্কারের কাজ চলছে। দিনের বেলা অনুমতি নেই, তাই রাতে কাজ হচ্ছে।
উত্তর ২৪ পরগনার পেট্রোপোল সীমান্তে আজও দেশে ফেরার জন্য বাংলাদেশিদের ভিড়। ওপার থেকেও দলে দলে আসছেন ভারতীয়রা। ওপারে প্রিয়জনরা কীভাবে আছেন, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে বাংলাদেশিদের। তাই কেউ দেশে ফিরছেন, আবার কেউ প্রিয়জনদের খোঁজ নিতে ওদেশে যাচ্ছেন। ল্যান্ড ফোর্স অথরিটি অফ ইন্ডিয়া-র তরফে জানানো হয়েছে, পেট্রোপোল সীমান্তে গতকাল প্রায় সাড়ে ৫ হাজার মানুষ পারাপার করেছেন।
বাংলাদেশে মৌলবাদীরা হিনদুদের ওপর অত্যাচার করছে। সাধু-সন্তদের বন্দি করে রাখা হচ্ছে। খালিস্তানিদের নিয়ে তো অনেক কথা বলেছিলেন। এখন হিন্দুদের ওপর হামলা নিয়ে ওয়াইসি, রাহুল গান্ধী নীরব কেন? টুকড়ে টুকড়ে গ্যাং-এর লোকেরাও চুপ কেন ?
জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে নিজের দেশেই ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে। বাংলাদেশে শান্তি ফেরাতে তাঁরা চাইছেন ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। চট্টগ্রামের এক নাগরিক ১২ নভেম্বর মা-বাবাকে চিকিৎসা করাতে এসেছিলেন ব্যাঙ্গালোরে। দেশে ফেরার আগে আতঙ্কে রয়েছে গোটা পরিবার। চট্টগ্রামের আরেক নাগরিক আজই আগরতলা স্থল বন্দর হয়ে ভারতে এসেছেন। যাবেন ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে। ওদেশে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের বিবরণ দিতে গিয়ে শিউরে উঠছেন বাংলাদেশি নাগরিক। আতঙ্ক এতটাই যে, কেউ নিজের পরিচয় দিতে চাইছেন না।
ভারতে আসার পথে বাংলাদেশের বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল ৮৩ জন ইসকন ভক্তকে। বৈধ ভিসা ও পাসপোর্ট থাকা সত্ত্বেও ভারতে আসতে বাধা দেওয়ার অভিযোগ। আজব সাফাই বাংলাদেশের। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ভারপ্রাপ্ত OC ইমতিয়াজ আহসানুল কাদের ভুঁইয়ার দাবি, ইসকন ভক্তদের বৈধ পাসপোর্ট-ভিসা থাকলেও, ভারত-ভ্রমণের প্রয়োজনীয় সরকারি অনুমতি ছিল না।
হাতিয়াড়ায় জমির মালিককে মারধরের অভিযোগ উঠল প্রোমোটারের দলবলের বিরুদ্ধে। জমির মালিক শামিম আখতারের দাবি তাঁর থেকে ৫ কাঠা জমি কিনেছিলেন অভিযুক্ত প্রোমোটার। কিন্তু, রেজিস্ট্রি হওয়ার আগেই ওই জমিতে কাজের জন্য সরঞ্জাম রাখতে শুরু করে প্রোমোটারের লোকজন। তাতে আপত্তি জানানোয় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জমির মালিকের দাবি, বাড়িতেও চড়াও হয় প্রোমোটারের দলবল। ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
৮ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আগামীকাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর জামিন-মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। গত সোমবার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। এখনও পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ৫ জন। চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। তার আঁচ এপার বাংলাতেও। এই আবহেই আগামীকাল চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি রয়েছে। জামিন পাবেন ইসকনের সন্ন্যাসী? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।
ওপার বাংলায় নিপীড়িত হিন্দুরা। এপার বাংলায় জোরদার হচ্ছে প্রতিবাদ। আজ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল ও সভা করল বিভিন্ন হিন্দু সংগঠন। কোথাও সামিল হল বিজেপিও। দিল্লিতে প্রতিবাদ করুন। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের নতুন নুতন অভিযোগ আসতেই থাকছে। যার বিরুদ্ধে এপার বাংলাতেও প্রতিবাদ জোরালো হচ্ছে। রবিবার জেলায় জেলায় মিছিল ও সভা করে বিভিন্ন হিন্দু সংগঠন।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে চরম ক্ষোভের আবহেই এবার বাংলাদেশে আরও ৪ জনকে গ্রেফতার করা হল। এর ফলে চিন্ময়কৃষ্ণ দাস-সহ গ্রেফতারি বেড়ে হল মোট ৫ জন। এদিকে ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল বহু ইসকন ভক্তকে। ভারতে আসতেই দেওয়া হল না ইসকনের সদস্যদের। যা নিয়ে নতুন করে তৈরি হল অপ্রীতিকর পরিস্থিতি।
প্রেক্ষাপট
'বাংলাদেশে অত্যাচার বন্ধ না হলে সন্ন্যাসী মুক্তি না পেলে রফতানি বন্ধ। যারা ভারতের পতাকা পদদলিত করেছে, তাদের পাকিস্তানের মতো অবস্থা করব। এই নতুন রাজাকার বাহিনীকে ভারত আত্নসমর্পণ করাবে', পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
আজ বিধানসভায় নবনির্বাচিত ৬ বিধায়কের শপথগ্রহণ। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথবাক্য পাঠ। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রীও। এর আগে বিধায়কদের শপথগ্রহণ ঘিরে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে একাধিকবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। কার্যত রাজ্যপালের নির্দেশ অগ্রাহ্য করে এর আগে চার বিধায়ককে শপথবাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ। এবার স্পিকারের তরফে রাজ্যপালকে ৬ বিধায়কের শপথগ্রহণের জন্য বিধানসভায় আসার আমন্ত্রণ জানানো হয়। স্পিকারের আমন্ত্রণে সাড়া দিয়েছেন রাজ্যপাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -